সুস্থ লোকের ESR বেশী কেন?

অনেক সময় এমন হয়না যে সুস্থ লোক- কোন সমস্যা নাই, এমনিতেই CBC পরীক্ষা করানো হলো, দেখা গেল যে ESR বেশি?

কেন এমন হয় ভেবে দেখেছেন?

কারণ হচ্ছে বয়সের সাথে সাথে ESR পরিবর্তিত হয়। বয়স বাড়লে ESR বাড়ে।

বয়স্ক একজন রোগীর ESR বেশি পাওয়া গেল। এটা কি বয়সের জন্যে বেড়েছে নাকি কোন disease এর জন্যে- সেটা বুঝবো কী করে?

Westergrens Method এ Upper limit of normal ESR in aged person বের করা যায়।

Upper limit of normal ESR =

  • Male : Age ÷ 2
  • Female : ( Age +10) ÷ 2

Underlying কোন disease যদি না থাকে, তাহলে সর্বোচ্চ এই মান পর্যন্ত ESR পেলে সেটাকে আমরা স্বাভাবিক ধরবো।

\"\"
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top