Advanced Life Support Course

PLAB এর সাথে ALS এর সম্পর্ক কী, ALS ছাড়া জব হবে কিনা , ALS কিভাবে বুক করতে হবে, কত টাকা লাগে, কিভাবে ALS এর প্রস্তুতি নিতে হবে- এসব তথ্য নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়নি।


কী জিনিসঃ

Resuscitation Council UK দ্বারা পরিচালিত healthcare professional (Doctor, Nurses, Paramedics etc) দের জন্যে একটা কোর্স, যে কোর্সে শেখানো হয় কিভাবে একটা acutely unwell ( “খারাপ রোগী”) patient কে assess করতে হবে to prevent cardiac arrest এবং Cardiac Arrest হয়ে গেলে কিভাবে সেটা ম্যানেজ করতে হবে।

একজন খারাপ রোগীকে কিভাবে দ্রুততার সাথে assessment এবং management দিবেন এবং Cardiac Arrest হলে কিভাবে teamwork এর মাধ্যমে সেটা ম্যানেজ করবেন- এই কোর্সে আপনাকে এটা শেখানো হবে।

ইন্টার্নশিপের সময় প্রায় সময়ই আমাদের কাছে কমপ্লেইন আসতো রোগী হঠাৎ খারাপ হয়ে গেছে-  বা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এমবিবিএস কোর্সে আমরা হাজার হাজার প্রয়োজনীর অপ্রয়োজনীয় তথ্য গলধকরণঃ করি।  কিন্তু এমন অবস্থায় কী করতে হবে এগুলো সাধারণত আমাদেরকে শেখানো হয়না। এই ছোটখাট গুরূত্বপূর্ণ ব্যাপারগুলোতে হাতে কলমে ট্রেনিং না থাকার কারণে আমরা অনেক crucial জিনিস মিস করে যাই। এই কোর্সের মাধ্যমে আপনাকে এমনভাবে ট্রেইন করা হবে যাতে আপনি একজন acutely unwell রোগীকে খুব গুছানোভাবে তাড়াতাড়ি চেকলিস্ট এর মাধ্যমে assess করে ম্যানেজ করার মাধ্যমে further detorioration prevent করতে পারেন। হাজার হাজার মেডিকেল নলেজ এর মধ্য থেকে Life threatening কারণ গুলোকে খুঁজে বের করা এবং সেটা ম্যানেজ করা শিখানো হচ্ছে এই কোর্সের উদ্দেশ্য। এই কোর্স আপনাকে শেখাবে একজন রোগীর Cardiac Arrest হলে কিভাবে  আপনি team member হিসেবে একজন team leader এর আন্ডারে কাজ করতে পারবেন এবং কিভাবে আপনি নিজে একজন team leader হয়ে দক্ষতার সাথে আপনার টিম মেম্বারদের কাজে লাগিয়ে কার্ডিয়াক এরেস্ট ম্যানেজ করতে পারবেন।


Organization of the Course

কোর্স এর ৪-৬ সপ্তাহ আগে একটা বই পাঠানো হবে আপনার ঠিকানায়, বইটা কোর্সের আগে পড়ে শেষ করতে হবে।

  • Course Manual
  • Online Material
  • Pre Course MCQ
  • 2 days Course
  • Course Assessment Exam (MCQ Exam CASTest)

বই এর পাশাপাশি আপনাকে অনলাইন ম্যাটেরিয়াল দেওয়া হবে। অনলাইন ম্যাটেরিয়াল গুলো দেখে শেষ করা লাগবে।


কোর্সের আগে আপনাকে Pre Course MCQ exam দিতে হবে। এইটাতে কোন পাশ ফেল নাই, পরীক্ষা দিলেই হইলো।


দুইদিনের কোর্স। প্রথমদিন বিভিন্ন টপিকের উপর ক্লাস হবে এবং ক্লাসের পর প্র‍্যাকটিক্যালি আপনাকে দেখানো হবে কিভাবে এটা বাস্তবে প্রয়োগ করতে হয়, এবং এরপর আপনাকে করতে দেওয়া হবে – ‘Lectures’, ‘Demonstrations’, ‘Skill Stations’ ‘CASTeach’
ইত্যাদি নানা মডিউল এর মাধ্যমে আপনাকে সবকিছু শেখানো হবে।

প্রসিডিউর/ বা কোন একটা স্কিল প্রয়োগ এর ক্ষেত্রে (যেমনঃ Chest compression দেওয়া)  আপনার পারফরমেন্স যদি সন্তোষজনক না হয় তাহলে আপনাকে ২/৩ বার সু্যোগ দেওয়া হবে।  You have to sign your skills off- পারফরমেন্স ভাল না হলে ওরা আপনাকে পরের দিন পরীক্ষা দিতে দিবেনা। একেকটা ধাপে আপনাকে সর্বোচ্চ ৩ বার সুযোগ দেওয়া হবে।


আমি প্রথমদিন Airway management করতে পারিনাই একেবারেই, সেজন্যে দ্বিতীয়দিন আমাকে কোর্স শুরুর ৩০ মিনিট আগে যেতে হয়েছিল কারণ তারা আমার airway management skill assess করবেন আবারো। দ্বিতীয়দিন সকালেও আমি airway manage করতে পারিনাই। এরপর তারা আমাকে আলাদাভাবে দেখিয়েছে কিভাবে এটা করতে হবে – এরপর আবার assess করেছে আমি পারছি কিনা।


দ্বিতীয় দিন লাঞ্চের পরে হবে কোর্স এসেসমেন্ট পরীক্ষা। CASTest: Cardiac Arrest Simulation Test এবং MCQ. পাশ করার জন্যে আপনাকে MCQ এবং CASTest দুইটাতেই পাশ করতে হবে, অর্থাৎ MCQ তে >75% পেতে হবে, এবং CASTest এ পাশ করতে হবে।


CASTest

আপনি কিউবিকলে ঢুকবেন, ভিতরে ৩/৪ জন examiner থাকবেন। আপনাকে প্রথমে একটা রোগীর হ্যান্ডওভার দেওয়া হবে- বলা হবে you have to assess this patient. আপনি assessment শুরু করবেন, সাথেসাথে ম্যানেজমেন্ট দিতে থাকবেন এবং এক পর্যায়ে আপনার রোগীর Cardiac Arrest হবে। তখন আপনাকে assess করতে হবে- You have to confirm the cardiac arrest yourself, এবং টিম লিডার হিসেবে টিম মেম্বারদেরকে কাজে লাগিয়ে এই রোগীটাকে ম্যানেজ করতে হবে- যেমনঃ একজনকে বলবেন CPR দিতে, একজনকে নলবেন airway ম্যানেজ করতে, আরেকজন defibrilation করবে।

Examiner রা আপনার টিম মেম্বার হবে। তাদেরকে আপনি যা করতে বলবেন তারা তাই করবে। They won’t trick you – মানে ধরেন আপনি যদি বলেন OP Tube ঢুকাতে- তারা সেটা খুব সুন্দরভাবে করবে- They won’t make any mistake to trick you. কিন্তু কখন কী করতে হবে সেটা আপনার ওদেরকে বলে দিতে হবে। ডিসিশন সব আপনি নিবেন- যেমন কখন DC shock দিতে হবে- রোগীর ক্লিনিক্যাল সিনারিও অনুযায়ী আপনার  সিদ্ধান্ত নিতে হবে- আপনি বলার পর Team member DC shock দিবে। তারা আপনাকে কিছু প্রশ্নও করতে পারেন। CASTest শেষ হওয়ার পর সাথে সাথেই জানায়ে দিবে পাশ করেছেন নাকি।


MCQ

৩০টা MCQ থাকে, প্রতিটাতে ৪টা করে অপশন। প্রতিটার জন্যে true false – দাগাতে হবে।
কোন negative marking নাই।
MCQ পাশ করার জন্যে ৭৫% নাম্বার পেতে হবে।


ফেল করলে কী হবেঃ

যদি CASTest এ ফেল করেন- কোর্সের দিনই আপনাকে আরেকবার পরীক্ষা দিতে দেওয়া হবে।

যদি MCQ তে ফেল করেন, তাহলে ৩ মাসের মধ্যে আপনার পছন্দের অন্য যেকোন ALS কোর্স সেন্টারে যেয়ে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন।

কিন্তু যদি দুইটাতেই ফেল করেন, তাহলে আর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। আপনাকে আবার টাকা দিয়ে কোর্স করা লাগবে।


প্রস্তুতি সহায়িকা


এই দুইটা ভিডিও মুখস্ত করে ফেলেন:

  • Subscribe to this website: https://advancedlifesupportmcq.com/ ৬ পাউন্ড দিয়ে এক মাসের জন্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়। খুবই হেল্পফুল মনে হয়েছে আমার কাছে।
  • এই দুইটা ভিডিও মুখস্ত করে ফেলেন https://youtu.be/KNqoXboSVUI, https://youtu.be/jQYHQr3ebLo

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top