Blackplayer Ex – The Best Android Music Player I have ever used

একটা মিউজিক প্লেয়ার থেকে আপনি কি চান? আপনি কি চান সেটা আপনি ভালো জানেন, আমি যা চাই সেটার লিস্ট বেশ বড়ঃ

১। গানের ইনফো এডিট করা যাবে। প্রয়োজনমত তথ্য যোগ করা যাবে, আবার চাইলে অপ্রয়োজনীয় তথ্য ( যেমন পুরানো দিনের গানগুলোর সাথে অনেক মানুষ নিজেদের ছবি জুড়ে দেয়) মুছে ফেলা যাবে।

২। আমার পছন্দের ফন্ট থাকবে। এবং ফন্ট প্রয়োজনমত এডিট করা যাবে।

৩। কালার গ্রেডিং টা আমার পছন্দমত সেট করা যাবে।

ইত্যাদি ইত্যাদি।

***

অনেকদিন ঘাটাঘাটি করছি। কাজের কোন প্লেয়ার পাচ্ছিলাম না। সবগুলারই কিছু না কিছু ঝামেলা ছিল। শেষমেষ পাইলাম ইহাকে। এর নাম Blackplayer Ex.

ডাউনলোড করেন এখান থেকে। এরপর ইন্সটল করেন।

তারপর এই ফাইলটা ডাউনলোড করেন।

এবার এই Settings এ যেয়ে Advanced অপশন থেকে Import করতে হবে। পুরো প্রক্রিয়াটা দেখে নিন নিচের ভিডিও থেকে।

[wpvideo vGizORVR class=\”data-temp-aztec-video\”]

আপনি চাইলে আপনার মত করে কাস্টোমাইজ করতে পারেন। এই প্লেয়ারে আপনি সবকিছুই আপনার পছন্দমত সাজাতে পারবেন।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top