শীত এবং টাইপ ১ ডায়াবেটিস

আমরা সবাই জানি যে, টাইপ ১ ডায়াবেটিস হইলো অটোইমিউন জিনিস। নিজেই নিজের বিটা সেল রে ধ্বংস করে বইসা বইসা।

মজার ব্যাপার হচ্ছে মেরু অঞ্চলে টাইপ ১ ডায়াবেটিস পাওয়া যায় বেশি। ককেশিয়ানদের এইটা সবচেয়ে বেশি হয়- এইটা নাহয় হইলো। কিন্তু মজার বিষয় হচ্ছে, ওদের দেশে শীতকালে সবচেয়ে বেশি টাইপ ১ ডায়াবেটিস ডায়াগনোসিস হয়।

বুঝতেছিনা ঘটনা কী।

🤔

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top