PLAB2 পাশ করার পর আপনার প্রথম কাজ হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশন এর জন্যে এপ্লাই করা। PLAB রুটে জিএমসি রেজিস্ট্রেশনের জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়ঃ
Requirements
- PLAB2 Completed
- EPIC Verification Completed
- MBBS + Internship Completed
Documents
রেজিস্ট্রেশন এর জন্য এপ্লাই করার সময় অনেকে কিছু ছোটখাট বা বড় ভুল করে ফেলেন যে কারণে রেজিস্ট্রেশন পেতে অযথা কিছু ঝামেলা তৈরি হয়। এমন ভুল গুলো সম্পর্কে আগে জানা থাকলে ঝামেলা এড়ানো সম্ভব হবে।
- Passport
- MBBS Certificate
- Certificate of Good Standing (মেয়াদ ৩ মাস)
- Valid OET/IELTS Score
- Internship Completion Certificate
- Letter of Approval of internship
- GEN1 Form (for non-clinical jobs, eg: Lecturer)
Issue of BMDC Registration and Job Starting Date
আইনগত দিক থেকে আপনি কোনভাবেই BMDC Registration পাবার আগে কোন জব বা ট্রেনিং শুরু করতে পারবেন না। বাংলাদেশে আইনের অত কড়াকড়ি বা প্রয়োগ নাই বিধায় এটা নিয়ে কেউ মাথায় ঘামায় না। কিন্তু GMC Registration এর আবেদন করার সময় এই ব্যাপারে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে।
BMDC Registration পাবার আগে যদি আপনি কোন চাকরী বা ট্রেনিং শুরু করেও থাকেন, সেটা কোনভাবেই GMC Registration এর আবেদন করার সময় দেখানো যাবেনা । দেখালেই ঝামেলায় পড়বেন এবং GMC এটার ব্যাখ্যা চাইবে- যে রেজিস্ট্রেশন ছাড়া আপনি কিভাবে চাকরী করলেন- এরপর এই ঝামেলা থেকে উদ্ধার হওয়ার জন্যে আপনার অনেক দৌড়াদৌড়ি এবং মেইল চালাচালি করা লাগবে। অযথা এই ঝামেলায় কেন পড়তে যাবেন? তাই BMDC Registration পাওয়ার আগে আপনি কোন জব করবেন না, এবং কোন কারণে জব করে থাকলে সেটা কোথাও লিখবেন না।
মনে করেন, আপনি BMDC Registration পেয়েছেন আগস্ট এর ২০ তারিখ, তাহলে আপনার যেকোন চাকরী কিংবা ট্রেনিং শুরুর তারিখ অবশ্যই ২০ আগস্ট এর পরে দেখাতে হবে। যদি BMDC Registration পাবার পর থেকে জব শুরু করেছেন এমনটা লিখেন, তাহলে কোন ক্লিনিক্যাল জব এর এক্সপেরিয়েন্স সার্টফিকেট আপনাকে দেখাতে হবেনা। কিন্তু যদি আপনি কোন ভুল করে থাকেন, তাহলে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে এবং অনেক অযথা ভোগান্তি পোহাতে হবে।
Clinical Gap
ক্লিনিক্যাল গ্যাপ থাকলে GMC Registration পেতে কোন ধরণের কোন ঝামেলা হয়না। আপনার ক্লিনিক্যাল গ্যাপ থাকলে আপনি সরাসরি এটা লিখে দিতে পারেন যে এত তারিখ থেকে এত তারিখ আপনি এই কাজে ব্যস্ত ছিলেন, এটার কোন কারণ থাকতে হবে এমন না। মনে করেন আপনি এমনিতেই মনের খুশীতে বাসায় বসে ছিলেন, জব করেন নাই- আপনি সরাসরি লিখতে পারেন যে I took some time off.
তবে, ক্লিনিক্যাল গ্যাপ জব পাওয়ার জন্যে একটা নেগেটিভ বিষয়।গ্যাপ দেখালে আপনি রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, এতে সমস্যা হবেনা কোন, কিন্তু জব এপ্লিকেশন করার সময় এটা একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে কাজ করবে। তাই চেষ্টা করবেন অযথা কোন গ্যাপ না দেখাতে। ছোটখাট ক্লিনিকে জব করলেও সেখান থেকে একটা এক্সপেরিয়েন্স সার্টিফকেট নিবেন এবং এই জবটাও রেজিস্ট্রেশন এবং জব এপ্লিকেশন এ দেখায়ে দিবেন।
Giving access to OET Verification via MyOET Portal
যদিও আপনি OET এর রেজাল্ট এর ডকুমেন্ট সাবমিট করেছেন, GMC আপনার OET result Verify করবে from OET website. এজন্যে My OET portal থেকে Manage Verifier Access অপশন সিলেক্ট করে General Medical Council কে access দিতে হবে। এটা নিজে থেকে না দিলে কোন ঝামেলা হবেনা, GMC আপনাকে মেইল করবে myOET portal এ access দেওয়ার জন্যে, এরপর আপনি access দিবেন। এজন্যে ৩/৪ দিন সময় লাগবে হয়তো, আপনি আগে থেকে access দিয়ে রাখলে এই সময়টা লাগবেনা, ৩/৪ দিন আগে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন।
Never use Smartphone/Tablet to Fill-up a form
আজ থেকে জীবনে কোনদিন কোন ফর্ম ফিলাপ করার জন্যে Tab/Smartphone ব্যবহার করবেন না। Use a laptop. ট্যাবে বা ফোনে ফর্ম ফিলাপ করতে গেলে অনেক সময় ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে ভুল হয়ে যায়, অনেক মানুষকে আমি ভুগতে দেখেছি। একজনের OET result এ sex ভুল আসছে, একজন GMC registration এর সময় ডেট ভুল দিয়েছেন, আমার নিজের Qatar Airways এ আইডি খুলার সময় জন্মতারিখ ভুল হয়েছিল। এগুলা যে আমরা ইচ্ছা করে করেছি এমন না, কেন এমন ভুল হয় এটা ব্যাখ্যা করা কঠিন কিন্তু এমন ভুল না হোক এটাই কাম্য। তাই GMC Registration, OET Registration, GMC Online Account খুলা কিংবা অন্য কোন কাজ যেখানে আপনাকে টাইপ করতে হবে কিংবা কোন ডেট/অপশন সিলেক্ট করতে হবে- এমন কাজ ল্যাপটপে করবেন অবশ্যই।
GEN1 Form
আপনি যদি ননক্লিনিক্যাল কোন জব করে থাকেন তাহলে আপনাকে GEN1 Form ফিলাপ করায়ে পাঠাতে হবে আপনার এমপ্লোয়ারকে দিয়ে- Human resource executive কিংবা Line manager জেনারালাইজ করে বললে, আপনার কর্মস্থলের যেকোন সিনিয়র এই ফর্ম টা ফিলাপ করে দিবেন। যারা মেডিকেল কলেজের লেকচারার ছিলেন, কিংবা Research Related Job, যেমন Research Fellow, Research Trainee, Research Assistant, Project Research Physician এই ধরণের জব করতেন, তাদের এই ফর্ম ফিলাপ করা লাগে সাধারণত। যারা রিসার্চে কাজ করেছেন, তারা Research-Medical Capacity অপশন সিলেক্ট করবেন- তাহলে GEN1 ফর্ম ফিলাপ করতে হবেনা। শেষকথা, GEN1 ফর্ম নিয়ে ভয় পাবার কোন কারণ নাই, আগে থেকে জানা থাকলে মানসিক প্রস্তুতি থাকে এজন্যেই বলা।
Sending the Epic report to GMC
Epic Verification এর শেষ ধাপে একটা অপশন থাকে- আপনি চাইলে আপনার Epic verification এর রিপোর্ট General Medical Council এর কাছে পাঠাতে পারেন, একবার এই রিপোর্ট পাঠাতে আলাদা করে কোন টাকা লাগেনা, এবং এই রিপোর্ট পাঠানোর এক বছরের মধ্যে GMC Registration এর জন্যে আবেদন করতে হয়। যদি রিপোর্ট পাঠানোর এক বছর এর মধ্যে আপনি GMC Registration এর জন্যে আবেদন না করেন, তাহলে পরবর্তীতে যখন GMC Registration এর জন্যে আবেদন করবেন তখন এই রিপোর্ট টা আবার GMC এর কাছে পাঠাতে হবে, এবং সেজন্যে ৪৫ ডলার খরচ হবে। Epic Verification করার পর Report টা সাথে সাথে GMC তে না পাঠিয়ে পরবর্তীতে GMC Registration এর জন্যে এপ্লাই করার সময় পাঠালে এই ৪৫ ডলার খরচ এড়াতে পারবেন।
খরচ
Full Registration with License to practice এর জন্যে যারা আবেদন করবেন তাদের ফী নির্ধারিত হয় তাদের গ্র্যাজুয়েশন এর বয়স অনুযায়ী। যারা গত ৫ বছর এর মধ্যে পাশ করেছেন, তাদের জন্যে ফী ১৬১ পাউন্ড, যারা এর আগে পাশ করেছেন, তাদের জন্যে ফী ৪২০ পাউন্ড।
তবে খুশীর ব্যাপার হচ্ছে, GMC এর নিয়ম অনুযায়ী, yearly income ৩২০০০ পাউন্ড এর চেয়ে কম হওয়ার কারণে বাংলাদেশী ডাক্তাররা ৫০% ডিসকাউন্ট এর জন্যে আবেদন করতে পারবেন এবং আবেদন অনুমোদন হলে ২১০ পাউন্ড রিফান্ড পাবেন। এজন্যে GMC website থেকে বিস্তারিত দেখুন।
কিভাবে ডিসকাউন্ট এর জন্যে আবেদন করবেন, এই ব্যাপারে বিস্তারিত দেখার জন্যে এখানে ক্লিক করুন।
Tags: