CBC রিপোর্টে RDW বা RDW-CV নামে একটা প্যারামিটার আছে, কখনও খেয়াল করেছেন ?
RDW এর মানে হচ্ছে Red Cell distribution width. CV তে হয় Co-efficient of varience.
এটা indicate করে blood এ abnormal sized cell কত পারসেন্ট আছে।
এটা হিসাব করে কী সুবিধা হয় ?
- Dimorphic Anemia তে Microcyte এবং Macrocyte দুই ধরনের cell ই থাকে, একারণে MCV চেন্জ হয়না। এক্ষেত্রে RDW দেখে আপনি সহজেই PBF ছাড়াই Dimorphic anemia diagnosis করতে পারবেন।
- এর পাশাপাশি Nutritional Anemiaতে [ Vitamin B12/Folate/Iron deficiency ] MCV বাড়তে বা কমতে সময় লাগে। এ কারণে Early stage এ MCV নরমাল থাকে। তখন আপনি RDW দেখে ধারনা করতে পারবেন যে এই রোগীর nutritional deficiency থাকতে পারে।
For further reading:
https://emedicine.medscape.com/article/2098635-overview
কৃতজ্ঞতাঃ
- Dr. Kamruzzaman Sir, Hematologist. Ex Assitant Professor, Department of Medicine, Faridpur Medical College Hospital.
RDW নিয়ে আগে পড়লেও আজকে মনে হয় কোথায় কাজে লাগাবো তা বুঝতে পারলাম।