থার্ড ইয়ার থেকে ওয়ার্ডে আসা শুরু করি আমরা। তখন থেকে বাকী সারাজীবন বিভিন্ন সময়ে বিভিন্ন রোগীর বুকে বিভিন্ন রকম শব্দ শুনতে পাই।
শুরু থেকেই মানুজনের কাছে শুনে এসেছি যে এক্সামিনেশন ফাইন্ডিংস ইম্পরট্যান্ট না, এগুলা বলা লাগেনা, ফাইন্ডিংস ইন্টা্নীর সময় শিখতে হয়, এখন শুধু এক্সামিনেশনের প্রসিডিউর পারলেই হয়। ফাইন্ডিংস পরে শেখা যাবে। ইত্যাদি। ইত্যাদি।
ইন্টার্নশিপ করতে এসে দেখলাম যে ফাইন্ডিংস আসলে লাগে এবং বেশ ভালোভাবেই লাগে। আর এটা এমন এক জিনিস যেটা ধুম করে একদিনে শেখা যাবেনা।
সিসিইউর একটা রোজকারের ঘটনা বলি।একদিন রাউন্ডে স্যার বললেন যে, এই রোগীর একটা Pan systolic murmur আছে। অমনি সবাই দুই সেকেন্ড auscult করে জ্ঞানীর মত মাথা নাড়ায়ে একজন আরেকজনকে বললাম, হুউম এই তো Pan systolic murmur একদম ক্লিনকাট শোনা যাচ্ছে। আর সেই আমরাই রাতে যখন একা ডিউটি করি তখন Ronchi আর Crackles বুঝতেই বেগ পাইতে হয়, মার্মার তো বহুদূর।
তাই যারা এখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছো, তাদের জন্যে একটা সাজেশন, ফাইন্ডিংস বুঝার চেষ্টা করো শুরু থেকেই। ফাইন্ডিংস শেখার জন্যে ওয়ার্ডে যাওয়া, রোগী দেখার কোন বিকল্প নাই- এটা ১০০% সত্য।ওয়ার্ড থেকে শেখা বিষয়গুলোকে আরেকটু ভালোভাবে কীভাবে আত্মস্থ করা যেতে পারে তা নিয়েই আজকের এই পোস্ট।
3M Littmann learning institute নামের একটা app আছে যেটা Heart আর Lungs এর বিভিন্ন রকম sound শোনার জন্যে বেশ কাজের। Android, iOS, iPadOS – সব প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। সব ধরনের সাউন্ড দেয়া আছে এতে , সাথে কিছুটা থিওরিটিক্যাল কথাবার্তা। নিজেকে যাচাই করার জন্যে test দেওয়ার ব্যবস্থা আছে।
বিস্তারিত জানার জন্যে ভিডিওটা দেখতে পারেন।
ওয়ার্ডে রোগী দেখে এসে একটু টেক্সট বইটা খুলে একবার বুঝে পড়ে তারপর app থেকে sound টা শুনলে সবচেয়ে ভালো সুবিধা পাওয়া যাবে।
Android:
https://play.google.com/store/apps/details?id=com.healthacademy.littmanneducation
iOS:
https://apps.apple.com/us/app/3m-littmann-learning-institute/id1015421745