Things to bring while coming to the UK

ইউকে আসার আগে কিছু কাজ করতে হবেঃ

  • বাংলাদেশে থাকতেই Google Map ডাউনলোড করেন। ইউকে এর যেই এরিয়াতে আসবেন, ওই এরিয়ার ম্যাপটা অফলাইন সেভ করে রাখেন। ম্যাপ ব্যবহার করতে পারলে আপনার চলাফেরা করা অনেক সহজ হয়ে যাবে।
  • একটা কনট্যাক্টলেস ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড থাকলে খুবই ভাল। এনডোর্স করা থাকলে আপনি খুব সহজেই এই দেশে ব্যবহার করতে পারবেন। আমি ব্র‍্যাক ব্যাংক এর ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড ব্যবহার করি, কোন সমস্যায় পরিনি এখনো।
  • UK আসার সপ্তাহখানেক আগে একটা সিম কার্ড অর্ডার করে ফেলেন। আমি যতদূর খোঁজ নিয়েছি, Lebara Sim এ খরচ সবচেয়ে কম। এই লিংকে যেয়ে অর্ডার করতে পারবেন।

For the Airport

  • Passport
  • Vaccination Certificate
  • PLAB2 exam booking confirmation
  • Plane Ticket
  • NOC

For Studying

  • খাতা
  • কলম
  • পেনসিল, রাবার, শার্পনার
  • হাইলাইটার, সাইনপেন, মার্কার
  • স্ট্যাপলার মেশিন, পিন
  • প্রেসক্রিপশন
    https://drive.google.com/file/d/1f_tD-Md8wedu7whcWunFtGm9khoFFdMI/view?usp=drivesdk
    এই পিডিএফটা প্রিন্ট করে আনবেন অনেকগুলা। এই দেশে প্রিন্ট/ফটোকপির খরচ অনেক।
  • Notes আপনার যা যা দরকার

For procedure stations

  • IV Cannula
  • Tegaderm
  • Vaginal Speculum
  • Butterfly needle
  • Vaccutainer
  • Foley’s Catheter

পারলে এগুলা নিয়ে আইসেন। স্যামসন একাডেমিতে সবসময় ভাল ইন্সট্রুমেন্ট পাবেন না, কপাল ভাল থাকতে পাইতে পারেন।


খাবার

  • মশলাঃ আপনার যা যা লাগবে ( For starters: রাধুনী মশলা আনবেন- মরিচ, হলুদ, আদা, গরম মশলা, তেজপাতা এইসব)। এখানেও পাবেন, খুঁজতে হবে এই আরকি।
  • Cup Noddles
  • প্যাকেটের নুডলস আনতে পারেন যদি রান্না করতে পারেন।
  • Maggie Magic Masala
  • লাচ্ছা সেমাই
  • সরিষার তেল
  • চানাচুর
  • শুকনা চিড়া
  • চিড়াভাজা
  • মুড়ি
  • গুড়াদুধ যদি পারেন নিয়ে আসবেন। এখানের গুড়াদুধ খেতে ভালোনা। মনে হয় মাটি খাইতেছি।
  • সিগারেট। যারা স্মোক করেন, নিয়ে আসবেন। এখানে সিগারেট অনেক দামী, এক প্যাকেট ১০ পাউন্ড এর মত। লিগ্যালি কতটুকু আনা যায় আমার জানা নাই।
  • ব্যবহারের জন্যে একটা মগ, একটা চামচ, একটা প্লেট নিয়ে আসতে পারেন। বেশিরভাগ একোমোডেশনেই রান্নার জিনিসপত্র থাকে, তারপরেও দুই একটা ব্যক্তিগত জিনিস নিয়ে আসা উচিত বলে আমার মনে হয়।
  • ভাতের মাড় ফেলার জন্যে ছাকনি টাইপ কিছু একটা লাগবে বলে আমার মনে হয়েছে। এটার নাম কী জানিনা। লবণ, চিনি, চাল, ডাল, এগুলা অযথা ক্যারি করার দরকার নাই, এখানেই পাবেন।

For Clinical Attachment and GMC Registration

(Soft Copy is enough)

  • Police Clearance Certificate. Click here to find out how to get one.
  • Good Standing Certificate
  • Letter of approval of internship
  • MBBS Certificate
  • Internship Certificate
  • BMDC Registration
  • OET Result

For Personal Use

  • Toothbrush
  • Toothaste
  • Trimmer
  • Razor with Foam/Gel
  • চিরুণী
  • Nailcutter
  • সাবান/Shower gel
  • Shampoo
  • Facewash
  • Body Spray
  • ক্রিম
  • বডি লোশন
  • হ্যান্ডওয়াশ বাসায় থাকে। তাও এসে কিনতে পারবেন লাগলে।
  • Vaseline (বেশিদিন থাকলে বাড়ায়ে আইনেন। ঠোঁট ফেটে যায় বেশ, নাকে ক্রাস্ট হয় প্রচুর – Vaseline বেশ দরকারী)
  • গোসল করার মগ
  • বদনা (পারলে আনিয়েন। এই জিনিস মিস করবেন)
  • Extra pair of glasses (যদি চশমা ব্যবহার করে থাকেন)

Medicine

Prescription করে নিয়েন, দেখতে চায়নাই কখনো। তারপরেও, সেফ থাকা ভাল।

  • Anti histamine
  • Paracetamol
  • NSAIDS
  • PPI
  • Antacids
  • Band Aid
  • Savlon Cream
  • Sedative
  • Some antibiotics
  • ORS
  • Inhalers
  • Nasal Drops
  • Vicks Vaporub
  • Condom for couples (quite expensive)

কাপড়-চোপড়

  • ভারী জ্যাকেট ( waterproof preferably)
  • সোয়েটার
  • Thermals
  • হাতমোজা
  • মোজা
  • মাফলার
  • কানটুপি
  • রুমে পরার জন্যে ট্রাউজার
  • রুমে পরার জন্যে টি-শার্ট
  • Formal Shoe
  • Formal Shirt
  • Formal Pant
  • রাফ ইউজের জন্যে শার্ট, প্যান্ট, গেঞ্জি
  • Underwear, Vest
  • Sneakers/Keds
  • বাইরে পরার জুতা
  • রুমে পরার স্যান্ডাল
  • ছাতা

Gadgets

  • Phone
  • Charger
  • Powerbank
  • Earphone
  • Laptop
  • Mouse
  • Laptop charger
  • Smartwatch

পাউন্ড

একেকজন একেকভাবে আনেন। কেউ ক্যাশে, কেউ কার্ডে। এই ব্যাপারে আলাদা পোস্ট দেওয়ার চেষ্টা করবো।


After you reach UK

  • ইউকে তে পৌঁছায়ে আপনার প্রথম কাজ একটা Uber/Street Car নিয়ে আপনার বাসায় পৌঁছানো। ওয়াইফাই কানেক্ট করে বাসায় জানাবেন যে পৌঁছাইছেন।
  • এরপর সিম কার্ডটা ভরেন ফোনে। রিচার্জ করেন, প্যাকেজ কিনেন। যদি অলরেডি সিম অর্ডার না করে থাকেন, তাহলে বাইরে যান, যেকোন দোকানেই সিম পাওয়া যায়, সিম কিনে আনবেন। সিম কিনে প্যাকেজ নিবেন।
  • এরপরের কাজ Monzo app ডাউনলোড করে রেজিস্ট্রেশন করা। যদি Monzo করতে না পারেন, তাহলে Revolut ডাউনলোড করেন। Revolut করার জন্যে আমার লিংকটা ব্যবহার করতে পারেন। আপনি এই লিংক থেকে অর্ডার করলে + আরো কিছু কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করলে আমি কিছু টাকাপয়সা পাইতে পারি।
  • Register for a GP: NHS Website থেকে আপনার ঠিকানার কাছাকাছি জিপিতে রেজিস্ট্রেশন করে ফেলেন।
Tags:

3 thoughts on “Things to bring while coming to the UK”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top