PLAB জার্নির বিভিন্ন ধাপে কত টাকা লাগে তার একটা আনুমানিক হিসাব দেখাচ্ছি। কিছু কিছু খরচ ব্যক্তিভেদে অনেক তারতম্য হতে পারে বিধায় এখানে ইনক্লুড করা হয়নি।
Before Starting the Journey ~ 5000 টাকা
- পাসপোর্ট করা 5000 টাকা
OET ~ 60000 টাকা
- OET পরীক্ষার ফী 38000 টাকা
- OET Coaching 8000 টাকা
- OET Mock Test 3000 টাকা
- OET Material Printing 2000 টাকা
- OET দেওয়ার জন্যে ঢাকায় থাকা হোটেল ভাড়া
- OET মক টেস্ট দেওয়ার জন্যে ঢাকায় থাকা হোটেল ভাড়া
PLAB1 ~ 45000 টাকা
- PLAB1 পরীক্ষার ফী 28000 টাকা
- PLAB1KEYS Material for 3 months 5000 টাকা
- Plabable Material for 3 months 2200 টাকা
- PLAB1 Recall Course 6000 টাকা
- PLAB1 দেওয়ার জন্যে ঢাকায় থাকা হোটেল ভাড়া
PLAB2 Booking and Visa Application ~ 210000 টাকা
- PLAB2 Booking 102000 টাকা
- PLAB2 Coaching Fee 68000 টাকা
- Visa Application 14000 টাকা
- Visa Application 2nd Time 14000 টাকা
- Affidavit, Translation etc 2000 টাকা
- Buying Clothes for UK Visit 6000 টাকা
- Other shopping for UK Visit –
UK Visit ~ ১ লাখ প্লেন ভাড়া + প্রতি মাসে আনুমানিক ১ লাখ করে
একটা রাফ হিসাব হচ্ছে প্রতি মাসে ৮০০ থেকে ১০০০ পাউন্ড খরচ হবে থাকা-খাওয়ার পিছনে।
- Plane Fare 152000 টাকা (আমি যেদিন এসেছি তার আগের দিন টিকেট করেছিলাম, এজন্যে খরচ বেশী পরেছিল এমনিতে ৮০ হাজার থেকে ১ লাখ এর মধ্যে যাওয়া আসার টিকেট পাওয়া যায়।)
- Accommodation Fee approx. 600 pounds/month
- Public Transportation fee in the UK 20 pounds weekly
- Food
- Grocery
- Shopping
After Passing PLAB2 ~ 50000 + Clinical Attachment
ক্লিনিক্যাল এটাচমেন্টের জন্যে কত টাকা লাগবে এটা আগে থেকে বলা যায়না, একেক হাসপাতালে একেক রকম লাগে। এটা বাদ দিলে প্রায় ৫০ হাজার টাকা লাগবে Epic Verification, GMC registration এগুলোর জন্যে।
- Clinical Attachment 350 GBP
- Good Standing Certificate 7000 টাকা। এমনিতে ৩৮০০ টাকার মত লাগে।
- GMC Registration 160 GBP
- EPIC Verification 200 USD approx
- EPIC Verification extra fee after 1 year – 50 USD
আমার হিসাব অনুযায়ী, ইউকেতে থাকা খাওয়ার খরচ বাদ দিলে আপনার প্রায় ৫.৫ লাখ থেকে ৬ লাখ টাকা খরচ হবেই। এর সাথে যোগ হবে ইউকেতে থাকা খাওয়ার খরচ। আনুমানিক থাকা খাওয়া মিলিয়ে প্রতি মাসে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ হবে।
Tags:
Shei shei