NHS Job Hunt Pro Max

PLAB কিংবা যেকোন Royal College Membership Exam পাশ করে যারা UK যাবেন, কিংবা যেতে চাচ্ছেন, তারা যাওয়ার পর কী ধরণের জব করার সুযোগ পাবেন, বা NHS এর প্রথম জব হিসেবে কোন ধরণের জবে এপ্লাই করা উচিত, এবং কিভাবে জব সার্চ করবেন তা নিয়ে এই পোস্টে আলোচনা করা হবে।


কী কী ধরণের জব আছে?

বাংলাদেশের প্রেক্ষিতে

বুঝার সুবিধার জন্যে চলেন আমরা বাংলাদেশের প্রেক্ষিতে একজন ফ্রেশ গ্র‍্যাজুয়েট এর কী টাইপের জব করার সুযোগ আছে তা একটু দেখি। বাংলাদেশে একজন ডাক্তার ইন্টার্নশিপ শেষ করার পর কী কী টাইপের চাকরী করতে পারেন?

  • তিনি FCPS Part 1 পাশ করে ( বা পাশ না করেই) FCPS এর ট্রেনিং শুরু করতে পারেন – যেটাকে Honourary Medical Officer বলা হয়। এটা একটা Training Post, কারণ এই অভিজ্ঞতার ভিত্তিতে আপনার ক্যারিয়ার প্রোগ্রেস করবে এবং আপনি একসময় পোস্টগ্র‍্যাজুয়েশন ডিগ্রী লাভ করবেন।
  • তিনি এমডি/এমএস/ডিপ্লোমা কোর্সে চান্স পেলে ওইখানে Resident হিসেবে কাজ শুরু করবেন। এটাও একটা Training Post, কারণ এই অভিজ্ঞতার ভিত্তিতে আপনার ক্যারিয়ার প্রোগ্রেস করবে এবং আপনি একসময় পোস্টগ্র‍্যাজুয়েশন ডিগ্রী লাভ করবেন।
  • কেউ যেকোন হাসপাতাল, ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে কাজ শুরু করতে পারেন। এটা ‘Training Post’ না, কারণ পোস্টগ্র‍্যাজুয়েশন ডিগ্রী অর্জনের পিছনে এটার কোন হাত থাকবেনা।
  • আপনি চাইলে খ্যাপ মারতে পারেন, মানে মাঝে মধ্যে এখানে ওখামে ডিউটি করতে পারেন, প্রতি ডিউটির জন্যে আপনাকে আলাদা করে টাকা দিবে। এটা ‘Training Post’ না, কারণ পোস্টগ্র‍্যাজুয়েশন ডিগ্রী অর্জনের পিছনে এটার কোন হাত থাকবেনা।
  • এছাড়া কেউ চাইলে সরকারী চাকরী করতে পারেন। সরকারী চাকরীতে শুরুতে আপনি যে পোস্টে থাকবেন, ওটা Training Post না। এফসিপিএস কিংবা এমডি-এমএস/ডিপ্লোমা কোর্সে চান্স পেলে আপনাকে পরবর্তীতে ট্রেনিং পোস্টে পাঠানো হবে।

Scopes of job in the UK

এবার ডাক্তার হিসেবে UK এর কাজের স্কোপগুলো দেখা যাক। প্রথমত, আমরা যুক্তরাজ্যের National Health Service এর চাকরী নিয়ে কথা বলছি, যেটা ওখানকার জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের ভাষায় বললে, ‘সরকারী চাকরী‘। বেসরকারী চাকরী আমাদের আলোচ্য বিষয়বস্তু না।

Type of Jobs in the UK for a new-comer

PLAB কিংবা যেকোন royal college membership exam পাশ করে যারা ইউকে যাবেন, কিংবা যেতে চাচ্ছেন, তাদের জন্যে তিন ধরনের চাকরীর সুযোগ রয়েছে, বাংলাদেশের মতইঃ

  • Non-Training Jobs
  • Training Post
  • Locum/ Bank Jobs

Non-Training Jobs/ Trust Grade Jobs

অনেকটা বাংলাদেশের কর্পোরেট হাসপাতালগুলোর Duty Doctor টাইপের জব এগুলো। এই ধরণের জব এর সার্কুলার দেয়া হয় হাসপাতাল কিংবা Trust এর পক্ষ থেকে- প্রতিটা হাসপাতাল আলাদা করে সার্কুলার দেয় – এজন্যে এই ডাক্তারদেরকে অনেক সময় Locally Employed Doctor বলা হয়। এখানে একটা নির্দিষ্ট ট্রাস্ট কিংবা একটা নির্দিষ্ট হাসপাতালের সাথে একটা নির্দিষ্ট সময়ের জন্যে contractual basis এ কাজ করতে হয়, সাধারণত ৬ মাস কিংবা ১ বছর। এই চাকরী আপনার ক্যারিয়ার প্রোগ্রেশন করবেনা, মানে এই চাকরী করতে থাকলে আপনি জুনিয়র ডাক্তার থেকে একদিন রেজিস্ট্রার কিংবা কনসালট্যান্ট হয়ে যেতে পারবেন না। আপনার এখানে কোন একাডেমিক কমিটমেন্ট থাকবেনা, অর্থাৎ এই চাকরী করার সময় আপনাকে আবশ্যকভাবে কোন পরীক্ষা/ডিগ্রী পাশ করতে হবেনা। আপনি সারা জীবন কোন এক্সাম না দিয়ে এই লেভেলের জব করতে থাকলেও কারো কিছু যায় আসেনা। আপনি চাইলে একটা নন-ট্রেনিং জব এর কন্ট্রাক্ট শেষ করে আরেকটা নন-ট্রেনিং জব শুরু করতে পারেন- এভাবে সারাজীবন একই লেভেলের চাকরী করে যেতে পারবেন, কিন্তু এতে আপনার পদমর্যাদা কিংবা বেতন বাড়বেনা, বাড়লেও সেটা খুবই সামান্য। NHS এর প্রথম চাকরী হিসেবে Non-training job ই ideal. এই চাকরী করার উদ্দেশ্য হচ্ছে, NHS এর সাথে আস্তে-আস্তে অভ্যস্ত হওয়া, কাজ শেখা এবং ট্রেনিং পোস্টের জন্যে এপ্লাই করার জন্যে যে পূর্বশর্তগুলো আছে, সেগুলো পূরণ করা।নন-ট্রেনিং জব এর জন্যে সারা বছরই সার্কুলার দেওয়া হয়, তবে সাধারণত আগস্ট এবং ফেব্রুয়ারি মাসে মানুষ ট্রেনিং এ ঢুকে যাওয়ার কারণে non-training doctor এর ঘাটতি বাড়ে এবং এজন্যে তখন অনেক non-training doctor নিয়োগ হয়, তাই এই সময়টার আগ দিয়ে (মে- জুলাই) ওয়েবসাইটগুলোতে non-training job এর সার্কুলার বেশী থাকে। সাধারণত NHS Jobs কিংবা Trac Jobs ওয়েবসাইটে এই সার্কুলারগুলো দেওয়া হয়।

  • No academic commitments – সোজা কথায়, কোন পরীক্ষা দেওয়ার বা পাশ করার প্যারা নাই।
  • NHS এর সাথে অভ্যস্ত হওয়ার জন্যে কিংবা কাজ শেখার জন্যে খুবই ভাল সুযোগ। চাকরীর শুরুতে shadow/supernumerary period থাকে সাধারণত।
  • NHS এর প্রথম চাকরী হিসেবে ideal.

Training Posts

Training Post এর নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে Health Education England. একটা নির্দিষ্ট সময়ে ট্রেনিং পোস্ট এর সার্কুলার দেয়া হয়, এবং একটা নির্দিষ্ট সময় থাকে এপ্লাই করার জন্যে, এরপর শর্টলিস্ট, এরপর ইন্টারভিউ, সবকিছু খুব structured way তে হয়। আপনি চাইলেই যেকোন সময় ট্রেনিং পোস্টে এপ্লাই করতে পারবেন না। ট্রেনিং এ এপ্লাই করার জন্যে কিন্তু পূর্বশর্ত আছে, কিছু ডকুমেন্ট (CREST Form) সাইন করানো থাকতে হয়, এবং ট্রেনিং এ চান্স পাওয়ার জন্যে আপনার সিভি ওইভাবে তৈরি করতে হয়- প্রমাণ হিসেবে Portfolio থাকা লাগে। এপ্লাই করার সময় আলনি যুক্তরাজ্যের কোন এলাকায় ট্রেনিং করতে চান, সেটা চুজ করবেন। আপনার ইন্টারভিউ পারফরমেন্স, আপনার পোর্টফোলিও সবকিছু বিবেচনা করে Health Education England ঠিক করবে যে আপনাকে ট্রেনিং পোস্ট দিবে কিনা, এবং কোন এলাকায় দিবে৷ ট্রেনিং চলাকালীন আপনার একাডেমিক কমিটমেন্ট লাগবে- অর্থাৎ আপনাকে পোর্টফোলিও মেনটেইন করতে হবে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা/ডিগ্রী পাশ করতে হবে। এক কথায় বললে, আপনার যদি NHS এ নন-ট্রেনিং জব করার অভিজ্ঞতা না থাকে, তাহলে ট্রেনিং পোস্ট এখন আপনার জন্যে না

  • academic commitments আছে- পরীক্ষায় পাশ না করলে ট্রেনিং এর নেক্সট স্টেজে যেতে পারবেন না।
  • ট্রেনিং পোস্টে shadow/supernumerary period থাকে না সাধারণত। তাই ট্রেনিং পোস্টগুলো NHS এ প্রথম চাকরী হিসেবে কোনভাবেই উপযুক্ত না, যদি কেউ ট্রেনিং পোস্ট পেয়ে যায় তারপরেও না। এজন্যে আগে non-training job করে NHS এর সিস্টেম এর সাথে অভ্যস্ত হয়ে তারপর ট্রেনিং পোস্টে ঢুকা উচিত এবং international medival graduateরা সবাই এটাই করে।

Locum/Bank Jobs

সহজ ভাষায় বললে, locum হচ্ছে ‘খ্যাপ’। হাসপাতালে কোন কারণে ডাক্তার সংকট হলে, ওদের আলাদা ডাক্তার এর প্রয়োজন হয়, এবং তখন ওরা আলাদা করে ডাক্তার নেয়। যে কয়দিন বা যে কয় ঘন্টা আপনি কাজ করবেন, সে কয়দিন এর জন্যে আপনাকে পে করবে। এখানে পেমেন্ট নরমাল ডিউটির তুলনায় বেশী। যেদিন প্রয়োজন পড়ে সেদিন ডাক পড়ে, কাজ বাকিদের মতই, কিন্তু বেতন বেশী। একাডেমিক কোন কমিটমেন্ট নাই। পড়াশুনা করে ডিগ্রী বা কোন পরীক্ষা পাশ করার প্যারা নাই। যারা UK তে থাকেন, ভিসা এবং right to work আছে, তারা অতিরিক্ত ইনকামের জন্যে Locum/Bank Jobs করতে পারেন। আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যিনি আগে NHS এ কাজ করেন নাই, তাহলে এই চাকরী আপনার জন্যে নয়।

  • কোন shadow period থাকেনা
  • বেতন বেশী
  • এই জব আপনাকে স্পন্সরশিপ দিবেনা।

কী কী লেভেলের জব আছে?

বাংলাদেশের তিনজন ডাক্তার এর কথা কল্পনা করেন। একজন সদ্য এমবিবিএস পাশ করে ইন্টার্ন শেষ করে বের হয়েছেন, আরেকজন ইন্টার্নশিপ শেষ করে এফসিপিএস এর ট্রেনিং করেছেন ৩ বছর, আরেকজন এফসিপিএস এর ট্রেনিং শেষ করেছেন এবং এফসিপিএস ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা ধরা যাক দিবেন। ইন্টার্ন শেষ করেছেন যিনি, তিনি হলেন ‘জুনিয়র’ ; ৩ বছর ট্রেনিং করেছেন যিনি, তাকে আমরা বলতে পারি ‘মিডলেভেল’ আর আরেকজন এফসিপিএস এর ট্রেনিং শেষ করা ব্যক্তিকে বলতে পারি ‘সিনিয়র’ বা ‘কনসালট্যান্ট লেভেল’।

কিংবা, আপনার ইন্টার্নশিপের কথা একবার মনে করেন- একজন ইন্টার্ন হিসেবে আপনি এবিং আপনার ইউনিটের HMO রা ছিলেন ‘জুনিয়র’, আপনার CA/Assistant Registrar/ Registrar স্যার ছিলেন ‘মিডলেভেল’ আর আপনার ইউনিট হেড কিংবা ডিপার্টমেন্ট হেড স্যারেরা ছিলেন ‘সিনিয়র’ কিংবা ‘কনসালট্যান্ট লেভেল’

Similarly, NHS মিলায়ে এ জবের লেভেল হচ্ছে তিনটা:

  • Junior Doctor
  • Registrar/ Speciality Registrar/ SpR
  • Consultant

Junior Doctor দের দায়িত্ব সবচেয়ে কম, প্রয়োজনে তারা রেজিস্ট্রার বা কনসালট্যান্ট এর সাহায্য নিতে পারেন। রেজিস্ট্রার এর দায়িত্ব জুনিয়র এর চেয়ে বেশী থাকে- যেমন রাতে একা ওয়ার্ড সামাল দিতে হয়, নিজেকে ডিসিশান নিতে হয়। কাজের দিক থেকে কনসালট্যান্ট দের দায়িত্ব সবচেয়ে বেশী- তাদেরকে ক্লিনিক্যাল ডিউটির পাশাপাশি অনেক administrative দায়িত্বও পালন করতে হয়।


প্রথম জব এর জন্যে কোন জবগুলাতে এপ্লাই করা উচিত?

প্রথমত, অবশ্যই অবশ্যই নন-ট্রেনিং জবে এপ্লাই করবেন। কারণটা obvious. একটা কারণ হচ্ছে, ট্রেনিং পোস্টে যখন-তখন ঢুকা যায়না, সারা বছর সার্কুলার থাকেনা। একটা নির্দিষ্ট সময়ে ট্রেনিং পোস্ট এর সার্কুলার দেয়, এবং একটা নির্দিষ্ট সময় থাকে এপ্লাই করার জন্যে, এরপর ইন্টারভিউ, সবকিছু খুব structured way তে হয়। আপনি চাইলেই যেকোন সময় ট্রেনিং পোস্টে এপ্লাই করতে পারবেন না। আরেকটা কারণ, ট্রেনিং এ এপ্লাই করার জন্যে কিন্তু পূর্বশর্ত আছে, কিছু ডকুমেন্ট (CREST Form বলে এইটাকে) সাইন করানো থাকতে হয়, ট্রেনিং এ চান্স পাওয়ার জন্যে আপনার সিভি ওইভাবে তৈরি করতে হয়- প্রমাণ হিসেবে Portfolioথাকা লাগে- যেগুলোর প্রচলন আমাদের দেশে নাই। যদি আপনি কোনভাবে এগুলোর ব্যবস্থাও করে ফেলেন,

দ্বিতীয়ত, বাংলাদেশে আপনার অভিজ্ঞতা কিংবা ডিগ্রী যাই থাকুক না কেন, আপনি অবশ্যই জুনিয়র লেভেলে এপ্লাই করবেন – কখনোই প্রথম জবের জন্যে Registrar কিংবা Consultant লেভেলে এপ্লাই করবেন না।

জুনিয়র লেভেলের জব এর আবার বাহারী নাম আছে।

  • FY1 – Foundation Year 1
  • FY2 – Foundation Year 2
  • FY3- Foundation Year 3/CT1 – Core Trainee 1/ST1 – Speciality Trainee 1/Junior Clinical Fellow/ Trust Doctor/Trust Grade Doctor/Senior House Officer/SHO/Trust Doctor CT1/Trust Doctor ST1/Clinical Trust Fellow

[ FY1 < FY2 < FY3, CT1, ST1, JCF, SHO, Trust Doctor, Trust Grade Doctor, Trust Doctor CT1, Trust Doctoe ST1, Clinical Trust Fellow ]

Please note: All the non-training doctors are generally called ‘Locally Employed Doctor’.

FY1 হচ্ছে আমাদের দেশের ইন্টার্নশিপের সমতূল্য। তাই, FY1 লেভেলের জবে জয়েন করা রিকমেন্ডেড না, যেহেতু আপনি ইন্টার্নশিপ শেষ করে এসেছেন ধরে নেয়া হচ্ছে। আপনি FY2 কিংবা FY3- Foundation Year 3/CT1 – Core Trainee 1/ST1 – Speciality Trainee 1/Junior Clinical Fellow/ Trust Doctor/Trust Grade Doctor/Senior House Officer/SHO/Trust Doctor CT1/Trust Doctor ST1/Clinical Trust Fellow – এইসবগুলো জবে এপ্লাই করতে পারেন, এবং এই লেভেলের যেকোন জবে জয়েন করতে পারেন নির্দ্বিধায়। এই লেভেলগুলোর কাজ এবং স্যালারির দিক থেকে তেমন কোন পার্থক্য নাই


জুনিয়র লেভেল এর নন-ট্রেনিং জব দিয়ে আপনি আপনার NHS জার্নি শুরু করবেন। আপনি চাইলে আজীবন নন-ট্রেনিং জব করে যেতে পারেন, কিন্তু ক্যারিয়ার প্রগ্রেস করার জন্যে আপনাকে ট্রেনিং পোস্টে ঢুকতে হবে। তার প্রস্তুতি হিসেবে আপনার কাজ হবে নন-ট্রেনিং জবে কাজ করার সময় NHS এর কোন একজন কনসালট্যান্ট কে দিয়ে আপনার CREST Form সাইন করানো, সেই সাথে আপনার ট্রাস্ট যত ধরণের learning opportunities দিবে, সেগুলো ব্যবহার করে আপনার portfolio তৈরি করা, যা আপনাকে আপনার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের এরিয়া


জব সার্কুলার কোথায় দেয়

Non-training job এর সার্কুলার অনেক জায়গায় দেয়, যা আমাদের জানা লাগবেনা। এর মধ্যে তিনটা মেইন ওয়েবসাইটঃ

  • NHS Jobs Website ( https://jobs.nhs.uk)
  • Trac Jobs Website ( https://apps.trac.jobs)
  • Indeed Jobs Website ( https://indeed.com)

এই তিনটার মধ্যে আবার আপনি মাথা ঘামাবেন দুইটা নিয়ে- NHS Jobs Website আর Trac Jobs Website. Indeed Jobs আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেন। যদি দুইটা ওয়েবসাইটে ঘাটাঘাটি করা কষ্ট হয়ে যায়, যদি বেশি প্যারা নিতে না চান, তাহলে শুধু Trac Jobs ব্যবহার করবেন।

আমি শুধু Trac Jobs ব্যবহার করেছি, এবং এখান থেকেই আমার সবগুলো ইন্টারভিউ কল পেয়েছি।


এই পোস্টের নিচের লেখাটুকু বুঝার জন্যে আপনার সামনে কম্পিউটার থাকতে হবে – এবং আপনি ওয়েবসাইটে ঢুকে নিজে যাচাই করে করে দেখে বুঝতে হবে। শুধু ব্লগপোস্ট পড়ে বুঝা কষ্ট হবে। তাই, কোন জায়গা না বুঝলে বিচলিত হবেন না, যখন আপনি নিজে ওই স্টেজে যাবেন এবং জব এপ্লাই করা শুরু করবেন, তখন বুঝে যাবেন।


How to use Trac Jobs

Opening an account

প্রথমে Trac Jobs এ একাউন্ট খুলবেন। একাউন্ট খুলতে কিছুই লাগবেনা- শুধু আপনার ইমেইল, এবং এরপর আপনার ব্যক্তিগত তথ্য। জিএমসি রেজিস্ট্রেশন ছাড়াই আপনি একাউন্ট খুলে ফেলতে পারবেন। একাউন্ট খুলতে দ্বিধান্বিত হবার কিছু নাই, এটা GMC Online একাউন্ট এর মত অত সিরিয়াস কিছুনা, ভুল হলে ঠিক করতে পারবেন।

প্রথমে ইমেইল দিবেন, ইমেইল দিয়ে Create an account এ ক্লিক করবেন, আপনার ইমেইলে লিংক চলে যাবে। এরপর ইমেইলের দেয়া লিংকে ক্লিক করবেন

ইমেইলে দেয়া লিংকে ঢুকার পর আপনার সম্পর্কে তথ্য চাইবে, ওই তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন- ২ মিনিট লাগবে সর্বোচ্চ। বেশী প্যাচাবেন না, এগুলা পরে এডিট করা যাবে।

Creating your CV

এবার আপনার কাজ হচ্ছে Trac Jobs এ আপনার CV তৈরি করা। আপনাকে এই ওয়েবসাইটে আলাদা করে CV তৈরি করতে হবে। Microsoft Word বা PDF হিসেবে তৈরি CV এখানে আপলোড করার সুযোগ নেই। তবে আপনি চাইলে আপনার অন্য সিভি থেকে টেক্সট কপি করে এখানে পেস্ট করতে পারবেন।

এজন্যে প্রথমে Dashborad এ যাবেন, ওখান থেকে Complete your online CV অপশনটা চুজ করবেন।

এবার আপনার কাজ হচ্ছে প্রতিটা সেগমেন্টে ঢুকে আপনার information গুলো আপডেট করা। Qualifications, Employment, Supporting Info- এই তিনটা Headline আছে, প্রতিটারর ভেতরে আবার অনেকগুলো করে সাব-হেডিং আছে। আপনার কাজ হবে সবগুলো ঘর বুঝে শুনে ফিলাপ করা।

এখানে একটা গুরুত্বপূর্ন কথা বলে রাখতে চাই, Supporting info section এ ‘Add specialist questions to the Online CV’ এই অপশনটা অবশ্যই ব্যবহার করবেন। এই অপশনের মাধ্যমে আপনি আপনার Practical Skills, Management of Change, Research, Publication, Presentation, Teaching, Prizes of other Academic Distinction, Management & Leadership Experience, Teamworking- এই সেগমেন্টগুলো যোগ করতে পারবেন।

‘Add specialist questions to your Online CV’ এটা সিলেক্ট করলে এই অপশনগুলো দেখাবে, এবং আপনার কাজ হবে এখান থেকে প্রতিটা সিলেক্ট করা এবং সেই সম্পর্কিত তথ্য আপডেট করা।

Searching for Jobs

ড্যাশবোর্ড থেকে Job Search সিলেক্ট করবেন, এরপর এমন অপশন পাবেন, এরপর Medical and Dental সিলেক্ট করবেন, এরপর এমন অপশন পাবেন।

এখানে জব খোজার কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে Grade অনুযায়ী খোঁজা। যেমনঃ একবার FY2 সিলেক্ট করে সার্চ দিবেন, এরপর আবার CT1 লিখে সার্চ দিবেন এভাবে।

একাধিক ফিল্টার ব্যবহার করলে সার্চ রেজাল্ট ভালোভাবে আসেনা, এজন্যে আমার মতে একাধিক ফিল্টার একসাথে ব্যবহার করা উচিত না। অর্থাৎ grade এবং occupation দুটোই একসাথে সিলেক্ট করে সার্চ দেওয়ার চেয়ে একবার গ্রেড, এবং এরপর একবার occupation সিলেক্ট করে সার্চ করা ভাল।

Occupation বা ডিপার্টমেন্ট অনুযায়ী যখন সার্চ করবেন তখন ওই ডিপার্টমেন্টের সব জব এর লিস্ট দেখাবে। আপনার কাজ হবে আপনার লেভেলের গুলোতে এপ্লাই করা।

Occupation অনুযায়ী সার্চ দেয়াতে সব লেভেলের জব দেখাচ্ছে৷ আপনার কাজ হবে শুধুমাত্র আপনার লেভেলের জব এ- অর্থাৎ টিক মার্ক দেয়াটাতে এপ্লাই করা। বাকিগুলো সিনিয়র লেভেল।

Keywords দিয়ে সার্চ করে আমি তেমন একটা ভাল ফলাফল পাইনি, তাই আমি রিকমেন্ড করি keywords দিয়ে সার্চ করবেন সবার শেষে।

অনেকসময় টাইটেল দেখে কনফিউশন হতে পারে, সেক্ষেত্রে স্যালারি দেখবেন৷ Per annum salary 33000 থেকে শুরু – এমন জবগুলো সাধারণত FY2 লেভেলের হয়ে থাকে।

প্রতিটা সার্কুলার দেখার সময় closing date দেখে নিন৷ closing date এরপর আর application submit করা যায়না। আপনার কাজ হবে অবশ্যই closing date এর আগে application submit করা।

প্রতিটা সার্কুলার এর সাথে কিছু ফাইল থাকে ডাউনলোড করার মত- সেখান থেকে Job Description, Person Specification টা ডাউনলোড করে পড়বেন, ওখানে বলা থাকবে কী ধরণের ডাক্তার ওরা চাইছে এবং তাকে কী ধরণের দায়িত্ব পালন করতে হবে। আপনার কাজ হবে এটা পড়ে সেই অনুযায়ী আপনার supporti info লিখা।

Apply Online Now ক্লিক করলে পরবর্তী পেজ এ যাবে এবং সেখানে কয়েকটা প্রশ্ন থাকবে। সাধারণত, আপনি এখন এই ট্রাস্টে কাজ করেন কিনা এবং ইমিগ্রেশন আর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রশ্ন থাকে এখানে। এই কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে Continue তে ক্লিক করলে আপনার এপ্লিকেশন টা ড্রাফট হিসেবে জমা হবে এবং আপনি চাইলে পরে এসে এপ্লিকেশন শেষ করে সাবমিট করতে পারবেন। তাই চেষ্টা করবেন যখনই কোন জব আপনার পছন্দ হবে, সেটার অন্তত এইটুক করে রাখতে যাতে পরে এসে খুঁজে পেতে সমস্যা না হয়।

চেষ্টা করবেন সবসময় Use Online CV কিংবা Use a recent application – এই দুইটা অপশনের যেকোন একটা সিলেক্ট করতে। এই দুটোর মধ্যে Use a recent application সিলেক্ট করা বেটার, আপনার কাজ অনেক কমে যাবে। Blank application form নিলে সবকিছু নতুন করে লেখা লাগবে।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top