Review of Samson PLAB2 Academy

Disclaimer

আমি PLAB2 পাশ করিনাই। পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে, পাশ করার সম্ভাবনা খুবই কম।


যারা বড় পোস্ট পড়তে চান না, তাদের জন্যে এক লাইনের রিভিউঃ

কোন একাডেমিতে কোচিং করতেছেন এটা একেবারেই ম্যাটার করেনা। পড়তে হবে আপনাকে, প্র‍্যাকটিস করতে হবে আপনাকেই।


স্যামসন একাডেমির কোর্স কীভাবে পরিচালিত হয়?


প্রথমে ক্লাস হবে – অনলাইন/অফলাইন। এরপর আপনি প্র‍্যাকটিস করবেন পার্টনারদের সাথে। পরীক্ষার আগে মক টেস্ট হবে ৩টা। মক টেস্ট এর মাঝামাঝি বা মক শেষ হওয়ার পর মাস্টারক্লাস হবে।অর্থাৎ চার ধাপে কোর্স পরিচালিত হয়ঃ

  • কোর্স
  • প্র‍্যাকটিস
  • মক টেস্ট
  • মাস্টারক্লাস


আমরা এই চারটা ভাগে ভাগ করে আলোচনা করবো।


১. কোর্স

১৫/১৬ দিনের কোর্স। প্রতিদিন প্রায় ১২ ঘন্টা করে। মাঝে কয়েকবার গ্যাপ দেয়। অনলাইনে হয়, অফলাইনেও হয়। অনলাইনে করা যেই কথা, অফলাইনে করাও একই কথা।

পড়ান কে?
Dr. Samson – প্রথম ক্লাসটা উনি নেন বোধহয়, মাঝেমধ্যে তাও নেন না। উনার পড়ানো খুবই বিরক্তিকর।

Dr. Lovan – বেশিরভাগ ক্লাস উনি নেন। স্যামসনের টিচারদের মধ্যে উনিই সবচেয়ে ভাল পড়ান।মাঝেমধ্যে অন্যরাও পড়ান।

কেমন পড়ায়?
বিরক্তিকর। কোর্স করার পর মনে হবে এতগুলা টাকা দিয়ে অযথাই ভর্তি হইলাম। খুবই অগোছালো ভাবে পড়ায়। মেডিসিনের একটা কেস, এরপর গাইনি, এরপর আবার অপথ্যালমোলোজি – এভাবে উল্টাপাল্টা। চাইলেই গুছায়ে পড়াইতে পারে (যেমনটা মাস্টারক্লাসে পড়ায়), কিন্তু পড়ায় না। বোধহয় ইচ্ছা করেই ভালভাবে গুছায়ে পড়াতে চায়না। একেক সময় একেক ইনফরমেশন দিবে। ওদের নোটে পড়াবে একটা, ক্লাসে পড়াবে আরেকটা। আজকের ক্লাসে একটা পড়াবে, অন্যদিন পড়াবে আরেকটা। এটা ওদের স্ট্র‍্যাটেজি বলতে পারেন। উদ্দেশ্য হচ্ছে যাতে ওদের নোট নিয়ে কেউ পড়ে খুব একটা সুবিধা করতে না পারে।


২. প্র‍্যাকটিস

প্র‍্যাকটিস করার জন্যে একাডেমিতে এসে দেখবেন যে এখানে দেখায়ে দেওয়ার কেউ নাই। আপনাকে কেউ কিছু দেখায়ে দিবেনা। কাউকে কিছু জিজ্ঞেস করলে কোন উত্তর পাবেন না। সবাই দেখবেন যার যার মত প্র‍্যাকটিস করতেছে।

এখানে যেটা করতে হবেঃ আপনাকে পার্টনার খুজে বের করতে হবে। পার্টনার এর সাথে প্র‍্যাকটিস শুরু করতে হবে।
হুট করে কিভাবে পার্টনার খুজে পাবেন?
পাবেন না। কয়েকদিন এদিক সেদিক ছোটাছোটি করে তারপর পাবেন। গ্রুপে পোস্ট করবেন, একে ওকে বলবেন ভাই তোমার সাথে পড়তে চাই- এইভাবে খুঁজে পাবেন।

একটা রুম আছে যেখানে সব ম্যানিকিন, ডামি এগুলা রাখা আছে। এগুলা ভাল না। বেশিরভাগই নষ্ট, ছেড়া, প্র‍্যাকটিস করার অযোগ্য। তবে অন্য একাডেমির গুলা নাকি এরচেয়েও বাজে- এটা শুনেছি মানুষের মুখে।
ম্যানিকিন, টিচিং প্রসিডিউর দেখায়ে দেয়ার মত এখানে কেউ নাই, কোনদিন আসবেও না। আপনাকে নিজেকেই সব দেখে নিতে হবে। হয় নিজে দেখবেন, বা আপনার পার্টনার বা অন্য কোন এক্সামিনি কে বলবেন দেখায়ে দিতে। একাডেমির পক্ষ থেকে কেউ আপনাকে কিছুই দেখায়ে দিবেনা।

যারা পাহাড়সম আশা নিয়ে স্যামসন একাডেমিতে আসবেন তারা হতাশ হবেন। একাডেমি আপনাকে কিছুই দিবেনা। একটা পরিবেশ দিবে, ভাল কিছু এক্সামিনি দিবে- যেই পরিবেশে থেকে, যেই এক্সামিনিদের সাথে প্র‍্যাকটিস করে আপনি নিজেকে প্রস্তুত করবেন।


৩. মক টেস্ট

মূল পরীক্ষার মতই স্যামসনের মট টেস্টে ১৬ টা মূল স্টেশন থাকে। রেস্ট স্টেশন মূল পরীক্ষায় থাকে ২ টা, মক টেস্টে থাকে অনেকগুলো। কারণ একসাথে অনেক মানুষ মক টেস্ট দেয়, রেস্ট স্টেশন বাড়ায়ে না দিলে এত মানুষকে জায়গা দেয়া যায়না।
মূল পরীক্ষায় একেকটা স্টেশনে ৮ মিনিট করে সময় থাকে। মক টেস্টে একেকটা স্টেশনে ৬ মিনিট করে সময় দেয়া হয়।

স্যামসনের মক অনেকটাই মূল পরীক্ষার আদলে হয়, যেজন্যে সবার মধ্যে একটা চিন্তা কাজ করে যে প্রথম মক এর আগে সব পড়ে এবং প্র‍্যাকটিস করে শেষ করতে হবে। একারণে পড়া ভাল হয়, এবং মূল পরীক্ষার আগে বেশ ভাল একটা প্রস্তুতি হয় সবার।

মক টেস্টে সিমুলেটর এবং এক্সামিনার একজনই থাকেন। অর্থাৎ যিনি রোগী হিসেবে অভিনয় করবেন তিনিই আপনাকে নাম্বার দিবেন। কিন্তু মূল পরীক্ষায় কিউবিকল এর মধ্যে একজন সিমুলেটর এবং একজন এক্সামিনার থাকবেন। এক্সামিনার আপনার দিকে তাকায় থাকবেন এবং আপনি সিমুলেটর এর সাথে কথা বলবেন। এটার সাথে আমরা অভ্যস্ত নই- একারণে একটু অস্বস্তি হয়।

মক টেস্টে যারা সিমুলেটর হিসেবে কাজ করেন তাদের অনেকে রিসেন্টলি PLAB2 পাশ করেছেন, অনেকে PLAB2 দিয়েছেন এখনো রেজাল্ট দেয়নি, অনেকে PLAB2 দেননি এখনো। সিমুলেটর হিসেবে যে কেউই থাকতে পারেন তাতে সমস্যা নেই, কিন্তু এক্সামিনার হিসেবে বোধহয় আরো অভিজ্ঞতা সম্পন্ন কাউকে বসানো উচিত।

আরেকটা সমস্যা, সিমুলেটর এবং এক্সামিনার একজনই হবার কারণে অনেক সিমুলেটররা সিমুলেশন এর চেয়ে মার্কিং করার দিকে নজর বেশি দিয়ে থাকেন। অনেকেই কমপ্লেইন করেছেন যে, রোগী ত পুরো সময় ধরে মোবাইল টিপতেছিল। এটা এক্সামিনির জন্যে ডিস্টার্বিং।

তবে, সবচেয়ে ইম্পরট্যান্ট ব্যাপার হচ্ছে, স্যামসনের মক যথেষ্ট কঠিন হয়। মূল পরীক্ষা আমার কাছে মক টেস্ট এর চেয়ে সহজ মনে হয়েছে।


৪. মাস্টারক্লাস

মক টেস্ট এর পর ২টা মাস্টারক্লাস হয়। মাস্টারক্লাসে PLAB2 এর সবকিছু রিভাইজ দেয়া হয়। ১৫ দিনের কোর্সে যা পড়ানো হয়েছে সব এই দুইদিনের কোর্সে আবার রিভিশন দেওয়া হয়। যাদের ভালোভাবে পড়া + প্র‍্যাকটিস হয়ে গিয়েছে তাদের জন্যে মাস্টারক্লাস খুবই উপকারী।

কিন্তুঃ
এই ক্লাস সারাদিনব্যাপী হয়। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। অনেক সময় পরীক্ষার আগের দিনও মাস্টারক্লাস থাকে। আমার নিজের পরীক্ষার আগেরদিন মাস্টারক্লাস ছিল। পরীক্ষার আগের দিন এত বড় ক্লাস করা কোনভাবেই সম্ভব না।


সামারি

স্যামসন কোচিং এর ক্লাস কি ভাল?
না। (৪/১০)
Mo Sobhy এর চেয়ে অনেক ভাল পড়ায় (৯/১০)
স্যামসনের মক কি ভাল?
খারাপ না। (৬/১০) অন্য কোথাও মক টেস্ট দেইনাই, তাই তূলনা করতে পারতেছিনা।
স্যামসনের মাস্টারক্লাস কি ভাল?
জ্বি। (৮/১০)

আরেকবার কোচিং করতে হইলে আপনি কোথায় করবেন?
স্যামসনেই করবো।
কেন?
কারণ স্যামসনে যা পড়ায় তার ভিতর থেকে কমন পড়ে। নতুন সিনারিও আসতে শুনিনাই এখনো।

আমার জন্যে কোন একাডেমি সাজেস্ট করবেন?

যেই একাডেমিতে কোচিং করলে আপনি কম খরচে থাকতে পারবেন, খরচ কমাতে পারবেন, সেই একাডেমিতে যান। একাডেমি ম্যাটার করেনা। পড়বেন আপনি, প্র‍্যাকটিস করবেন আপনি, পরীক্ষা দিবেন আপনি।


কাউকে কনফিউজ করা আমার উদ্দেশ্য না। আমি বেশিরভাগ মানুষই বোধহয় প্লাব২ পাশ করার পর একাডেমির খারাপ দিকগুলার কথা বেমালুম ভুলে যায়।
আমাকে আবার একাডেমি চুজ করতে দিলে আমি স্যামসনেই আসবো- এই কথা বলে পোস্ট শেষ করতে চাই।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top