Atelectasis মানে কী?
Atelectasis মানে হচ্ছে Reduced Inflation of the whole or part of the lung. সহজ করে বলা যায়, loss of volume of lung, অর্থাৎ lungs এর ভলিউম কমে যাওয়া। আমরা commonly একে Lung Collapse বলা থাকি, যার বাংলা হচ্ছে Lungs চুপসে যাওয়া। Collapse বললে ভুল নাই, তবে সত্যিকার অর্থে collapse বলতে atelectasisএর severe form কে বুঝায়। যাইহোক, practically আমরা এই দুইটা টার্মকেই ব্যবহার করে থাকি। এটা নিয়ে অত সিরিয়াস হওয়ার কিছু নেই।
Types of Collapse:
কতটুকু lung involved হয়েছে বা Lungs এর কট্টুক অংশ চুপসে গেছেঃ খানিকটা, নাকি কোন একটা lobe নাকি সম্পূর্ণ lung- এর উপর ভিত্তি করে Collapse কে তিনভাগে ভাগ করা যায়ঃ
- Segmental/Subsegmental collapse
- Lobar Collapse
- Collapse of Entire lung.
এই তিন ধরনের Collapse নিয়ে আমরা পরবর্তী পোস্টে আলাদা আলাদা করে আলোচনা করবো। আজকের পোস্টে আমরা দেখবো Lobar Collapse এর ক্ষেত্রে X-Ray তে আমরা কী কী change পাবো।
আগেই বলে রাখি, এই পোস্ট পড়ার পর আপনি Collapse Diagnosis করতে পারবেন না। বরং যা পারতেন তাও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। 😀 Diagnosis করতে পারার জন্যে আগে এই পোস্টটা ভালো ভাবে পড়বেন, তারপর কিছুদিন অপেক্ষা করবেন পরবর্তী পোস্ট এর জন্যে। 😅
Signs of Lobar Collapse:
There is only one direct sign and multiple indirect signs of lobar collapse.
1. Direct sign :
- Shift/bowing/displacement of a fissure/Fissures towards the collapsing lobe. এর মানে হচ্ছে simple: Collapse যেদিকে, ওই lung এর সব fissure ওইদিকে sifted হবে। Upper Lobe collapse হলে fissure upward shifted হবে, আর Lower lobe collapse হলে fissure downward shifting হবে।
Examples:

এখানে Right Upper Lobe Collapse হয়েছে। এজন্যে Horizontal Fissure এর upward shifting হয়েছে।

এখানে Right Lower Lobe collapse হয়েছে। এজন্যে Both Horizontal and Oblique Fissure has been shifted downward.
2. Indirect sign :
- Increased lung opacity
- Compensatory hyperinflation of normal lobes of the same lung as well as the opposite lung.
- Hilar shift/displacement toward the collapse
- Mediastinal shift towards the collapse
- Elevation of epsilateral hemidiaphhragm
- Crowding of epsilateral ribs
- Crowding of epsilateral pulmonary vessels
- Obscured cardiac, mediastinal or diaphragmatic shadow- The Silhouette Sign
- Shifting granuloma sign.
- Golden S sign
- Tenting sign/ Juxtaphrenic peak sign/Diaphragmatic tenting/Kattan sign
- Shifting of the Trachea towards the collapse
Examples:

যেহেতু Collapsed Lung এ কোন বাতাস নাই, সেহেতু সেই lung সাদা দেখাবে। বাতাস থাকলে কালো দেখাতো। Xray তে বাতাসকে কালো দেখা যায়।

উপরের ছবিতে Right lung hyperinflated হয়েছে। সেই সাথে Left Lung এর উপরের জায়গায় কিছুটা hyperinflation আছে।
By the way, Left lung এর উপরের এই hyperinflated জায়গাটা কিন্তু upper lobe না, এটা lower lobe. কেন? – এটা বুঝতে হলে Collapse এর উপর লেখা সবগুলো পোস্ট পড়ে শেষ করতে হবে।

উপরের ডানপাশের ছবিতে Right Lung এর hilum upwards and superiorly shifted হয়েছে।

পুরো mediastinum শিফট হবে collapsed lung এর দিকে।
এটার mechanism ও আগেরটাই – Pulling Effect. collapsed হয়ে যাওয়া জায়গাটা পূরণ করার জন্যে চারপাশ থেকে সবকিছু টান দিবে – Pulling effect হবে। সেজন্যে Hilum, Mediastinum, Diaphragm সবকিছু shifted হবে towards the collapse.
উপরের ডানপাশের ছবিতে দেখা যাচ্ছে যে Right heart border, Superior Vena cava সবকিছু Left side এ shifted হয়েছে।

যে Lung এ collapse হয়েছে সেদিকের hemidiaphragm elevated হবে। এটার mechanism ও আগের মত।Pulling Effect. collapsed হয়ে যাওয়া জায়গাটা পূরণ করার জন্যে চারপাশ থেকে সবকিছু টান দিবে – Pulling effect হবে। সেজন্যে Hilum, Mediastinum, Diaphragm সবকিছু shifted হবে towards the collapse.
উপরের ডানপাশের ছবিতে Right lung এর hemidiaphragm elevatd হয়েছে, due to pulling effect by the collapsed Right Upper lobe.
By the way, Phrenic nerve paralysis এও তো diaphragm evelated হয়? এই দুইটা আলাদা করবো কিভাবে?– wait till the end.

এটাও due to Pulling effect. collapsed lung ribsকেও ছাড় দিবেনা। যার ফলে ribs crowding হবে। মনে হবে যেন এক জায়গায় অনেকগুলো ribs জটলা পাকায়ে আছে।
উপরের ডানপাশের ছবিতে Left lung এর lower lobe এ ribs crowding দেখা যাচ্ছে। ভাল বুঝা না গেলে Right lung এর সাথে compare করে দেখেন- Right lung এ ribs গুলো কতটা widely seperated, আর left lung এ কেমন ঘিঞ্জি।

উপরের ছবিটা দেখেন, যদিও ভালো বুঝা যায়না। সবকিছু বুইঝা কি করবেন মিয়া। 😀

যদি কোন mass lesion এর জন্যে collapse হয় তাহলে এটা দেখা যায়।
উপরের ছবিতে দেখেন fissure টা linear না হয়ে উল্টা S এর মত প্যাচানো হয়েছে, এবং নিচের জায়গাটা বেকে গেছে due to the mass lesion

Hemidiaphragm টা এমন ভানে elevated হয় যেন মনে হয় diaphram এর নিচে ত্রিভুজাকৃতির তাবু গাড়া হয়েছে। It is due to reorientation of an inferior accessory fissure
উপরের বামপাশের ছবিতে দেখেন right upper lobe collapse আছে এবং এ কারণে diaphragm elevated হয়ে Tenting sign তৈরি হয়েছে।


এটার কারণও হলো Pulling Effect.
উপরের ছবিতে স্পষ্ট করে দেখানো আছে trachea shifting. Right Upper lobe collapse হয়েছে, যে কারণে Trachea right side এ shifted হয়েছে।

Obscured cardiac, mediastinal or diaphragmatic shadow due to any thoracic lesion
উপরের ছবিতে Left Lower lobe collapse হয়েছে। যে কারণে Left hemidiaphragm দেখা যাচ্ছেনা। এটাকে Silhouette sign বলে।

a shift in the location of a parenchymal lesion visible on prior films seen in the presence of atelectasis.
অর্থাত collapse এর কারণে কোন একটা lesion এর পজিশন চেঞ্জ হয়ে গেছে।
উপরের বামপাশের ছবিতে right ilum এর ঠিক নিচে একটা globular mass দেখা যাচ্ছে। পরবর্তীতে right lower lobe collapse হওয়ার কারণে সেটাকে আর দেখা যাচ্ছে না, The granuloma has shifted.


এই পোস্টে আমরা দেখলাম Lobar Collapse হলে X-Ray তে কী কী চেঞ্জ আসে। এর পরবর্তী পোস্টে আমরা শিখবো how to put it all together and diganose a Lobar collapse.
ততদিন পর্যন্ত may all your R wave land on a heavy line and may your axis always be at 30 degress.
Reference:
- medmastery.com
- Diagnostic Imaging, 7th Edition.
- radiopaedia.com
- Radiologymasterclass.co.uk
- The Chest X-Ray Made Easy
- google.com
Tags: