……………………..
……………………..
তুই কনভোকেশনে যাস নাই?
– না ম্যাম।
কেন যাস নি কেন ?
– ম্যাম আমার কনভোকেশন সামনের বছর।
কেন রে? তোর কি সাপ্লি ছিল?
– জি ম্যাম।
তোর কিসে সাপ্লি ছিল? তুই তো সিন্সিয়ার ছেলে। কে ফেল করাইছিল তোরে?
– ম্যাম গাইনিতে খারাপ হইছিল।
ওমা! জেবুন্নেছা আপার বোর্ড খারাপ হইছিল?
– না ম্যাম।
কিসে খারাপ করছিলি? কেস এ?
– ম্যাম আপনার কাছে ভাইভা খারাপ হইছিল।
কি হইছিল কেন খারাপ করছিলি আমার তো মনে নাই। তোকে ফেল করাইছিলাম সেজন্যে সরি। তোর ফেল করার কথা না।
………………………
……………………….
ঘটনাটা ঘটার প্রায় এক বছর ৪ দিন পরে পোস্ট এডের মর্নিং সেশনে ম্যামের সাথে কথোপকথন।
:\’-)
Tags: