OGTT Test করার আগে যেসকল নিয়ম মেনে চলতে হবে

ডায়াবেটিস সনাক্ত করার জন্যে প্রায়ঃই ডাক্তাররা OGTT ( Oral Glucose Tolerance Test) নামের একটা পরীক্ষা করতে দিয়ে থাকেন।

এই পরীক্ষা করে সঠিক ভাবে রোগ নির্ণয় হওয়ার জন্যে কিছু নিয়ম কানুন মেনে চলা জরুরী। সময়ের অভাব-রোগীর চাপ ইত্যাদি নানা কারণে ডাক্তাররা অনেক সময়ই রোগীদেরকে এগুলো সম্পর্কে বিস্তারিত বুঝায়ে বলতে পারেন না। ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকেও কখনো কখনো এগুলো সম্পর্কে বলে দেওয়া হয়না।

এই ছবিটা একবার দেখে রাখতে পারেন, একটা ধারণা পাবেন এই টেস্টটা সম্পর্কে। চাইলে সেভ করে রাখতে পারেন, প্রিয়জনদেরকে পাঠাতে পারেন, কিংবা নিজের টাইমলাইনে শেয়ারও করতে পারেন। 🙂

অরিজিনাল ফাইল এর লিংকঃ

https://drive.google.com/file/d/1oh8lC33tlwr3t5l0jbjNje4B29ZRS1bF/view?usp=drivesdk

\"\"
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top