MI নিয়ে কিছু কথা

মনে করি, আপনার কাছে একজন রোগী আসলো। বুকে ব্যাথা নিয়ে। central chest pain, squeezing in nature, radiating to arms, neck, jaw. ইসিজি করে ডায়াগনোসিস করলেন Acute MI Inferior. এবার আপনার করণীয় কী?

  • প্রথম কাজ Right Sided ECG করা। Right Sided ECG করে দেখবেন inferior MI এর পাশাপাশি এই রোগির Right Ventricular Infarction আছে কিনা।

কিভাবে বুঝবেন Right Ventricular Infarction আছে?

Right Sided ECG তে v3 এবং V4 এ যদি ST Elevation থাকে, তার মানে হচ্ছে এই রোগীর Inferior MI এর সাথে right ventricular Infarction ও আছে।

  • এবার ঠিকমত Examine করে দেখুন।

Treatment of Right Ventricular MI

Fluid ks the treatment of.cboice. কেন ফ্লুইদ দিতে হবে? তার আগে চলেন জেনে নেই RVI হলে কি সমক্স্যা হবে।

RVI হলে কী সমস্যা হবে?

Right ventricular MJ হয়েছে, মানে right ventricle ঠিকভাবে blood lumo করতে পারছেনা। এর ফলে Lings এ ঠিকমত blood যাচ্ছেনা। as a result LA ব্লাড পাচ্ছেনা, LV blood পাচ্ছেনা। যার ফলে সারা শরীরে ঠিমত ব্লাড সাওলি হচ্ছেনা। এর ফলে Systemic hypoperfusion হচ্ছে বা হবে।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top