How to become an Instructor for ILS/ALS Course?

ILS কিংবা Resuscitation Council এর আয়োজিত অন‍্য যেকোন অন‍্য যেকোন কোর্সের instructor হওয়া যায় কিভাবে? Instructor হইলে লাভ কী?


Instructor হওয়ার বিষয়টা আমার মাথায় প্রথম আসে এবছরের শুরুতে, জানুয়ারি মাসে যখন আমি IMT Interview এর জন‍্যে প্রস্তুতি নিচ্ছিলাম। Optimize Interviews এর একটা কোর্স করছিলাম, সেদিন একজন জিজ্ঞেস করেছিল যে ALS কোর্সকে Commitment to Speciality হিসেবে দেখানো যাবে কিনা IMT Application এ।তখন কোর্স নিচ্ছিলেন যিনি তিনি বলেছিলেন যে, ALS এমন একটা কোর্স যেটা সবাইকে করতে হয়। IMT Application যারা করছে (কিংবা যারা করছেনা!), তাদের সবারই ALS করা আছে, literally everyone! তাই ALS provider হওয়াটা আসলে অতটা বিগ ডিল না, কেউ যদি instructor হয়ে থাকেন, সেটা অবশ‍্যই application এবং interview তে mention করবেন and it is a big deal.


Instructor হওয়া যায় কিভাবে?


Instructor হওয়ার জন‍্যে আপনাকে Instructor Course করা লাগবে- ALS এর জন‍্যে Generic Instructor Course (GIC) এবং ILS এর জন‍্যে ILS (ILSi) Instructor Course. Instructor Course আবার চাইলেই করে ফেলা যায়না- You can only do this course if have been awarded to have ‘Instructor Potential’ during your provider course. অর্থাৎ আপনি যখন ILS কিংবা ALS course করবেন, তখন আপনার পারফরমেন্স দেখে যদি Faculty Member দের মনে হয় যে আপনার মধ‍্যে Instructor হওয়ার মত গুণ আছে, তখন তারা Resuscitation Council UK এর কাছে আপনাকে recommend করবে Instructor Potential হিসেবে।তারপর Resuscitation Council UK থেকে আপনাকে ILS/ALS এর জন‍্যে instructor course করার জন‍্যে invite করবে। এরপর আপনি instructor course করবেন- Instructor Course পাশ করার পর আপনাকে পরবর্তী এক বছরের মধ‍্যে ‘Instructor Candidate’ হিসেবে দুইটা কোর্সে ALS instructor এর সুপারভিশনে পড়াতে হবে।যদি আপনি সন্তোষজনক ভাবে পড়াতে পারেন তখন আপনাকে ILS Instructor পদবী দেয়া হবে। এবং আপনার instructorship ধরে রাখার জন‍্যে আপনাকে বছরে অন্তত দুইটা ILS কোর্সে পড়াতে হবে।
অর্থাৎ সহজভাবে বললে, ILS Instructor হবার ধাপগুলো এরকমঃ

  • ILS Provider Course
  • Recommendation as Instructor Potential
  • ILSi course
  • Teach as Instructor Candidate
  • ILS Instructor
  • Teach in 2 courses annually to maintain instructorship

এবার আমি ধরে নিচ্ছি আপনি ILS কোর্স করেছেন এবং কোর্স করার সময় আপনাকে IP recommendation দেওয়া হয়েছে এবং আপনি instructor course বুক করেছেন।Instructor course এ কী হয় এবং কিভাবে Instructor course এর জন‍্যে প্রস্তুতি নিবেন এই পোস্টের পরবর্তী অংশে আমি সেটা নিয়ে আলোচনা করবো।


ILSi কোর্স বুক করার পর আপনাকে বলা হবে Venue থেকে ‘ILSi Pack’ সংগ্রহ করার জন‍্যে, কিংবা আপনার ঠিকানায় এটা পাঠানো হবে। এই pack এর মধ‍্যে যা যা থাকেঃ

  • The Blue Book
  • কিছু কাগজপত্র

Preparatory Materials:

  • ILS Manual
  • ILSi Pack including the Blue Book, Relevant guidelines

কীভাবে প্রস্তুতি নিবেনঃ

কীভাবে প্রস্ততি নিবেন এটা বলার আগে চলুন কথা বলা যাক আপনাকে এই কোর্সে কী কী করতে হবেঃ
ILSi কোর্সে আপনাকে তিনটা কাজ করতে হবেঃ

  1. Skills Teaching
  2. Simulation Teaching A to E assessment
  3. Simulation Teaching Cardiac Arrest Scenario

1. Skills Teaching:

এখানে আপনাকে ছোট একটা skill শিখাতে হবে। কোন skill আপনাকে শিখাতে হবে সেটা ILSi pack এর কাগজপত্রে লেখা থাকে। যেমনঃ আমরা ভাগে পড়েছিল Defibrillator Pad placement. কারো ভাগে পড়েছিল Nasopharyngeal Airway Placement, কারো ভাগে পড়েছিল Chest Compression, কারো ভাগে পড়েছিল আবার Defibrillation. Skill শিখানোর জন‍্যে 4 step method follow করতে হবে:

  • Step 1: আপনি কাজটা করে দেখাবেন as if it is a real life scenario, without any explanations
  • Step 2: এই ধাপে আপনি আগের ধাপে যা যা করেছেন সেগুলো আবার করবেন, তবে ধীরে ধীরে এবং ব‍্যাখ‍্যা সহ যাতে সবাই বুঝতে পারে।
  • Step 3: এই ধাপে আপনি student দের কে বলবেন কী করতে হবে সেটা বলার জন‍্যে এবং আপনি সে অনুযায়ী কাজ করবেন- তারা step by step process টা বুঝতে পেরেছে কিনা সেটা যাচাই করবেন।
  • Step 4: এই ধাপে আপনি আপনার student দেরকে বলবেন পুরো কাজটা করে দেখানোর জন‍্যে- যেমনটা আপনি দেখিয়েছেন step 1 এ।
কীভাবে প্রস্তুতি নিবেনঃ

এই ভাগের প্রস্তুতি নেয়ার জন‍্যে আপনার প্রথম কাজ হবে যে skillচা আপনাকে শেখাতে হবে সেটা নিজে ভালোভাবে জানা। ILS manual কিংবা ভিডিও দেখে সেটা শিখে নিবেন। এর পাশাপাশি Blue Bookটা পড়বেন- Particularly, ফিডব‍্যাক দিতে হয় কিভাবে এবং Teaching এর step গুলো জেনে নিবেন Blue Book থেকে।


2. Simulation Teaching: A to E assessment:

Simulation Teaching যারা কখনো করেন নি তাদের কে এই বিষয়টা লিখে বুঝানো একটু কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি বুঝাতে।
এই ধাপে আপনি একটা সিনারিও দিবেন, একজন Candidate A to E Assessment করবে এবং manage করবে। আপনার কাজ হবে আপনি candidate কে feedback দিবেন।
এরপর Instructor রা আপনার Teaching performance এর উপর আপনাকে feedback দিবে এবং জানাবে এই station এ আপনি পাশ করেছেন কিনা।
কী Scenario আপনি দিবেন এটা ILSi pack এর মধ‍্যে যে কাগজপত্রগুলো থাকে সেখানে লেখা থাকে। যেমনঃ আমার ভাগে পড়েছিল Sepsis. অন‍্যদের ভাগে পড়েছিল Asthma, Anaphylaxis, Hypovolumic Shock etc.

কীভাবে প্রস্তুতি নিবেনঃ

এই ভাগের প্রস্তুতি নেয়ার জন‍্যে আপনার প্রথম কাজ হবে Scenarioটা ভালোভাবে জানা।পুরো সিনারিওটা মুখস্ত করে ফেলবেন, যাতে করে আপনাকে সিনারিও মনে করার জন‍্যে বারবার কাগজ উল্টাতে না হয়। এরপর, ABDCE Assessment এর ধাপগুলো আপনাকে মুখস্ত করে ফেলতে হবে। এটা আপনার এমনিতেই জানার কথা, কিন্তু যদি না জেনে থাকেন বা ভুলে যেয়ে থাকেন, তাহলে ILS Manual এবং Resus Council এর A to E assessment এর video টা দেখে নিবেন প্রয়োজনে। এর পাশাপাশি Blue Bookটা পড়বেন। Particularly, ফিডব‍্যাক দিতে হয় কিভাবে এবং Teaching এর step গুলো জেনে নিবেন।


3. Simulation Teaching: Cardiac Arrest

এই ধাপে আপনি একটা সিনারিও দিবেন, একজন Candidate A to E Assessment করবে এবং assessment চলাকালীন সময়ে patient এর cardiac arrest হবে এবং Candidate Cardiac Arrest ম‍্যানেজ করবে। এবং ম‍্যানেজমেন্ট শেষে আপনি candidate কে feedback দিবেন। এরপর Instructor রা আপনার Teaching performance এর উপর আপনাকে feedback দিবে এবং জানাবে এই station এ আপনি পাশ করেছেন কিনা।

কীভাবে প্রস্তুতি নিবেনঃ

এই ভাগের প্রস্তুতি নেয়ার জন‍্যেও আপনার প্রথম কাজ হবে Scenarioটা ভালোভাবে জানা।পুরো সিনারিওটা মুখস্ত করে ফেলবেন, যাতে করে আপনাকে সিনারিও মনে করার জন‍্যে বারবার কাগজ উল্টাতে না হয়। এরপর, Cardiac Arrest Algorithmটা আপনাকে মুখস্ত করে ফেলতে হবে। এটা আপনার এমনিতেই জানার কথা, কিন্তু যদি না জেনে থাকেন বা ভুলে যেয়ে থাকেন, তাহলে ILS/ALS Manual টা দেখে নিবেন সেইসাথে Resuscitation Council UK এর Cardiac Arrest Simulation Videoটাও দেখবেন। এর পাশাপাশি Blue Bookটা পড়বেন। Particularly, ফিডব‍্যাক দিতে হয় কিভাবে এবং Teaching এর step গুলো জেনে নিবেন।


এই কোর্সে পাশ-ফেল আছে। আপনাকে তিনটা সেগমেন্টের প্রতিটাতে আলাদা করে পাশ করতে হবে এবং সারাদিন ধরে একটা continuous assessment হয়। দিন শেষে আপনাকে সম্ভাব‍্য ৪টা outcome এর মধ‍্য থেকে কোন একটা দেওয়া হবে। সম্ভ‍াব‍্য 4টা outcome:

  1. Pass + no conditions. You can teach as IC in any centre.
  2. Pass + recommendation of a specific centre for teaching as IC.
  3. Pass + recommendation to take the ILSi course again before being an IC.
  4. Fail: You have to start your instructor journey again.

FAQ

ALS না করে আমি ILS করলাম কেন?
ALS কোর্সের মেয়াদ থাকে বছর। অর্থাৎ একবার করলে একপরের বছর আপনারে এই কোর্স আর করতে হবেনা। আমি ALS কোর্স করেছিলাম ২০২২ সালের জুলাই মাসে। অর্থাৎ আমার ALS কোর্সের মেয়াদ এখনো আছে।
আমার আগস্ট মাস থেকে Training পোস্টে জয়েন করার কথা।অনকল শিফট গুলোতে আমাকে Cardiac Arrest bleep carry করতে হবে এবং Cardiac Arrest Call attend করতে হবে। আমি আগে কখনো Cardiac Arrest Bleep ক‍্যারি করিনি তাই এটা নিয়ে একটু ভীত ছিলাম। সেজন‍্যে আমি ALS করতে চাচ্ছিলাম আবারকিন্তু ALS কোর্স বেশ expensive এবং আমার study budget ছিলোনা এটা করার মতঅর্থাৎ নিজের পকেট থেকো টাকা দেওয়া লাগতো। যেহেতু আমার কোর্সের মেয়াদ এখনো আছে, সেইসাথে Trust থেকে ILS করলে ফ্রীতে করা যাবে, তাই অযথা এই টাকাটা খরচ না করে ভাবলাম ILS করে ফেলি।


ILS/ALS Instructor Course করে লাভ কী?
Looks good in the CV
Sounds cool


Tips

ILS কোর্সের আগে আমি মেসেজ দিয়ে জানিয়েছিলাম যে আমি instructor হতে চাই, আমাকে কী করতে হবে।কোর্সের দিন সকালে কোর্স শুরুর আগে আমি কোর্স instructor দের জানিয়েছিলাম আমার ইচ্ছার কথা। তারা আমাক বলেছে যে তারা সারাদিন assess করবে instructor হওয়ার মত
They told me that they will assess me throughout the entire day and see if I have potential to be an instructor and they’ll let me know.
কোর্স শেষ হওয়ার পর আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এবং তারা বলেছিল যে তারা নিজেরা (Both instructors) আলোচনা করে আমাকে জানাবে। এর কয়েকদিন পরেই আমি Resuscitation Council UK থেকে ইমেইল পাই যে I have been recommended to have instructor potential and they invited me to attend all of the instructor courses. আমি পরামর্শ দিবো যদি আপনার ইচ্ছা থাকে instructor হওয়ার, কোর্সের আগে venue তে contact করে এটা জানাবেন এবং কোর্সের দিন সকালে কোর্স শুরুর আগে instructorদের জানাবেন যাতে করে তারা আপনাকে assess করতে পারে।

FA

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top