আমার টুকটাক অভিজ্ঞতার আলোকে আমি লিখার চেষ্টা করছি। Job Application এর বিভিন্ন সেগমেন্ট আছে, একটা হচ্ছে Practical and Clinical Experience- এটা কিভাবে লিখলে আকর্ষণীয় হবে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো।
Practical and Clinical Experience
প্রথমতঃ একজন FY2 কিংবা FY1 লেভেলের ডাক্তার হিসেবে আপনার কোন কোন স্কিল পারতে হবে এটার লিস্ট করা আছে, The Oxford Handbook of the Foundation Programme বই এ লিস্ট আছে।
আপনি যে পোস্ট এর জন্য এপ্লাই করছেন, সে পোস্ট এর সাথে সংগতি রেখে practical experience লিখবেন। এপ্লাই করছেন মেডিসিন এর জবে, এখানে আপনি ড্রেসিং করতে পারেন, নরমাল ডেলিভারি করতে পারেন- লেখার কোনই প্রয়োজন নাই।
বরং আপনি IV Cannulation, Venepuncture, IV,IM,SC Injection, ECG Recording and interpretation, Airway Management using Basic Adjuncts, Urinary Catheterization, ABG, Blood C/S, Paracentesis & Pleural Tap- এগুলা লিখেন। যারা এখনো দেশে আছেন, এগুলো শিখে আসেন যতদূর পারেন।
আপনি অনেক বড় কিছু যেমন ধরেন CV লাইন করতে পারবেন এটা ওরা আশা করেনা, তবে করতে পারলে অবশ্যই ভাল। যেটা করতে পারবেন সেটা অবশ্যই লিখবেন, যেটা পারবেন না, সেটা লিখবেন না। যদি লেখেন যে Pleural Tap আপনি ১০০ টা নিজে করছেন- এইটা যে মিথ্যা কথা এইটা সবাই বুঝে। সংগতিপূর্ণ কথা লিখবেন।
আপনি যা লিখবেন সেখান থেকে আপনাকে ইন্টারভিউ তে প্রশ্ন করতে পারে- না পারলে খুবই বাজে ইমপ্রেশন ক্রিয়েট হবে। তাই অবশ্যই বুঝেশুনে লিখবেন।
Eg:
একটা ইন্টারভিউতে একজন কনসালট্যান্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন, যে তুমি Low MCV Anemia in Bangladesh এর উপর একটা ওয়ার্কশপ এটেন্ড করেছো, Tell me about your learning outcome from this workshop. What did you learn new?
অনেকেই কোর্স না করে অন্যের সিভি দেখে লিখে ফেলেন যে অমুক কোর্স করেছেন- Don’t do that. মহা বিপদে পড়বেন। আপনার যা আছে সেটাকেই ভালভাবে লিখেন।
এই সেগমেন্টে ২টা প্রশ্ন আছে।
প্রথম প্রশ্নঃ
Please briefly describe the extent of your proficiency and experience in the procedures highlighted above, along with any particular clinical skills/experience/special interests you possess that you may wish to highlight.
দুইটা প্যারায় লিখবেনঃ
এখানে প্রথম প্যারায় লিখবেনঃ এই যে স্কিল এর লিস্ট আপনি দিয়েছেন, সেগুলো আপনি খুবই ট্রেইন্ড লোকদের থেকে শিখছেন, আপনার এত বছরের ক্লিনিক্যাল লাইফে আপনি এগুলা রেগুলার ইউজ করেন এবং independently perform করতে পারেন। এগুলার পাশাপাশি আপনি Clerking of patients- history taking, thorough physical examination করতে পারেন এবং documentation করতে পারেন।
এরপরের প্যারাতে লিখবেন জব স্পেসিফিক কোন কিছু।
যেমন ধরেনঃ আপনি যদি আল্ট্রা করতে পারেন তাইলে Emergency Medicine এর পোস্টে লিখতে পারেন যে আপনি আল্ট্রা পারেন, USG skills can enhance the skills of a doctor working in the Emergency department এবং আপনি এইটা পারেন। এরপরে লিখবেন যে কিভাবে স্কিলকে আরো বাড়াবেন, eg: কোন একটা কোর্স এর কথা মেনশন করতে পারেন। Be specific – কোন জায়গার কোন কোর্স করতে চান এইটা মেনশন করবেন, তাইলে আপনার কথার দাম বাড়বে।
দ্বিতীয় প্রশ্নঃ
Are there any areas where you might seek further development and support?
এখানেও ২ প্যারায় লিখবেন।
১ম প্যারায় লিখবেন কোন একটা বিষয় সম্পর্ক! যেটায় আপনি দুর্বল, এজন্যে ভালোভাবে শিখতে চান।
২য় প্যারায় লিখবেন – আপনার আগ্রহের কোন বিষয় সম্পর্কে যেটা আপনি শিখতে চান।
আপনি আপনার দুর্বলতা বুঝেন কিনা এই insight থাকা খুব জরুরী। এইটা প্রথম প্যারায় মেনশন করবেন। It has to be job specific. মেডিসিনে এপ্লাই করতেছেন, লিখলেন যে ওটি এসিস্ট করা শিখতে চান- এই কথার কোন মানে হয়না।
বরং মেডিসিন রিলেটেড কিছু লিখেন। যেমন লিখতে পারেন যে আপনার Venesection করতে একটু সমস্যা হয়, এটা আগে খুব একটা করেন নাই। এজন্যে আপনি সিনিয়রদের সাহায্য নিতে চান এই বিষয়ে এবং একটা Phlebotomy কোর্স করতে চান। কোন কোর্স, কোথায় করবেন – এগুলা লিখে দিবেন।
দ্বিতীয় প্যারায় জব স্পেসিফিক কিছু একটা লিখবেন। যেমন যদি মেডিসিন/কার্ডিওলোজির জব হয় তাহলে লিখতে পারেন যে আপনি কার্ডিওলোজিতে খুবই ইন্টারেস্টেড। এইজন্যে আপনি ইকো শিখতে চান। এগুলা আরেকটু স্পেসিফাই করতে পারেন। যেমন ধরেন ইকো শিখতে চান না লিখে- লিখেন যে যেহেতু এইটা ইমারজেন্সি মেডিসিনের পোস্ট + আমি কার্ডিওতেও ইন্টারেস্টেড, তাই আমি Focused Echocardiography in Emergency Life Support কোর্সটা করতে চাই।
আবারো বলি, লেখার আগে জেনে নিয়েন FEEL কোর্স কেন করে, কারা করে। আন্দাজি লিখলে বিপদে পরার সম্ভাবনা আছে।
Tags: