OET নিয়ে কিছু কথা

24 অক্টোবরের পরীক্ষার OET ক্লিয়ার করলাম। Listening নিয়ে কনফিউশনে ছিলাম, কিন্তু রেজাল্ট এর পর দেখা গেল বেশ ভাল মার্ক আসছে। ☺️

স্কোরঃ
Writing: 390
Reading: 410
Speaking: 400
Listening: 390


প্রস্তুতি কিভাবে নিবেন এই নিয়ে প্রচুর পোস্ট আছে। সেগুলো পড়লে প্রস্তুতি নিয়ে ধারনা হবে। আমি আলাদা করে কিছু পয়েন্ট বলতে চাইঃ

• কেউ যদি দ্বিধায় থাকেন IELTS দিবেন, নাকি OET দিবেনঃ তার জন্যে পরামর্শ: OET দেন।

• আপনি যদি ভেবে থাকেন যে প্রিপারেশন নিবেন আগে, প্রিপারেশন একটা নির্দিষ্ট লেভেলে গেলে তারপর পরীক্ষা দিবেন, তাহলে জীবনেও আপনার পরীক্ষা দেওয়া হবেনা।
যেটা করবেন সেটা হচ্ছে, ১-২ মাস গ্যাপ রেখে একটা ডেটে সিট বুক করবেন। এবং সে অনুযায়ী প্রিপারেশন শুরু করবেন। প্রায় ৪০ হাজার টাকা লাগে পরীক্ষার সিট বুকিং দিতে। পরীক্ষার ডেট যত কাছে আসবে দেখবেন পড়ার বেগ তত বাড়বে।

কোচিং করা কি লাগে?
জ্বি না। লাগেনা। However, I would recommend everyone to take writing classes of Dr. Mehedi Hasan Sabbir Vai.

• “আমার তো মনে হয় লিসেনিং এ দুর্বল, আমি কী করবো?
– আপনার যদি মনে হয় আপনি লিসেনিং এ দুর্বল, তাহলে আগেই পরীক্ষার সিট বুক করবেন না। আগে আপনার লিসেনিং এর লেভেলটা বুঝে নেওয়া দরকার। OET Listening for doctors এই নামের ইউটিউব চ্যানেল থেকে একটা পরীক্ষা দেন। দেখেন মার্ক কেমন আসে।
৪২ টার মধ্যে যদি ৩২ এর বেশি মার্ক পান তাহলে আপনি ১ মাসের মধ্যেই ডেট নিতে পারেন পরীক্ষা দেওয়ার।
২৫ – ৩২ যদি পান তাহলে ২ মাস গ্যাপ দেন।
২৫ এর কম পেলে আপনার লিসেনিং স্কিল বাড়াতে হবে। OET Material practice করে লিসেনিং improve করা কঠিন। ইংরেজি কোন একটা সিরিজ দেখা শুরু করেন। প্রতিদিন ১৫-২০ মিনিট করে ২ মাস সাবটাইটেল ছাড়া দেখবেন। এরপর সেম পরীক্ষা আবার দিবেন। আশা করা যায় প্রচুর উন্নতি হবে। আমি গতবছর IELTS এর প্রিপারেশন নিয়েছিলাম, তখন প্রথমদিকে মার্ক খুব খারাপ আসছিল। Road to UK ব্লগ পড়ে সাবটাইটেল ছাড়া Friends দেখা শেষ করি। এরপর আশানুরুপ মার্ক আসে।

* Listening Materials:
• OET Official materials from OET Website
• OET listening for doctors – Youtube
• Jahshan Collection

* Reading করতে বিরক্ত লাগতো। অল্প কিছু প্র‍্যাকটিস করেছিলাম Jahshan Collection থেকে ১/২ টা আর Official Materials থেকে ৩টা করেছিলাম।
আমার মনে হয় গল্পের বই, পেপার ইত্যাদি পড়ে OET Reading improve করা খুব একটা ভাল পদ্ধতি না। বরং কারো যদি মেডিকেল রিলেটেড টপিক, বা ধরেন টেক্সটবুক পড়ার অভ্যাস থাকে তাহলে রিডিং তেমন একটা কঠিন ব্যাপার হবেনা।

* Reading Materials:
• OET Official materials from OET website.
• Jahshan Collection

• Writing এর জন্যে মেহেদি হাসান সাব্বির ভাই এর ক্লাস করবেন। ক্লাস না করে নিজে পড়লেও পাশ করবেন। কিন্তু আমার মনে হয়, OET নিয়ে গবেষণা করা, এইটা নিজে এক্সপ্লোর করার চেয়ে রেডিমেড জিনিস গিলে উতরে দেয়া ভাল।
ক্লাস করার পর ভাইয়াকে কয়েকটা Letter লিখে দিতে হয়। ভাইয়া কারেকশন করে দেন। এই ব্যাপারে কয়েকটা জিনিস খেয়াল রাখবেনঃ

• আপনি ভাইয়াকে একটা লেটার লিখে পাঠালেন। ভাইয়া এটার ফিডব্যাক না দেওয়া পর্যন্ত আপনি অন্য কোন লেটার লিখবেন না। নাহলে একই ভুল আপনি বারবার করতে থাকবেন।
•  ভাইয়া একটা লেটার এর ফিডব্যাক দেওয়ার পর আপনি ভালোমত দেখবেন আপনার ভুলগুলো। ভাইয়ার লেটারটা পড়বেন। OET Medicine Helpline group এ অনেকেই লেটার পোস্ট করেন। সেখানে B পাওয়া লেটার গুলো পড়ে আইডিয়া নিবেন কতভাবে একই কথাকে লেখা যেতে পারে।
•  যেগুলোতে আপনি কম স্কোর পাচ্ছেন, সেগুলো আবার লিখবেন।

Writing Materials:
• Sabbir Vai case notes
• Futureland recalls

মক টেস্ট দেওয়া কি জরুরি?
মক টেস্ট থেকে কিছুই শিখবেন না। কিন্তু হ্যাঁ, যারা ঢাকার বাইরে থেকে আসবেন, তারা মক দিলে উপকৃত হবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মক দিতে আসলে আপনি পরীক্ষা কোথায় হবে, ওখানে কিভাবে যাওয়া যাবে এই ব্যাপারগুলা দেখে যাইতে পারবেন। এটা অনেক দরকারী জিনিস।

• বাসায় যখন প্র‍্যাকটিস করবেন, এক বসায় একটানা Listening, Reading Writing এই তিনটা করবেন। আমি Listening part A করে উঠে যেতাম, একটু চা খাইতাম, ফেসবুকে ঢুকতাম, হাওয়া বাতাস খাইতাম। তারপর এসে বাকিটা করতাম। এটা পরীক্ষার দিনে খুব ভুগিয়েছে আমাকে। একটানা এতক্ষণ বসে Listening, Reading, Writing দেওয়াটা অন্যতম কঠিন চ্যালেঞ্জ।

Speaking:
• Sabbir Vai ( Sheet) : Main material. এখান থেকেই আমি দেখেছি কেম্নে কী হয়।
• Futureland Book থেকে প্র‍্যাকটিস করেছি। আমার স্পিকিং ভয় লাগতো। এজন্যে আমি পরীক্ষার আগের ১০/১২ দিন প্রতিদিন ৪/৫ জন মানুষের সাথে প্র‍্যাকটিস করতাম। পরীক্ষা সামনে এমন কেউ যদি speaking practice করতে চান, feel free to knock me.
• একই কেস সিনারিও বারবার প্র‍্যাকটিস করার চেয়ে বিভিন্ন সেটাপে প্র‍্যাকটিস করা জরুরি।
***

ব্যক্তিগতভাবে চিনি যাদেরকে তাদের প্রায় সবাইকে ধন্যবাদ জানানোর পর্ব শেষ। কিছু মানুষের সাথে ব্যক্তিগততভাবে পরিচয় নাই। কিন্তু তাদের প্রতি প্রকাশ না করাটা অন্যায় হবেঃ
• Road to UK Blog, Ibrahim Ivan vai, Ibreez Apu
• PLAB for Bangladeshi doctors Group
• শাহরিয়ার কবির ভাই
* OET Medicine Helpline Group

এফএমসির সিনিয়ররা, MD Ikbal Hossain vai, Moloy Sarkar Dada এবং Karishma Anika Himi নানা সময়ে গাইড করেছেন, হেল্প করেছেন।আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। ❤️

OET নিয়ে কেউ interested থাকলে, আরও কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। 🙂

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top