Windows জিনিসটা স্লো। প্রচন্ড স্লো। এই নিয়া আমার আক্ষেপের শেষ ছিলোনা। ফ্ল্যাগশিপ ঘরানার ফোন চালাই বছর তিনেক ধরে।সেজন্যে ল্যাপটপ চালাইতে আরো বিরক্ত লাগে।
যাইহোক, বন্ধু নাভিদ নুরেনের পরামর্শে SSD লাগাইলাম।
আমার মান্ধাতার আমলের ল্যাপটপে SSD slot নাই। ডিভিডি ড্রাইভ খানা খুলে ওইখানে SSD লাগাইতে হইছে।পুরাই মাখন লাগতেছে SSD লাগানোর পর থেকে।নতুন করে windows সেট আপ দিলাম।
এরপরে ইউটিউবে এই ভিডিওটা দেখে কিছু জিনিস কাস্টোমাইজ করলাম।
ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া লিংক থেকে শুধু Nexus app টা, আর আইকন গুলো নামাইছি আমি। এরপরে rainmeter.net থেকে rainmeter জিনিসটা নামায়ে নিতে হবে। এরপরে DevianArt থেকে পছন্দমত skin নামায়ে ইন্সটল করতে হবে।
এরপরে একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন বাকি কাজ।
আহহ! কি যে শান্তি লাগতেছে। 😋
Tags: