কেমন যেন একটা গা ছাড়া ছাড়া ভাব। ভাইভার ডেট দিলো। জুন এর ১৫ তারিখ।কালকে অসপি। পড়তে ভালো লাগতেছেনা একদমই। রোজা ভেংগে ফেলছি সেই কখন, এখনো খাইনাই কিছু। ক্ষুধাও লাগছে বেশ। বাইরে যেয়ে যে খেয়ে আসবো ওই ইচ্ছাটা করতেছে না। আবার কাউরে দিয়ে যে আনাবো ওইটাও হইতেছেনা। রুমমেট ঘুম থেকে উঠসে, জিজ্ঞেস করলাম তুই খাইতে যাবি কখন? বললো এখনি যাবো।তার ওই \”এখনি\” হইতে আরো চল্লিশ মিনিট লাগলো। কিছুক্ষণ শুয়ে থাকলো, চুল আচড়াইলো, প্যান্ট পড়লো, আরো কিছুক্ষণ এমনেই গড়িমসি করে কাটায় দিলো। শালা এমন আইলসা যে মাঝেমধ্যে মেজাজ খারাপ হয়া যায়। তার উপর সে আবার জাস্টিফাই করে যে সে আইলসা না।
ভালো লাগে না। কিচ্ছু ভাল লাগে না। ভাল লাগে এমন কোন কাজও খুঁজে পাই না।
কালকে অসপি।
প্রিন্সিপাল স্যারকে কল দিছিলাম একটা কাজে। স্যার ফোন ধরে বললেন আমি একটা অপারেশন করতেছি, কি খবর বলো। স্যারের তাড়াহুড়া দেখে আমি আর কাজের ওই কথায় গেলাম না। বললাম যে স্যার কালকে অসপি, দোয়া কইরেন। স্যার বললেন হ্যাঁ ভালোমত পরীক্ষা দাও, তোমার কথা সব জায়গায় বলা আছে।
আমি কিছুক্ষণ মনে মনে হাসলাম। স্যার আমাকে নেতা হিসেবে চিনতেন।ক্লাস ক্যাপ্টেন, পড়াশুনা করিনা। 😅
কোন পাপের প্রায়শ্চিত্ত করতেছি আল্লাহ জানেন। এই সময়টা কবে শেষ হবে সেইটাও জানিনা।
আম্মার কথা মনে পড়তেছে খুব। আম্মারে জড়ায়ে ধরে থাকলে একটু ভালো লাগতো।
যাইগা। একটিভ ম্যানেজমেন্ট অব থার্ড স্টেজ অব লেবার এর প্রসিডিউর ভিডিওটা খুঁজে পাইতেছিনা। ওইটা লাগবে। খুঁজি ওইটা।
Tags: