ছবির হাইলাইট করা অংশটা ভাল করে খেয়াল করেনঃ
Food decreases the absorption of all the penicillinaae-resistant penicillins because as gastric emptying time increases, the drugs are destroyed by stomach acid. Therefore they should be taken on an empty stomach.
মানে হচ্ছে Penicillinase-resistant antiobiotic যেগুলো আছে, সেগুলো খালি পেটে খেতে হবে। নাহলে ঠিকমত absorption হবেনা।
আমরা খুব commonly use করে থাকি এমন একটা Penicillinase-resistant penicillin হলো Amoxicillin+Clavuronic Acid বা Co-amoxyclav; যার বহুল প্রচলিত কয়েকটা brand হলো Moxaclav, Fimoxyclav, Tyclav, Clacido ইত্যাদি।
এতদিন আমরা অনেকেই জানতাম না হয়তো, এজন্যে কখনো রোগীকে বলে দেইনি খাওয়ার আগে নাকি পরে কখন খেতে হবে। বা রোগী জানতে চাইলে হয়তো বলে দিতাম যে খাওয়ার আগে-পরে একসময় খেলেই হবে।
আজকে থেকে Co-amoxiclav প্রেসক্রাইব করার সময় অবশ্যই খালি পেটে খাওয়ার কথা বলে দিবেন।
আরো বেশকিছু Penicillinase-resistant penicillin আছে যেগুলোর নাম ছবিতে দেওয়া আছে।
Reference:
Lippincott Pharmacology