Bangladeshi Doctors in Annual UK Conference 2022 এবং আমার প্রথম পোস্টার প্রেজেন্টেশন

গত সপ্তাহে Noshin Saiyara আপু একটা পোস্ট দিয়েছিলেন, যে Bangladeshi Doctors in the UK Annual Conference 2022 – শিরোনামে একটা ভার্চুয়াল কনফারেন্স হবে। আপুর শেয়ার করা লিংক থেকে রেজিস্ট্রেশন করলাম, এবং আমার জীবনের প্রথম পোস্টার প্রেজেন্টেশন করেছি এই কনফারেন্স এ। আমার মনে হয় এই কনফারেন্সটা আমাদের জন্যে খুব ভাল একটা সযোগ ছিল, বিশেষত ইন্টার্নদের জন্যে।

কারণ প্রথমত, ভার্চুয়াল এই কনফারেন্স ছিল সম্পূর্ণ ফ্রী। এই কনফারেন্সে বিভিন্ন দেশের চিকিৎসকেরা Poster Presentation এবং Oral Presentation করেছেন। আমার নিজের প্রেজেন্টেশন এর পাশাপাশি এই কনফারেন্সে অনেকগুলো অসাধারণ পোস্টার এবং ওরাল প্রেজেন্টেশন দেখার সুযোগ হয়েছে। কনফারেন্স এটেন্ড করার পর বুঝতে পারলাম যে, অডিট, পোস্টার,  Abstract এই ব্যাপারগুলো এতটাও কঠিন না যতটা আমরা ভাবি, এবং ইন্টার্নশিপের সময়েই চাইলে এই কাজগুলো করা যায়, এবং নিজের সিভিকে সমৃদ্ধ করা যায়।

দ্বিতীয়ত, প্রেজেন্টেশন এর পাশাপাশি এই কনফারেন্সে ছিল জুনিয়রদের জন্যে অনেকগুলো Career development session, যেখানে speaker রা আমাদেরকে NHS এ career progression নিয়ে বিস্তারিত ধারণা দিয়েছেন।

আমি Dr. Mahjabin Islam Aurin আপুর “Academic Medicine- Come and get Inspired” – এই সেশনটাতে অংশগ্রহণ করেছি। যারা জানেন না, অরিন আপু প্রচন্ড prestigious NIHR Academic Clinical Fellow পদে আছেন বর্তমানে, এবং এর পাশাপাশি University of Sheffield এর Hounarary Clinical Teacher হিসেবে কাজ করছেন।  এই সেশনে কিভাবে ক্লিনিক্যাল ক্যারিয়ার এর পাশাপাশি রিসার্চ এবং একাডেমিয়ার সাথে যুক্ত হওয়া যায় এই ব্যাপারে আপু দিক নির্দেশনা দিয়েছেন। ক্যারিয়ার প্ল্যানিং এর ব্যাপারে অরিন আপুর 1:1 সেশন করার সৌভাগ্য আমার হয়েছে এই কনফারেন্স এর মাধ্যমে, যেটা অন্য কোনভাবেই সম্ভব হতোনা।

আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সেশন ছিলো “How to get your first NHS job”-tips for completing your application and interview performance- by Dr. Pushpo Babul Hossain. NHS এর Job application করা থেকে শুরু করে ইন্টারভিউতে কী ধরণের প্রশ্ন করা হয় এবং কিভাবে তার উত্তর দিতে হয় – সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আপু।

যারা সার্জারিতে আগ্রহী, তাদের জন্যে এই কনফারেন্সে সেশন নিয়েছেন Emiko Sultana আপু, যিনি General and Vascular Surgery তে ST3 লেভেল এ আছেন এবং University of Oxford এ Surgical Science এ MSc করছেন।

Obstetrics & Gynaecology তে আগ্রহীদের জন্যে  ‘Gain entry and stand out as a O&G trainee, insights, inspiration and advice from a top trainee’ এই শিরোনামে সেশন নিয়েছেন Dr. Nadia Islam – MMEDSCI, PhD, MRCOG- ST5 O&G, North West Deanery.

এছাড়া Acute Medicine, General Practice, Getting into Medical School – এই কয়েকটা টপিকের উপরেও ছিল প্রাণবন্ত আলোচনা, এবং open প্রশ্নোত্তর পর্ব।

সবশেষে, আয়োজকদের ধন্যবাদ দিতে চাই, এমন অসাধারণ এবং প্রাণবন্ত একটা কনফারেন্স আয়োজনের জন্যে। এই কনফারেন্সটা আমার জন্যে একটা ice breaking session হিসেবে কাজ করেছে, এবং আশা করি NHS এ কাজ শুরু করার পর Poster presentation কিংবা Research Activity এর সাথে যুক্ত হতে অনেকখানি সাহায্য করবে।


আমার প্রথম পোস্টার প্রেজেন্টেশন এর গল্প

Flashback to August, 2020

ইন্টার্নশিপের প্রায় শেষ তখন, PLAB দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, OET Book করেছি, একদিন NHS এ কাজ করছেন এমন একজন বড়ভাইকে জিজ্ঞেস করলাম যে কি করলে এখন থেকে একটু আকটু আগায় থাকবো। ভাই বললেন, পারলে একটা audit কর। আমি বললাম, এগুলা ত বুঝিনা। ভাই উনার করা একটা অডিট এর পোস্টার পাঠালেন এবং বললেন, নেট দেখে শিখ। তখন google এ সার্চ দিয়ে কয়েকটা অডিট এর পোস্টার দেখে আইডিয়া নিলাম এবং ওই জ্ঞান দিয়ে কয়েকজন মিলে একটা অডিট করার চেষ্টা করলাম।


Fast-forward to October, 2022:

গত সপ্তাহে Noshin Saiyara আপুর পোস্টের প্রেক্ষিতে আপুকে জিজ্ঞেস করলাম যে, আমার একটা অডিট করা আছে অনেক আগের, এটাকে পাবলিশ করা যাবে কিনা। আপু আমার অডিট এর পোস্টারটা দেখলেন এবং বললেন যে, আমি চাইলে এটাকে প্রেজেন্ট করতে পারবো। সেজন্যে আগে Abstract জমা দিতে হবে, সিলেক্ট হলে এরপর পোস্টার প্রেজেন্ট করতে হবে।

Abstract সম্পর্কে কোন ধারণাই নাই আমার, কিন্তু আপুর অনুপ্রেরণায় ভাবলাম একটু ঘেটে দেখি করতে পারি কিনা। তাই দ্বারস্থ হলাম বাংলাদেশের জুনিয়র লেভেলের রিসার্চারদের মধ্যে একজন পরিচিত মুখ Susmita Dey Pinkyর। ও আমাকে অনেক সময় নিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলো।

এরপর Plan Your Postgraduation গ্রুপে Poster, Abstract, Audit এই কয়েকটা টপিক নিয়ে সার্চ করলাম, এবং Dr. Mahjabin Islam Aurin আপুর একটা পোস্ট পেলাম, ওই পোস্টের আপুর একটা firsy cycle audit এর লিংক পেলাম, যেটা BMJ তে পাবলিশ হয়েছে। ওটা দেখে লিখে ফেললাম abstract:

এরপর আবার Susmitaকে পাঠালাম, ও কিছু কারেকশন করে দিলো। ওর কারেকশন এরপর নোশিন আপুকে আবার দেখালাম। আপু আরো কিছু কারেকশন করে দিলেন। এরপর সাবমিট করলাম। abstract select হলো, এবার প্রেজেন্টেশন করার পালা। অডিট এর পোস্টার আগেই তৈরি করা ছিল, কিন্তু এটাকে আরেকটু আপডেটেড করা যেতে পারে বলে মনে হলো। কয়েকটা example দেখলাম google search দিয়ে, সেই অনুযায়ী তৈরি করলাম পোস্টার। তৈরি করে আবার পাঠালাম এক্সপার্ট দের। Susmita এবং Orindom Shing Pulock দেখে দিলো এবং তাদের পরামর্শ অনুযায়ী ফাইনাল পোস্টার রেডি করে পাঠিয়ে দিলাম।

এমনিতে Hospital এ কেস প্রেজেন্টেশন কিংবা Integrated Teaching এর সময় Academic Topic এ প্রেজেন্টেশন করার অভিজ্ঞতা আছে আমার, কিন্তু পোস্টার প্রেজেন্টেশন এটাই প্রথম। সার্চ দিলাম ইউটিউবে- পেয়ে গেলাম রিসোর্স। এই ভিডিও দেখে কিভাবে প্রেজেন্ট করবো তার একটা খসড়া  স্ক্রিপ্ট তৈরি করলাম, সেই অনুযায়ী প্রেজেন্ট করলাম।


My first poster presentation!

Thanksgiving

Through this post, I would like to thank Dr. Nafiz Imtiaz Vai,  Dr. Noshin Saiyara Apu, Dr. Mahjabin Islam Aurin Apu, Dr. Susmita Dey Pinky, Dr. Orindom Shing Pulock, Dr. Halima Jahan Setu Apu, and my team-members Dr. Karishma Anika Himi,  Dr. Abdul Alim Noyon,  Dr. Wafa Fida,  Dr. Farhana Yasmin Eva,  Dr. Nishat Rahman.


Materials:

  • How to present your poster (youtube): https://youtu.be/vMSaFUrk-FA
  • https://www.rcr.ac.uk/sites/default/files/cr_audit_poster_guidance_2016.pdf
  • https://www.bmj.com/content/334/7585/gp26
  • https://www.rcpath.org/profession/patient-safety-and-quality-improvement/conducting-a-clinical-audit.html
  • https://www.ekhuft.nhs.uk/EasySiteWeb/GatewayLink.aspx?alId=364302
  • Audit/Quality Improvement: https://m.facebook.com/groups/planyourpostgraduation/permalink/2137996956288303/
  • How to do a poster presentation: https://m.facebook.com/groups/planyourpostgraduation/permalink/1683608095060527/
  • https://cures.cardiff.ac.uk/files/2014/10/NSAMR-Abstract.pdf
  • https://www.yorksandhumberdeanery.nhs.uk/sites/default/files/guide_to_producing_a_poster_for_presentation.pdf
  • https://www.rpharms.com/Portals/0/RPS%20document%20library/Open%20access/Research/rpsresearchposterguidance.pdf
  • https://www.dbth.nhs.uk/services/library-services/supporting-research/making-research-poster/
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top