Simman কী জিনিস?
বিভিন্ন Emergency Situation আপনি কিভাবে ম্যানেজ করেন, সেটা দেখার জন্যে একটা ম্যানিকিন/ডামি এর মাধ্যমে একটা সিচুয়েশন সিমুলেশন করা হয়ঃ ম্যানিকিন আপনার সাথে কথা বলবে, আপনার কথার উত্তর দিবে, আর আপনি একজন ডাক্তার হিসেবে ওই ম্যানিকিন এর হিস্ট্রি নিবেন, ফিজিক্যাল এক্সামিনেশন করবেন, এবং ম্যানেজ করবেন।
যেমনঃ একজন রোগী আসবেন আপনার কাছে শ্বাসকষ্ট নিয়ে। তাকে ম্যানেজ করতে হবে। কিংবা একজন রোগী আসলেন অজ্ঞান অবস্থায়, তাকে ম্যানেজ করতে হবে – এরকম।
এখানে ট্রিটমেন্ট মুখে বললে হবেনা, সব আপনার করতে হবে। মানে PLAB2 পরীক্ষার অন্য স্টেশনে যেখানে আপনি শুধু মুখে বলেন -যে আমি এইটা এইটা করবো ওইটা করবো, এখানে এমন করলে হবেনা। এখানে আপনি যা যা করতে চান, সবকিছু সরাসরি করতে হবে, you have to do it for real. আপনি ঠিকঠাক মত ম্যানেজ করতে না পারলে Simman মরে যাবে।
প্রয়োজনীয় সব ওষুধপত্র যন্ত্রপাতি একটা Crash Cart এ দেওয়া থাকবে। যেমনঃ ধরেন শ্বাসকষ্টের রোগীকে অক্সিজেন দিতে চাচ্ছেন, তাহলে সঠিক অক্সিজেন মাস্ক এনে রোগীর মুখে লাগাতে হবে, আইভি ফ্লুইড দিতে চাইলে স্পেসিফিক যেই ফ্লুইড দিতে চান, যতটুকু দিতে চান সেই পরিমাণ স্পেসিফিক ফ্লুইড টা স্যালাইন স্ট্যান্ড এ ঝুলাতে হবে, ক্যানুলা করতে চাইলে ক্যানুলা বের করে রোগীর হাতের কাছে নিয়ে রাখতে হবে- ইত্যাদি।
PLAB2 পরীক্ষায় সাধারণত নিচের এই কয়েক টাইপের Simman আসেঃ
- Acute Exacerbation of Asthma
- Hospital Acquired Pneumonia
- Post partum Hemorrhage
- Upper GI bleeding
- Post operative hypotension
- Heart Failure (LVF with MR)
- Anaphylaxis
- Hypoglycemia
- Acute Limb Ischemia
- Urosepsis
- Post operative Pain
কিছু কিছু টপিক PLAB2 পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে অল্প পড়লেই পরীক্ষায় কমন আসে। Simman ওইসব টপিকগুলোর মধ্যে অন্যতম। এজন্যে Simman স্টেশনে বিশেষ যত্ন নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নেয়া উচিত।
3 steps to pass Simman Stations
- Zibran ভাই এর কোর্স
- Read from Samson Notes
- Practice with Simpl App
Zibran ভাই এর কোর্সঃ
Simman স্টেশনের জন্যে আমি Zibran Zalis Gaznavee ভাই এর Simman কোর্স করেছিলাম। খুবই ভাল ছিল কোর্সটা। PLAB2 এর পিছনে যেখানে যত টাকা খরচ করেছি, তার মধ্যে এই কোর্সটা ছিল অন্যতম সেরা বিনিয়োগ।
I highly recommend this course.
Simman স্টেশনে ফেল করার অন্যতম কারণ হচ্ছে নিজে থেকে assume করে নেয়া, কারণ অনেক সময় কিউবিকলে ঢুকার আগেই বুঝা যায় সিনারিও কোনটা আসছে। এক্ষেত্রে দেখা যায় যে অনেকে স্যাচুরেশন কম দেখেই Nebulize করে ফেলেন, lungs auscultate না করেই। এমন করলে স্টেশন পাশ করা কঠিন হয়ে যায়।
জালিস ভাই এর কোর্স করলে এ ধরণের ভুল করার সম্ভাবনা অনেক কমে যায়। কারণ, মানুষ কোন জায়গাগুলোতে ভুল করে এই জিনিসগুলাও ভাইয়া ভালোভাবে দেখায়ে দেন।
ভাইয়ার কোর্স করার পর স্যামসনের নোট থেকে ম্যানেজমেন্ট পড়ে নিলে এবং এরপর প্র্যাকটিস করলে Simman station এর জন্য খুবই ভাল প্রস্তুতি হবে বলে আমার মনে হয়।
নিজেরা প্র্যাকটিস করার সময় “Simpl- Simulated Patient Monitor” নামের একটা app ব্যবহার করতে পারেন, খুবই কাজের বলে মনে হয়েছে আমার। এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Tags: