আমি সম্প্রতি icddr,b তে Clinical Fellow পদে কাজ করার সুযোগ পেয়েছি। Clinical Fellow একটি Clinical পোস্ট। কর্মক্ষেত্র হচ্ছে icddr,b হাসপাতাল, মহাখালী, ঢাকা। icddr,b তে চাকরী করা নিয়ে অনেকে আগ্রহী হয়েছেন। সেজন্যে এই লেখাটি লেখা।
ইন্টার্নশিপ এর পর সবচেয়ে ভাল এবং রিকমেন্ডেড কাজ হচ্ছে পড়াশুনা করে বিসিএস/পোস্টগ্র্যাজুয়েশন কোর্সে চান্স পাওয়া। কিন্তু তারপরেও অনেকে ব্যক্তিগত কারণে চাকরীতে ঢুকতে চান। এক্ষেত্রে icddr,b একটা খুবই অসাধারণ অপশন।
icddr,b তে চাকরী করা আসলে সত্যিকার অর্থে স্পেশাল কিছুনা। কিন্তু কিছু কারণে এটা অনেকের জন্যে বেশ গুরুত্ব বহন করতে পারে।
১। যারা পাবলিক হেলথ এ ক্যারিয়ার করতে চান, তাদের জন্যে icddr,b একটা স্বপ্নের প্রতিষ্ঠান। ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, রিসার্চ এক্সপেরিয়েন্স, MPH – এগুলো ছাড়া Public health এ ক্যারিয়ার করার উদ্দেশ্যে icddr,b তএ ঢোকা খুবই কঠিন। এক্ষেত্রে Clinical Fellow পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই সম্ভবত একমাত্র পোস্ট যেখানে ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে নেওয়া হয় বেছে বেছে। সিনিয়র যে নেয়না সেটা না, কিন্তু ফ্রেশ গ্র্যাজুয়েটই বেশী। তাই, এই প্রতিষ্ঠানে ঢুকার ক্ষেত্রে clinical fellow একটা বেশ ভাল সুযোগ।
২। ফ্রেশ ফ্র্যাজুয়েটরা সবসময় একটা ডিলেমার মধ্যে থাকেন। খ্যাপ টাকা অনেক , কিন্ত্য স্বীকৃতি নাই। কর্পোরেট হাসপাতাল গুলাতে স্বীকৃতি আছে, কিন্তু পরিশ্রমের তূলনায় পারিশ্রমিক কম। আবার, যেখানে বেতন বেশি সেখানে ট্রেনিং কাউন্ট হয়না। আবার যেখানে ট্রেনিং কাউন্ট হয় সেখানে বেতন কম।
icddr,b এর Clinical Fellow হচ্ছে একজন ফ্রেশার এর জন্যে যত রকমের ভাল সুযোগ বাজারে আছে তার কম্বিনেশন।
• Clinical Job
• বেতন ভাল। কর্পোরেট হাসপাতাল গুলোতে বেতন ২৫-৩০ হাজার টাকা। icddr,b তে Clinical Fellow দের বেতন ৪৭ হাজার টাকা।
• ট্রেনিং কাউন্ট হয়। ২ বছর ফেলোশিপ কমপ্লিট করলে পেডিয়াট্রিক্সে ১ বছর ট্রেনিং কাউন্ট হয়।
• icddr,b এর স্বীকৃতি নিয়ে কোন সন্দেহের অবকাশ নাই।
৩। কয়েকটা ভাল দিক বলিঃ
• প্রতিদিন icddr,b এর এসি বাসে করে ডিউটিতে আসবেন, আবার ডিউটি শেষে বাসে করে বাসায় যাবেন। Working Day তে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিবে। যেমন ধরেন, আপনার বাসা যদি হয় ফমেক ছাত্র হোস্টেল, তাহলে আপনাকে হাসপাতালের মেইন গেইটে নামায়ে দিবে, আবার মেইন গেইট থেকে তুলে নিবে।
• সাপ্তাহিক ছুটির দিন হলে এসি গাড়ি একদম সরাসরি আপনার বাসার নিচে এসে আপনাকে নিয়ে যাবে, আবার দিয়ে যাবে ডিউটি শেষে।
• নাইট ডিউটি থাকলে সন্ধ্যায় নাস্তা + চা, রাতের খাবার, রাতে চা, সকালের নাস্তা পাবেন। খাবার বেশ ভাল।
• শুক্রবার বা অন্যান্য ছুটির দিনে খাবার পাবেন।
• কাজের পরিবেশ খুবই ভালো। আমার মনে হয়না বাংলাদেশে এর চেয়ে ভাল কাজের পরিবেশ আর কোথাও আছে।
সিস্টারদের সাথে সম্পর্ক খুবই ভাল। সিস্টাররাও ডাক্তারদেরকে সম্মান করেন, ডাক্তাররাও সিস্টারদেরকে সম্মান করেন। যে টীমওয়ার্কের কথা আমরা বইয়ে পড়েছি, তার বাস্তব প্রমাণ এখানে পাবেন।
• সবকিছু অনলাইনে। রোগীর ফলো আপ অনলাইনে (ট্যাবে ফলো আপ দিতে হয়) , ট্রিটমেন্ট অনলাইনে (কম্পিউটারে)। আপনি অন্যের ভুলের জন্যে বকা খাবেন না। আবার আপনার কাজের ক্রেডিট অন্যকেউ নিতে পারবেনা। কারণ আপনি আপনার নিজের আইডি দিয়ে লগিন করে রোগী দেখবেন।
• সপ্তাহে তিনটা করে ক্লাস হয়। একটা রিসার্চ রিলেটেড, একটা কেস প্রেজেন্টেশন, একটা থিওরী ক্লাস।
• ডক্টরস রুম ছেলেদের জন্যে আলাদা, মেয়েদের জন্যে আলাদা। একটা কমন ডাইনিং স্পেস আছেঃ এখানে ফ্রীজ, ওভেন, টোস্টার, কম্পিউটার আছে। ছেলে-মেয়ের ওয়াশরুম আলাদা। ছবি দিয়ে দিলাম, দেখতে পারেন। প্রতিদিন সকালে বিছানার চাদর, বালিশের ওয়াড় পাল্টায়ে দেয়।
- অধিকাংশ রোগী বাচ্চা। যারা পেডিয়াট্রিক্স এ ক্যারিয়ার করবেন, তাদের জন্যে খুবই ভাল জায়গা। মেডিসিনের জন্যেও খারাপ না, তবে পেডিয়াট্রিক্স এর জন্যে বেস্ট।
খারাপ দিকঃ
কাজের চাপ অস্বাভাবিক রকমের বেশী। অনেকে ধারণা করতে পারেন যে যারা সরকারী মেডিকেলে ইন্টার্নি করেছে, তাদের জন্যে হয়তো রোগীর চাপ তেমন কিছু না। সত্যিকার অর্থে, আমার নিজেরও এমন ধারনা ছিল। কিন্তু দুইএকদিন কাজ করার পরই নিজের ভুল বুঝতে পেরেছি। 😃
• icddr,b তে কাজ করতে হলে কি লবিং লাগে?
লবিং থাকলে সুযোগ পাইতে সহজ হয় কিনা আমার জানা নেই। আমি নিজে একদমই লবিং ছাড়া সুযোগ পেয়েছি। যার অর্থ হচ্ছে লবিং ছাড়াও ঢোকা যায়।
icddr,b তে কাজ করতে কি Experience লাগে?
এইটা একেক পোস্ট এর জন্যে একেক রকম। আমি Clinical Fellow তে সুযোগ পেয়েছি একদম শূন্য এক্সপেরিয়েন্স এ। যখন ইন্টারভিউ দিয়েছিলাম, তখন কোন অভিজ্ঞতা ছিলোনা।
ট্রেনিং কাউন্ট হওয়া নিয়ে একটা সতর্কবার্তাঃ
সম্ভবত জানুয়ারি ২০২২ সাল থেকে এফসিপিএস পার্ট ১ পাশ করার আগে কোন ট্রেনিং কাউন্ট হবেনা। মানে এফসিপিএস পার্ট ১ পাশ করে তারপর ট্রেনিং করতে হবে। এর আগে ট্রেনিং করে লাভ হবেনা।
Clinical Fellow পরীক্ষা হয় বছরে ১বার, বা ২ বছরে একবার।
একেকবার একেকভাবে পরীক্ষা হয়।
আমি যেবার পরীক্ষা দিলামঃ
MCQ (Online)
Written (Online)
MCQ আর Written একই দিনে হয়েছিল। গুগল ডকে পরীক্ষা হয়েছিল।
ভাইভাঃ
কিছু প্রশ্ন সবাইকে করে থাকেঃ
• Introduce yourself
• Why do you want to work in the icddr,b?
• Why do you think you are better candidate than others?
এই দুইটা প্রশ্নের দুইটা ডেমো উত্তর দিলাম। নিজের সুবিধামত এডিট করে নিয়েনঃ
Why do you want to work in the icddrb?
My goal is to be a clinician, an internal medicine specialist, to be specific, and contribute to the knowledge of this field, by being a researcher, side by side.
I feel the urge to serve the nation as a dedicated physican and achieve excellence by working in an environment where the goal is to provide quality healthcare to the patients, and at the same time, enabling the doctors to utilize their potentials.
I strongly believe that icddrb has my desired working and learning environment, whrere I can serve the people and develop myself as well. To summarize, icddr,b is an excellent match for my background, and closely allign with my aspiration, passion and future career directions.
There are other cadidates who also appied for this job. Why do you think we should hire you? Why are you different?
First of all, I am quite sure, that the other cadidates are as completent me, some may be even better.
Apart from that, I have kept myself updated with evolving medical knowledge by regularly participating in CME activities such as courses and workshops run by various reputed institutions, both online and offline, and committed to do so in the future as well, which is, I believe, a mandatory quality that every physician should possess. And this is what sets me apart from other candidates. Therefore, I believe, considering my background, qualifications and aspiration, I will a better match for the post of a clinical fellow in icddrb.
আমার ভাইভার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
- ইন্টার্নশিপের একটা স্মরণীয় রোগী সম্পর্কে বলো যা থেকে তুমি অনেক শিখেছো।
এই ধরনের প্রশ্ন ভাইভার জন্যে অনেক ইম্পরট্যান্ট। এই প্রশ্নটা ঠিক করে দিবে আপনার ভাইভার পরবর্তী অংশে আপনার প্রতি স্যার কেমন সফট থাকবেন।
আমার মতে, এ ধরনের প্রশ্নে নিজের strength নিয়ে কথা বলা উচিত। মানে এমন একটা টপিক আপনি সিলেক্ট করবেন যেটা নিয়ে অনেক কঠিন প্রশ্ন করলেও আপনি পারবেন।
অথবা, আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে, ভাইভা দিচ্ছেন যে পোস্ট এর জন্যে, সেই পোস্ট রিলেটেড কোন টপিক নিয়ে কথা বলেন।
Cardiology এবং ECG আমার বেশ পছন্দের টপিক। আমি বলেছিলাম একজন SVT এর রোগীর কথা।
- how did you manage him? [ Management of SVT ]
Carotid Massage
Valsalva Manuovre
Inj Adenosine
Verapamil
এগুলোর কথা সবাই জানে। আমিও বলেছিলাম।
এর পাশাপাশি, Modified Valsalva Manuovre নামে আরেকটা Manuovre আছে। ওইটার কথা বলেছিলাম আমি। অনলাইনে পড়েছিলাম, যে এটা Valsalva থেকে ভাল।
এইটার কথা আমি বলেছিলাম, which showed that I’m into research.
- ইন জেনারেল এইসব টপিক থেকে প্রশ্ন আসেঃ
Diarrhoea, dehydration, electrolytes imbalance, acute kidney injury, pneumonia, malnutrition, sepsis, severe sepsis, septic shock, convulsion, meningitis, measles, EPI vaccines, breast feeding, diabetes mellitus, hypertension, enteric fever, bronchial asthma, COPD, acute MI, stroke, some common X-ray or ECG findings, some basic research methodology from Community Medicine, COVID-19.
তবে সবচেয়ে বেশী প্রশ্ন করে Diarrhoea থেকে। আমাকে এগুলো জিজ্ঞেস করেছিলঃ
- what are the markers of dehydration?
- how do you differentiate osmotic and secretory diarrhoea clinically/by investigations?
• Osmotic diarrhoea vs secretorg diarrhoea- কোনটার stool osmolarity বেশী থাকবে? - Give an example of osmotic diarrhoea
- give an example of secretory diarrhoea
• একটা scenario দিয়েছেঃ How dehydrated is this child? এই সিনারিওটা দিয়েছিলেন ডা. জোবায়ের চিশতি। নামটা পরিচিত লাগছে হয়তো অনেকের। উনি Bubble CPAP এর জন্যে বিখ্যাত।
এই দুইটা পোস্ট পড়বেনঃ
https://m.facebook.com/groups/platform.bd/permalink/1881433371996113/
https://m.facebook.com/groups/platform.bd/permalink/1923413964464720/
icddr,b এর সব সার্কুলার career.icddrb.org এই ওয়েবসাইটে দেওয়া হয়। এখানে আইডি খুলে সিভি আপলোড করতে হয়। এরপর সার্কুলার দেখে এপ্লাই করতে হবে।
কারো কোন স্পেসিফিক প্রশ্ন থাকলে করতে পারেন। আমি চেষ্টা করবো জবাব দিতে।
Tags:
Great info, vaiya.
This opportunity seems better, as it is well-paid. Isn’t it better than honorary training?
অবশ্যই ভাই। এখানে ট্রেনিং কাউন্ট হয় মেডিসিনে ৬ মাস, পেডিতে ১ বছর। ফ্রেশার দের জন্যে এর চেয়ে ভাল ব্যালেন্সড চাকরী আমার চোখে পরে নাই।
Ma’am/sir
I want to intern with your organisation. I Have just done my graduation but my result will be published in August 2022. I’m eagerly waiting for your reply. How can I apply for internship?
My Subject is Child Development And Social Relationship.
onek shundor kore shobkichhu bolechhen apni..onek onek dhonnobad..amr akta question chhilo..ami surgery te career korte chachchhi.. ami ki ekhane apply korte pari…?
Yes you can apply. You’ll have a good experience. But this will distract you from your goal of being a surgeon.
Assalamualykum… Recent circular r e experience r bepar ta ektu clear korben ki?? I mean we have to have extra 6 months experience apart from my internship?
It was also mentioned in the circular of last year. Those with the experiences will get previledge. But fresheres are also welcomed. Many clinical fellows joined here without training in pediatrics/medicine. Last year when I appered for the exam, I had zero clinical experience.
What is the pattern of duty? That means is it roster basis?
Yes roster duty. Weekly 48 hours maximum.
Thank you for the reply.
Meyera ki porda maintain kore kaj korte pare?sekhetre authority theke jhamela kore kina?& choto baby niye kaj kora jai kina/fay care system ache kina?
Authority has no objection regarding dressup.
So far I know, day care system is not available for clinical fellows, it is for fixed term employees. I haven’t seen anyone working with their babies. Not sure if there is any rule.
Is there any opportunity for Nutrition students?
I don’t have clear idea about this. But I think there should be. Keep an eye on career.icddrb.org
Bhaia, is there any opportunity for pharmacist? TIA
There should be. Keep an eye on career.icddrb.org
Vaia chadpur motlob project a clinical fellow hisebe working environment kmn ?
Icddr,b te lobing chara duka jai..ami 3 bar medical officer post e with experience chance payechi exam diye. 1 bar join krechi and 1 yr job krechi and next 2 bar join kri ni as job location think kre. Its really a wonderful place to serve your knowledge and curing them…..