RDW-CV

CBC রিপোর্টে RDW বা RDW-CV নামে একটা প্যারামিটার আছে, কখনও খেয়াল করেছেন ?

RDW এর মানে হচ্ছে Red Cell distribution width. CV তে হয় Co-efficient of varience.
এটা indicate করে blood এ abnormal sized cell কত পারসেন্ট আছে।

এটা হিসাব করে কী সুবিধা হয় ?

  • Dimorphic Anemia তে Microcyte এবং Macrocyte দুই ধরনের cell ই থাকে, একারণে MCV চেন্জ হয়না। এক্ষেত্রে RDW দেখে আপনি সহজেই PBF ছাড়াই Dimorphic anemia diagnosis করতে পারবেন।
  • এর পাশাপাশি Nutritional Anemiaতে [ Vitamin B12/Folate/Iron deficiency ] MCV বাড়তে বা কমতে সময় লাগে। এ কারণে Early stage এ MCV নরমাল থাকে। তখন আপনি RDW দেখে ধারনা করতে পারবেন যে এই রোগীর nutritional deficiency থাকতে পারে।

\"\"
CBC is an excellent investigation. All you need is to know what to look for.

For further reading:
https://emedicine.medscape.com/article/2098635-overview


কৃতজ্ঞতাঃ

  • Dr. Kamruzzaman Sir, Hematologist. Ex Assitant Professor, Department of Medicine, Faridpur Medical College Hospital.
Tags:

0 thoughts on “RDW-CV”

  1. RDW নিয়ে আগে পড়লেও আজকে মনে হয় কোথায় কাজে লাগাবো তা বুঝতে পারলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top