মন-টন খুব খারাপ ছিল ওইদিন। বলতেছিলাম যে, আমি খেয়াল করে দেখলাম আমার একার কোন বন্ধু নাই। আমি অনেক মানুষের সার্কেল এ আছি।
কিন্তু এক কথায় যে অমুক আমার বেস্ট ফ্রেন্ড, বা আমি তমুকের বেস্ট ফ্রেন্ড বা অমুক আমার ভাই- এই জাতীয় ব্যাপারগুলা আমার সাথে কখনো ঘটেনাই।জায়েদ ভাই ফরিদপুরে থাকার সময় এই জিনিসগুলা ফীল করতাম না। ইদানিং খুব মনে হয় কথাগুলা।ওইদিনই বিকালে ও যাওয়ার পর হঠাত মানিব্যাগের মধ্যে এই জিনিসটা আবিষ্কার করলাম।
:\’-)
এই পৃথিবীতে ভালোবাসার চাইতে বিশুদ্ধ আর কোন অনুভূতি বোধ হয় আর হয়না।
Tags: