আমি ধরে নিচ্ছি আপনি PLAB2 পরীক্ষা দিতে ফেলেছেন এবং রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এই দেশেই থাকবেন, সে হিসেবে আলোচনা করছি।
কিছু কাজ আছে যেগুলো আপনার আজ হোক- কাল হোক করতেই হবে, এবং নিজের পকেটের টাকা দিয়েই করতে হবে। এই কাজগুলো যদি আপনি PLAB2 রেজাল্ট পাওয়ার আগে করে রাখেন তাহলে রেজাল্ট পাওয়ার পর আপনার বিভিন্ন কাজগুলো ( যেমনঃ রেজিস্ট্রেশন পাওয়া, জব এপ্লিকেশন করা ) খুব দ্রুত হবে। এই কাজগুলো হচ্ছেঃ
- Epic Verification
- Certificate of Good Standing জোগাড় করা
- Letter of Approval of Internship জোগাড় করা
- NHS Jobs এ Account খোলা
- Trac Jobs এ Account খোলা
- একটা খুবই ভাল CV বানানো
- NHS Jobs Account এ CV আপলোড করা
- Trac Jobs Account এ CV আপলোড করা
সিভি বানানো NHS Jobs এবং Trac Jobs এ একাউন্ট খোলা এবং সেখানে CV আপলোড করা- এই কাজগুলো করতে বেশ সময় লাগবে।
সিভি একটা বানাইতে হবে Microsoft Word এ, এটা সবসময় লাগেনা, কিন্তু মাঝেমধ্যে দরকার লাগে, এজন্যে করে রাখা ভালো। Trac Jobs এ আলাদা করে CV বানাতে হবে ওদের ফরম্যাট এ। NHS Jobs এও আলাদা করে CV বানাতে হবে ওদের ফরম্যাট এ। আপনি যদি খুবই আইলসা হন, তাহলে শুধু Trac Jobs এর প্রোফাইলটা কমপ্লিট করে রাখেন, কারণ এটাই সবচেয়ে বেশী কাজে লাগে।
এগুলো বাদে কিছু কাজ আছে, যেগুলো করবেন কিনা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। করলে সুবিধা পাবেন, না করলে যে চাকরি হবেনা সেটা না।
- Clinical Attachment
- ALS/eALS/ILS Course