গাইনি ওয়ার্ডে ফলো আপ দিবা ক্যাম্নে

  • F/U লিখে দুইটা টান দিয়ে ডেট, টাইম লিখবা।
  • Patient Complaints
  • Pulse
  • BP [ একহাতেই মাপি, যদি ১৫০/৯০ এর সমান বা বেশি হয় তাইলে অন্য হাতেও মাপতে হবে। চেষ্টা করবা যে হাতে ক্যানুলা করা সেই হাতে না মাপতে। দরকার হলে স্যালাইন বন্ধ করে তারপর মাপবা। দুই হাতেই ক্যানুলা করা হলে স্যালাইন বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর মাপতে হবে। ]
  • Temperature
  • Anemia
  • Jaundice
  • Cyanosis
  • Dehydration
  • Edema
  • Breath sound [ কেউ দেখেনা, কিন্তু দেখতে হবে। কারণ, ফ্লুইড ওভারলোড হলে এই রোগীর ক্রেবস থাকতে পারে, যেটা ধরতে না পারলে কপালে শনি আছে। ]
  • Urine Output [ দেখার সাথে সাথে রোগীর এটেন্ডেন্ট কে বলতে হবে ব্যাগ খালি করে দেওয়ার জন্যে। ]
  • Drain tube collection [ যদি ড্রেইন টিউব দেওয়া থাকে তাহলে কালেকশন দেখতে হবে। ]
  • Per Vaginal Bleeding

নিচে সিগনেচার উইথ ডেট। আমাদের প্রিন্সিপাল খবীরুল ইসলাম স্যার বলছিলেন,

Signature without date is a man without his head.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top