PLAB পাশ করে চাকরী পাওয়ার পর দেশে মাসে কত টাকা পাঠানো যাবে?

  • PLAB পাশ করে ইউকেতে আসলে কত টাকা বেতনের চাকরী পাওয়া যায়?
  • বাসায় মাসে কত টাকা পাঠানো যায়?
  • PLAB পাশ করে যে চাকরী পাওয়া যায়, সেটা দিয়ে কি নিজে ভালমত চলা যায়?
  • একজনের বেতন দিয়ে কি (বউসহ) দুইজন থাকা যাবে?
  • একজনের বেতনে কি বাচ্চাসহ থাকা যাবে?

এইধরণের প্রশ্ন আমাদের অনেকের মনেই আছে। আমার মনেও ছিল, এবং স্পষ্ট উত্তর খুজে পাওয়াটা অনেকক্ষেত্রে কঠিন। এই পোস্টে এই প্রশ্নের উত্তরগুলো দেবার চেষ্টা করবো। আপনি বিস্তারিত পোস্ট পড়তে না চাইলে এই পোস্টের নিচের দিকে চলে যান, এক কথায় উত্তর পেয়ে যাবেন। অনেক ধৈর্য থাকলে নিচের ডিটেইলস পড়তে পারেন।


PLAB কিংবা MRCP বা অন্য যেকোন Membership Exam পাশ করে ইউকেতে আসার পর কেউ যদি Trust Grade SHO Level এ চাকরী শুরু করে (সোজা কথায়, বাংলাদেশের স্ট্যান্ডার্ড এ মেডিকেল অফিসার লেভেল), তাহলে তার মাসিক বেতন কত হবে তা নির্ভর করে বাতসরিক বেতন কত তার উপর। বাতসরিক বেতন থেকে ট্যাক্স কাটে, পেনশনের টাকা কাটে + আরো দুয়েকটা খাতের টাকা কাটার পর মাসিক বেতন ঢুকে। সে হিসেবে কোন ধরণের এক্সট্রা ডিউটি (Locum) না করলে on-call সহ Trust Grade/জুনিয়র লেভেলের বেশিরভাগ ডাক্তার এর বেতন ২৫০০ থেকে ৩০০০ পাউন্ড এর মধ্যে থাকে।


এবার কথা বলবো খরচ নিয়ে- কোন কোন খাতে আপনার খরচ হবে এবং কেমন খরচ হবে:

  • বাসা-ভাড়া: আমি London এ Zone 2 তে একটা সিংগেল রুম নিয়ে থাকি। ভাড়া দেই ৮০০ পাউন্ড। যে কোম্পানির কাছ থেকে আমি ভাড়া নিয়েছি তাদের যে ‘ফ্যামিলি বাসা’ আছে এক বেড রুমের, সেটার ভাড়া ১৪০০ পাউন্ড এর মত। বাসা-ভাড়া কেমন হবে সেটা নির্ভর করবে আপনি কোন এলাকায় থাকবেন তার উপর। আন্দাজের উপর যদি বলি, লন্ডনের বাইরে আপনি যেকোন যায়গায় ১০০০ পাউন্ড এর মধ্যে ফ্যামিলি নিয়ে থাকার মত বাসা পাবেন। বাসা ভাড়ার এই হিসাবটা অনেক বেশি জেনারালাইজ করে বললাম, জায়গাভেদে এটার তারতম্য অনেক হয়।
  • Groceries/ বাজার-সদাই: একেকজনের একেক রকম। তবে এভারেজ ২০০ পাউন্ড ধরতে পারেন।
  • Eating Out: এটাও একেকজনের একেক রকম। আমার ২০০ পাউন্ড এভারেজ
  • Bills: আমার বিল দিতে হয়না। Water, Electricity আর Council Tax এই তিনটা বোধহয় মেইন।
  • Internet: ফোন-ইন্টারনেট মিলিয়ে ৩০ পাউন্ড এর মত পরে এভারেজ।
  • Entertainment subscriptions: এটাও একেকজনের একেকরকম হয়। আমি Spotify, Netflix, Google Drive, iCloud চালাই। আনুমানিক ৩০ পাউন্ড এর মত।
  • Transport: আমার মাসে ১৮০ পাউন্ড এর মত খরচ হয়। লন্ডনের বাইরে এই খরচ অর্ধেকেরও কমে যাবে।
  • Professional Subscriptions: BMA মেম্বার হলে সেটার খরচ দিতে হবে, আনুমানিক মাসে ২৫ পাউন্ড এর মত। Indemnity এর খরচ দিতে হবে- এটা একেকজনের একেক রকম। আমার বছরে ৮০ পাউন্ড। GMC Registration Fee দিতে হয় বছরে একবার, এটাও একেকজনের একেকরকম। আমার ১৬০ করে দিতে হয়েছে দ্বিতীয় বছরে।

উপরের সবগুলো ছাড়াও আরো কিছু খরচ আছে যেগুলো unexpected. যেমন: এই দেশে আসার পর প্রথম মাসে আপনাকে অনেক কিছু এক্সট্রা কিনতে হবে, যেমন: বালিশ, কাথা-কম্বল (Duvet বলে এইদেশে), রান্নাঘরের জিনিসপাতি। প্রথম দুইমাসের এক্সট্রা খরচগুলোর কথা আলাদা, সেগুলো এখানে ধরা হয়নি। সেগুলো আলাদাভাবে হিসাব করা লাগবে।

এর পাশাপাশি কিছু খরচ আছে যেগুলো একান্তই ব্যক্তিগত। যেমন: কেউ হয়তো ঘুরতে ভালোবাসেন, তার প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ খরচ হবে ঘুরাঘুরির পেছনে। আমি গ্যাজেটফ্রীক। প্রতিমাসে আমার অনেক খরচ হয় গ্যাজেটের পিছনে। কেউ হয়তো বই পড়তে ভালোবাসেন, তার বই কেনার পেছনে খরচ হবে।


Summary:

আমার মাসিক খরচ ১৫০০ পাউন্ড এর মত, বেতন পাই ৩০০০ পাউন্ড এর মত। আমার মাসিক খরচ বাদ দিলে ১৫০০ পাউন্ড আমার হাতে থাকে, এর মধ্য থেকে আমি আমার সুবিধামত পাঠাই। গত ৬ মাসের কথা যদি বলি, আমি একমাসে সর্বনিম্ন পাঠিয়েছি ৪৫০ পাউন্ড আর সর্বোচ্চ পাঠিয়েছি ৮০০ পাউন্ড। সুতরাং, দেশে টাকা পাঠানো যায়। কত পাঠাতে পারবেন সেটা নির্ভর করে আপনার মাসে খরচ কেমন হচ্ছে, আপনার ভবিষ্যত পরিকল্পনা কী আর আর আপনি কত টাকা দেশে পাঠাতে চাচ্ছেন।

PLAB পাশ করে যে চাকরী পাওয়া যায়, সেটা দিয়ে নিজে একা খুব ভালমত চলা যায়, ‘আস্তেধীরে’ নিজের শখ আহলাদ যেমন: আইফোন-ম্যাকবুক কেনা ইত্যাদি পূরণ করা যায়। সেইসাথে বাসায়ও টাকা পাঠানো যায়।

একজনের বেতন দিয়ে বউসহ থাকতে পারার কথা। আমি একা থাকি, তাই গ্যারান্টি দিয়ে বলতে পারছিনা। তবে London এ হলে একটু চ্যালেঞ্জিং হবে ব্যাপারটা, সেভিংস কম হবে, বাসায় কম পাঠাতে পারবেন। আমি যেখানে থাকি, সে এলাকায় বিলসহ ছোটখাট বাসাভাড়া প্রায় ১২০০-১৬০০ পাউন্ড এর মত, মানে আমি এখন যা দিচ্ছি, তার দ্বিগুণ। ফ্যামিলি বাসা নিলে আমার খরচ অনেক বেড়ে যাবে এবং দেশে টাকা পাঠানো কঠিন হয়ে পরবে।

একজনের বেতনে বাচ্চাসহ থাকা যাবে কিনা জানিনা। থাকতে পারার কথা, অনেকেই ছিলেন, অনেকেই থাকেন। কিন্ত বাচ্চাসহ একজনের বেতনে লন্ডনে থাকা প্রায় অসম্ভব আমার মনে হয়।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top