আপানর যদি বড় পোস্ট পড়ার সময় কিংবা ধৈর্য না থাকে তাহলে এই ছবিটা একনজর দেখে নিন। পিডিএফ ডাউনলোড করার লিংকও
প্রথমেই আপনাকে ইন্টারভিউর খুঁটিনাটি জেনে নিতে হবে। এই লেখাটাতে আমি চেষ্টা করবো একটা ধারণা দেওয়ার জন্য। এর পাশাপাশি এই তিনটা মাধ্যম ব্যবহার করতে পারেন।
1. https://youtu.be/LwDr40nuiDU?si=ZiWpM4xZKEvuu5WU
2. https://www.imtrecruitment.org.uk/recruitment-process/interview/interview-structure-and-content
3. https://medcourse.co.uk/speciality-guide/imt-interview-guide/
ইন্টারভিউতে দুইটা Station থাকবেঃ
Station 1: 11 Minutes
Application and achievements
Suitability for IMT
Ethical, professionalism and governance scenario
Station 2: 11 minutes
Clinical scenario – Investigations/diagnosis/management
Clinical scenario – communication mark
Clinical scenario – handover
Station 1
সময়ঃ ১১ মিনিট। এই অংশটা দুইভাগে বিভক্ত।
- Part 1: Application and Suitability for IMT
- Part 2: Ethical, professionalism and governance question
Part 1: Application and Suitability for IMT
এই অংশের সময়ঃ ৬ মিনিট। এটার আবার দুইটা ভাগ আছে।
A. 2 minute presentation
B. Questions related to your your application/CV/ Portfolio and suitability to be a trainee in medicine
A. 2 minute presentation
প্রথম অংশে আপনাকে একটা ২ মিনিটের মোখিক প্রেজেন্টেশন দিতে হবে এই টপিকেঃ
“Give an overview of your achievements to date which are most relevant to your application to be a trainee in internal medicine”
এই প্রশ্ন দিয়েই আপনার ইন্টারভিউ শুরু হবে এবং উত্তর দেয়ার সময় ২ মিনিট।২ মিনিট শেষ হয়ে গেলে আর কথা বলার সুযোগ পাবেন না। এখানে কোন স্লাইড কিংবা পাওয়ারপয়েন্ট দেখাতে হবেনা।আপনি চাইলে কাগজে নোট রাখতে পারবেন।
B. Questions related to your your application/CV/Portfolio and suitability to be a trainee in medicine:
এই অংশে আপনি IMT তে ঢুকার জন্যে কতটুকু suitable সেটা দেখার জন্যে আপনাকে আপনার সিভি বা পোর্টফোলিও থেকে কিংবা এর বাইরের কিছু প্রশ্ন করা হবে, hence the name ‘Suitability for IMT’.
Commonly asked questions in this part:
- Why do you want to get into IMT?
- What have you done so far to get into IMT/that shows your committment to get into IMT?How have you prepared yourself for IMT?
- What do you know about IMT curriculum?
- Tell us about your research experience
- Tell us about your quality improvement project
- Tell us about your publication
- Tell us about your teaching experience
- Why do you think teaching is important for an IMT?
- Why do you think research is important for an IMT?
- Why do you think quality improvement is important for an IMT?
Suggested Preparatory Materials for Part 1:
- Medibuddy
- Optimize Interviews
- CT-ST Interviews Book
- IMT Curriculum
Please prepare the commonly asked questions really well. যদি আপনার মনে হয় যে উত্তর লিখে ফেললে আপনার জন্যে প্রস্তুতি নেয়া সহজ হবে, তাহলে লিখে ফেলেন- তাহলে লিখে practice করেন। যদি আপনার মনে হয় যে লিখার চেয়ে মনে মনে চিন্তা করে উত্তর তৈরি করা আপনার জন্যে বেশি কার্যকর, তাহলে সেটা করবেন।
Part 2: Ethical, professionalism and governance question
সময়ঃ ৫ মিনিট
এই অংশে এসে আপনাকে এক/একাধিক প্রশ্ন করা হবে যেগুলো Ethical/Professionalism/Governance কিংবা একাধিক কনসেপ্ট ওয়ালা হয়।এই পার্ট এর সময় ৫ মিনিট। এখানে আপনাকে প্রশ্ন পড়ার জন্যে কিংবে উত্তর সাজানোর জন্যে আলাদা করে কোন সময় দেয়া হবেনা।
এই প্রশ্নগুলো তিন ধরনের হতে পারে আমার দেখা অনুযায়ীঃ
- Purely Ethical Question
- Governance related Questions
- STAR questions
Purely Ethical questions:
এই প্রশ্নটা purely ethical: হতে পারে patient related, হতে পারে colleague related. যেমনঃ
Example 1: You have a patient in the hospital who has been diagnosed with pneumonia and is refusing treatment. On the other hand, his family members have an impression that the doctors have decided not to treat him. How would you plan to manage this scenario?
Example 2: You are in a morning shift and one of your colleagues appear to be drunk. How would you deal with this situation?
এই প্রশ্নগুলোর উত্তর দেয়ার সময় চেষ্টা করা উচিত medical ethics এর চারটা প্রিন্সিপাল (Autonomy, Beneficence, Non-maleficence, Justice) কিংবা Good Medical Practice কে এই প্রশ্নের উত্তরের সাথে জোড়া দেওয়া, যদি সম্ভব হয়।
https://www.gmc-uk.org/professional-standards/professional-standards-for-doctors/good-medical-practice
Clinical Governance Related Questions:
এখানে আপনাকে কিছু knowledge based question করা হতে পারে. এই ধরনের প্রশ্ন খুব কমন না, কিন্তু করে মাঝে মাঝে:
- What do you mean by audit? What are the steps of audit?
- What do you mean by research?
- What is the difference between audit and research?
- What is QIP?
- What do you mean by Clinical Governance?
- What are the pillars of Clinical Governance?
- What do you mean by portfolio?
- What do you mean my apprisal?
- What do you mean by revalidation?
-What do you mean by Evidence Based Medicine?
STAR Questions:
এছাড়া আপনাকে আরও কিছু প্রশ্ন করতে পারে যেগুলো আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে কিছু উদাহরণ দিয়ে উত্তর দিতে হবে।
যেমনঃ
Tell us about:
- a Mistake that you have done
- your Strength
- your Weakness
- a Conflict that you have had with one of your colleagues
- Difficult situation that you have faced
- a situation where you showed Leadership
- a situation where your Communication skills helped to make a difference
- a situation where you showed Teamwork
- a situation where you face Difficulty communicating with a colleague
- a situation where you showed integrity
Suggested Study Materials:
- Medibuddy
- CT-ST Interviews
- Optimise Interviews Course Material
- GMC Good Medical Practice
- Principles of Medical Ethics
Station 2: Clinical Scenario and Patient Handover
সর্বমোট সময়ঃ ১১ মিনিট
প্রথম পার্ট শেষ হওয়ার পর আপনাকে তিন মিনিট সময় দেওয়া হবে একটা ক্লিনিক্যাল প্রশ্ন পড়ার জন্যে এবং উত্তর তৈরি করার জন্যে। তিন মিনিট পার হয়ে যাওয়ার পর আপনাকে এই ক্লিনিক্যাল সিনারিও থেকে কিছু প্রশ্ন করা হবে এবং আপনাকে এগুলোর উত্তর দিতে হবে। মোট ১০ মিনিট ধরে আপনাকে প্রশ্ন করা হবে। এরপর ১ মিনিট সময় দেওয়া হবে আপনার একজন colleague এর কাছে handover করার জন্যে।
প্রশ্নগুলো এমন হতে পারেঃ
- How will you assess and manage this scenario
- what next steps you would take, e.g. further investigations?
- What are your differential diagnosis?
- any potential treatments possible?
- any further information you would gather?
- how you would go about communicating with any people (eg patients, family members, colleagues) involved in the scenario?
দশ মিনিট শেষ হয়ে গেলে আপনাকে এক মিনিট সময় দেওয়া হবে এই রোগীকে হ্যান্ডওভার দেওয়ার জন্যে।
Can you hand this patient over to your colleague?
এখানে আপনাকে hospital কিংবা Outpatient- যেকোন setup এর রোগী দিতে পারে। You should be able to do the initial assessment, management and produce a list of necessary investigations and differential diagnosis of a patient coming with the following presentations.
Acute setting:
- Patient presenting with Shortness of Breath
- Patient presenting with Chest Pain
- Patient presenting with hematemesis/Malena
- Patient presenting with Headache
- Patient presenting with seizures
- Patient presenting with Confusion/Altered mental status
- Patient presenting with palpitation
- Patient presenting with low GCS
- Patient presenting with fever
- Patient presenting with fever, night sweats, weight loss
- Patient presenting with lew pain and/or swelling
- Patient presenting after a fall
- Patient presenting with diarrhoea +/- vomiting
- Patient presenting with poisoning
- Patient presenting with palpitations
OP setting:
- Deranged LFTs
- Asthma Patient presenting for annual review
- High Blood pressure in clinic
- Stable COPD Management
- Stable Asthma Management
Diseases:
- Pneumonia+ CURB 65 Score
- Sepsis
- Acute Severe Asthma
- Acute exacerbation of COPD
- Tension Pneumothorax
- Pulmonary Embolism
- Acute Coronary Syndrome
- Paracetamol Poisoning
- Hypoglycemia
- Diabetic Ketoacidosis/HHS
- Acute Upper GI Bleeding
- Hyperkalemia
- Hyponatremia
- Anaphylaxis
- Cardiac Arrest (ALS Protocol)
- Tachycardia
- Bradycardia
- ECG interpretation (ST elevation, TWI, Hyperkalemia, SVT, Atrial Fibrillation, Heart Block)
- X-Ray interpretation (Pneumonia, Pulmonary Edema, Pneumothorax, Pleural Effusion)
- ABG interpretation
- Stroke
- Addissonian Crisis
- AF
- SVT
- Fall
- Respiratory Failure
- Stroke
- Lymphoma
- TB
Suggested Preparatory Materials for Part 2:
- Oxford Handbook of Clinical Medicine
- Medibuddy
- Optimize interviews
- NICE Guideline
- SBARD Handover from ALS Manual
Use this cheatsheet to prepare for the interview:
Tags: