Android ফোনে Apple Airpods চালাইতে কেমন লাগে?

সপ্তাহখানেক ধরে OnePlus 6T এর সাথে Apple Airpods ব্যবহার করছি। Audiophile বন্ধু হৃদয় এর নিষেধ সত্ত্বেও airpods ই কিনেছি। এক সপ্তাহ এন্ড্রয়েড ফোনে airpods ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করছিঃ

Charging Case: 8/10
কাগজ-কলমে ২৪ ঘন্টা ব্যাক আপ দেওয়ার কথা। আমি ওইরকম ভাবে হিসাব করে দেখিনি কত ঘন্টা ব্যাকআপ দেয়। তবে যেটা জানা দরকারী সেটা হচ্ছে, কখনো এমন হয়নি যে গান শুনছি বা মুভি দেখছি কিন্তু হঠাত করে চার্জ শেষ হয়ে গেছে, যেটা আমার Jaybird X3 তে হরহামেশাই হতো।

আর আরেকটা ভাল দিক হচ্ছে ফোন চার্জ দেওয়ার সময় আমি কেস টা চার্জে দিয়ে দেই সবসময়। তাই airpods গুলা যখনই কানে দেই, সবসময়েই চার্জ থাকে। চার্জ নিয়ে ভাবতে হয়না।

তবে আরেকটু ভালো হতো যদি কেস এ চার্জ ইন্ডিকেটর থাকতো, ( শাওমি পাওয়ারব্যাংক গুলোর মতন 😀) তাহলে ফোনের সাথে কানেক্ট না করেই বুঝা যেত কত পারসেন্ট চার্জ আছে।

আপনি যদি আইফোন ব্যবহার না করেন তাহলে আপনাকে আলাদা একটা কেবল নিয়ে ঘুরতে হবে সবসময়, যেটা মহা বিরক্তিকর।

( চার্জিং কেস এর রেটিং ৮/১০। চার্জ ইন্ডিকেটর আর টাইপ সি কেবল দিয়ে চার্জ দেওয়া গেলে ১০ এ ১০ দিতাম।)

Shape of the Airpods: 7/10

হ্যাঁ, দেখতে বিস্রী। লম্বা ডান্ডা বের হয়ে থাকে। অভ্যস্ত হতে সময় লাগে। আপনি যদি Apple Hater হন তাহলে অভ্যস্ত হতে আরো বেশি সময় লাগবে।
আমি হেটার না, এপল আমার খুবই পছন্দের টেক ব্র‍্যান্ড। আমার অভ্যস্ত হতে সময় লাগেনি খুব একটা।
ব্যাপারটা হচ্ছে এইটা আপনার কানে ঠিকমত লাগে কিনা।
আমি earbuds এর চেয়ে বরং in ear গুলো প্রেফার করি। তাই Airpods কানে দিলে সবসময়েই মনে হয় যে কান থেকে খুলে পড়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত কোনদিন কান থেকে খুলে পড়ে নাই। কানে দিয়ে ঘুমায়ে যাই মাঝেমধ্যে, এতেও কোন সমস্যা হয়নাই।
আমি airpod কানে দিয়ে ওয়ার্ক আউট বা দৌড়াদৌড়ি করিনা, তাই এটার ব্যাপারে বলতে পারছিনা।

যাইহোক, I would still prefer an \”in ear\” version of the Apple Airpods.

যদি আপনার কান থেকে খুলে পড়ে যায়, তাহলে বিভিন্ন রকমের airpods hook পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন।

Functionality: 6.5/10

Apple device এর সাথে কিভাবে কাজ করে সেটা আপনারা ভালোভাবেই জানেন।

Android এর সাথে কাজ কেমন করে প্রশ্ন করলে এক কথায় বলবো – ভালো না।

double tap করলে next song এ মাঝেমধ্যে যায়, আবার মাঝেমধ্যে যায়না। এটা নাকি কাস্টোমাইজ করে নেওয়া যায় আইফোন দিয়ে, আমি করিনি। তাই বলতে পারছিনা। এটা আমি খুব একটা ইউজ ও করিনা।

অন্যান্য ফিচারগুলোর একটাও কাজ করেনা। [ যেমনঃএকটা airpod কান থেকে বের করে আনলে গান বন্ধ হয়না। বন্ধই হয়না যেহেতু, কানে দিলে গান চালু হওয়ার তো প্রশ্নই আসেনা। 😀 ]

***
এরপর Play store এ একটা app পেলাম। যেটার নাম Airbuds Popup- airpods battery app (1st gen)। এটার paid version নামায়ে নিলাম Blackmart থেকে। এটা ব্যবহার করে অনেকগুলো সুবিধা পেলাম।

যেমনঃ
১। Case এর মুখ খুললেই ফোনে একটা পপ আপ আসে। যেখানে Case এবং Airpods এর ব্যাটারি পারসেন্টেজ লেখা থাকে।

একটা ছোট্ট ভিডিও দেখে ফেলা যায় এই উদ্দেশ্যে।

https://youtu.be/BzZuaOImk4M

২। গান শোনার সময় কান থেকে একটা airpod খুলে ফেললে গান pause হয়ে যায়। আবার কানে দিলে গান বাজা শুরু হয়। তবে খুব একটা খুশী হবার কোন দরকার নাই, এটা সবসময় কাজ করেনা।

Sound Quality: 7/10
আমি Audiophile না। সাউন্ড তেমন বুঝিনা।
যট্টুক বুঝি ওই অনুযায়ী বলছিঃ
আমি bass খুব একটা পছন্দ করিনা। মোটামোটি হলেই চলে। সেই অনুযায়ী Airpods এর bass আমার জন্যে ঠিক আছে।
তবে Treble আরেকটু বেশি হলে ভালো লাগতো আমার।

Sound quality নিয়ে সবচাইতে বড় সমস্যা হচ্ছে এইটা যথেষ্ঠ loud না। বন্ধুর আইফোনে কানেক্ট করে দেখলাম যে ওই খানে সাউন্ড যথেষ্ঠ লাউড। পরে নেট ঘেটে দেখলাম যে Developer options এ যেয়ে কিসব করলে যেন এই সমস্যার সমাধান হয়। ওই কাজ করার পরে loudness নিয়ে আর সমস্যায় পড়িনি।

আমি এ পর্যন্ত যে কয়টা ইয়ারফোন ব্যবহার করেছি তার মধ্যে সাউন্ড কোয়ালটির তূলনা করলেঃ

Sony MDRXB950N1 > Jaybird X3> Apple Airpods > Sony MDREX750AP> Sony MDRXB50AP > Sony MDRXB450AP

Jaybird X3 তে Sound profile টা customize করা যেত। Airpods এ যদি এটা করা যেত তাহলে আমার জন্যে খুবই ভালো হতো, ট্রেবল একটু বাড়ায়ে নিতাম। 😀

Overall rating:
7.5/10

###
আমার বাজেট ছিল ১৫০০০।
Galaxy Buds নেইনাই কেন?
১। Shape টা ভালো লাগেনা। কানে দিলে অস্বস্তি হয়।
২। Case এর ব্যাটারি ব্যাক আপ বাজে।

Jaybird Run নেইনাই কেন?
১। Jaybird X3 ব্যবহার করেছি, এবার নতুন কিছু ব্যবহার করতে চাচ্ছিলাম।
২। এটার shape ভালো লাগেনা। কানে দিয়ে দেখার সুযোগ হয়নাই যদিও, তারপরেও দেখে মনে হয়েছে কানে দিলে ভালো লাগবেনা।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top