Coursera তে আইডি খুলেছি অনেক আগে, কিন্তু কখনো ঘাটা হয়নাই। ওইদিন ঘাটতে ঘাটতে Johns Hopkins University এর কয়েকটা কোর্স দেখলাম, করতে ইচ্ছা হইল। কিন্তু সার্টিফিকেট পেতে হলে টাকা লাগবে একেকটাতে ৫০ ডলার করে। টাকা পামু কই। পরে গরীব কোটায় Financial Aid এর জন্যে এপ্লাই করলাম। আজকে সকালে মেইল আসলো, তিনটাতেই এপ্রুভাল পাইছি।
Introduction to the biology of Cancer- Johns Hopkins University
Fundamental Neuroscience for Neuroimaging – Johns Hopkins University
Myocardial Infarction- University of Zurich
কোর্স কম্পলিট করতে পারবো কিনা ডিউ ডেট এর মধ্যে অইটা হচ্ছে কথা। যতটা খুশি লাগতেছে ততটা খুশি লাগারও কিছু হয়নাই, যে কেউ এপ্লাই করলেই পাবে আমার মনে হয়। তাও, ভালো লাগতেছে আরকি। 😅
Tags: