Herd Immunity & SARS-CoV-2

Herd Immunity কী জিনিস?


Herd কথাটার মানে হচ্ছে a group of animals, যেমন ধরা যাক মানুষ। একটা কমিউনিটির অধিকাংশ মানুষ ( অন্তত ৬০%) যখন একটা রোগের বিরুদ্ধে ইমিউন হয়, তখন ওই রোগে আক্রান্ত হওয়ার মত নতুন মানুষ আর থাকেনা। ওই জায়গায় তখন ওই রোগে কেউ আক্রান্ত হয়না, হলেও সংখ্যায় অনেক কম হয়। এই ঘটনাটাকে Herd Immunity বলে – \”The herd becomes immune\”.

SARS-CoV-2 বা যেটাকে সবাই গণহারে করোনাভাইরাস বলছেন, ওই ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশ কিংবা বিশ্বের বেশিরভাগ মানুষ কি ইমিউন?

না।

কারণ কী?

প্রথমতঃ

এর বিরুদ্ধে কোন ভাক্সিন নাই, যেটা দিলে কেউ COVID-19 এ আক্রান্ত হবেনা। যেহেতু ভ্যাক্সিন নাই, তার মানে যারাই ভাইরাসের সংস্পর্শে যাবেন, তারাই প্রতিনিয়ত আক্রান্ত হবেন। প্রতিদিন নতুন করে আক্রান্ত হওয়ার হার বাড়বে।

দ্বিতীয়তঃ

যদি এমন হতো, যে এই রোগ একবার হলে আর হয়না, তাহলে একটা সময় দেশের অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত হতেন। এবং যারা সুস্থ হয়ে যেতেন তারা সবাই ইমিউন হয়ে যেতেন। অর্থাৎ তাদের আর এই রোগ হবেনা। এমনি করে যখন দেশের সবাই ইমিউন হয়ে যাবেন, তখন নতুন করে এই রোগে আক্রান্ত হওয়ার মত কোন লোক থাকবেনা। তখন এই রোগ ছড়ানো বন্ধ হয়ে যেত। The herd would have become immune.

Unfortunately, COVID-19 রোগে re-infection হওয়ার নজির আছে। & there is risk of re-infection even after full recovery.

অর্থাৎ Herd Immunity কাজ করার জন্যে এই দুইটার যেকোন একটা লাগবেঃ

The community needs to be immune from the disease at first: either by being vaccinated, or by being infected with the virus in such a way that all infected persons become immune against it.

এই দুইটার কোনটারই কোন সুযোগ আপাতত নেই। তাই Herd Immunityর মাধ্যমে অচিরেই আমরা রক্ষা পেয়ে যাবো, বা Herd Immunityই করোনা থেকে বাচার একমাত্র ভরসা – এই ধরণের বিশ্বাস যেন আমরা না করি।

Johns Hopkins University এর Coronavirus resource center থেকে বলা হয়েছেঃ

As infectious disease epidemiologists, we wish to state clearly that herd immunity against COVID-19 will not be achieved at a population level in 2020, barring a public health catastrophe

হয়তো, কোন একদিন COVID-19 রোগে আক্রান্তের সংখ্যা কমে যেতে পারে। আবার হয়তো আস্তে আস্তে বাড়তেও পারে। In fact, it is a \”novel coronavirus\”, মানে হচ্ছে একটা একটা নতুন ধরনের coronavirus, যেটা আগে কখনো দেখা যায়নি। এই ভাইরাস সম্পর্কে মানুষ আগে থেকে কিছুই জানতো না। এ কখন আসবে, কখন চলে যাবে, কাকে মারবে, কাকে ছেড়ে দিবে – কিছুই জানিনা আমরা। তাই আসুন ততদিন পর্যন্ত আমরা সবাই না জেনে-না বুঝে-আশায় বুক বেধে-অতি উৎসাহী হয়ে শপিংমল, মসজিদ-মন্দির-গীর্জা-প্যাগোডা, খেলার মাঠ, সিনেমা হল, স্কুল-কলেজ-ভার্সিটিতে যাওয়া আপাতত বাদ দেই।

ভালো থাকবেন সবাই।

ডা. ফয়সাল আবদুল্লাহ, এমবিবিএস।


Reference:

https://coronavirus.jhu.edu/from-our-experts/early-herd-immunity-against-covid-19-a-dangerous-misconception

https://www.google.com/amp/s/time.com/5825386/herd-immunity-coronavirus-covid-19/%3famp=true

https://www.dailymail.co.uk/health/article-8224915/Dutch-study-suggests-3-population-coronavirus-antibodies.html

https://www.mailman.columbia.edu/public-health-now/news/risk-coronavirus-reinfection-remains-after-recovery

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top