OET Preparation: শুরুটা যেভাবে

যারা OET প্রিপারেশন এর শুরুর দিকে আছেন, তারা অনেক সময় Material নিয়ে কনফিউজড হয়ে যান যে কোনটা ফেলে কোনটা প্র‍্যাকটিস করবেন। বিগিনাররা এভাবে শুরু করতে পারেনঃ


Writing

  1. Sabbir ভাই এর কোর্স করবেন/ কোর্স ম্যাটেরিয়াল পড়বেন
  2. Sabbir ভাই এর Case Notes Solve করবেন + Correction করাবেন।
  3. Recalls PDF থেকে practice করবেন

Speaking

  1. Introductory PDF ( Content of Sabbir Vaiya’s Speaking Course)
  2. Fututeland বইয়ের initial pages.
  3. Practice from Futureland PDF

Listening, Reading:

Official Material from OET Website
+
Jahshan Collection


দিনে কত ঘন্টা করে প্র‍্যাকটিস করবেন?

শুরুতে প্রতিদিন ১টা Listening, ১টা Reading, ১টা Writing, ১টা Speaking প্র‍্যাকটিস করবেন।
চেষ্টা করবেন Listening, Reading আর Writing এই ৩টা একটানা এক বসায় প্র‍্যাকটিস করতে। Listening নিয়ে বসবেন, আর Writing দিয়ে উঠবেন। মাঝখানে পড়ার টেবিল থেকে উঠবেন না।
দেখেন আপনার মার্ক কেমন আসে।
যেটাতে মার্ক কম আসবে, সে অনুযায়ী প্র‍্যাকটিস বাড়াবেন। যেটাতে ভাল মার্ক আসে, সেটা আগের মত করে চালিয়ে যাবেন।

যেমনঃ শুরুতে আমি প্রতিদিন ১টা করে রাইটিং করছিলাম। আমার রাইটিং এ মার্ক C, C+ এমন আসছিল। এরপর সাব্বির ভাই এর কারেকশন করে দেয়া লেটারগুলো আবার দেখলাম + স্যাম্পল লেটারগুলো পড়লাম + প্র‍্যাকটিস বাড়ালাম। যে লেটারগুলোতে কম পেয়েছি সেগুলো আবার লিখলাম এবং অন্য কাউকে পাঠালাম যার OET ক্লিয়ার হয়েছে।

Tags:

4 thoughts on “OET Preparation: শুরুটা যেভাবে”

  1. ডাক্তার শারমিন

    আসসালামুআলাইকুম, আমি প্রথম শারির একজন OET কেনডিডেট? আমাকে কি একটু এর ব্যবহার মানে প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে জানানো যায়? মানে কে কতো বয়স্করা কখন এই পরীক্ষায় বসতে পারবেন? খরচ, কোথায় পরীক্ষা দেয়, পাশ এর পরে কি কি করতে হবে বা পারবো? আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চাইলে তার বিস্তারিত জানতে চাই ।
    ধন্যবাদ

    1. UK তে ডাক্তার হিসেবে ক্যারিয়ার করতে চাইলে GMC রেজিস্ট্রেশন পেতে হয়। জিএমসি রেজিস্ট্রেশনের জন্যে English Language Proficiency প্রমাণ করতে হয় IELTS অথবা OET পরীক্ষার মাধ্যমে।
      খরচ ৪০ হাজার টাকার মত।
      যেকোন বয়সের মানুষ এই পরীক্ষা দিতে পারবে।
      এই পরীক্ষার আলাদা কোন সুবিধা নাই। এটা পাশ করলে আপনার লাইফে এক্সট্রা কোন ভ্যালু এড হবেনা। জিএমসি রেজিস্ট্রেশনের জন্যে এই পরীক্ষার প্রতিটা সেকশনে মিনিমাম Grade B নিয়ে পাশ করতে হয়।
      PLAB এর মাধ্যমে রেজিস্ট্রেশন পেতে চাইলে একদম শুরুতে দিতে হয় OET. আর মেম্বারশিপ পরীক্ষার মাধ্যমে রেজিস্ট্রেশন চাইলে মেম্বারশিপ পরীক্ষা পাশের পর OET দিতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top