আম্মারে বললাম একটা ইয়ারফোন কিনার ইচ্ছা করতেছে অনেকদিন ধইরা। টিউশনি করাই না এখন। কিনতে পারতেছিনা।
যেদিন চইলা আসবো ওইদিন রাতের বেলা আম্মা একটা কাগজের পোটলা হাতে দিয়া বললো রাস্তায় কানে দিয়া হাঁইটো না।
ফরিদপুর চইলা আসলাম আজকে।ফেরী পার হইলাম মাত্র।
চিন্তা করতেছি আর কতদিন আব্বা-আম্মার কাছ থেকে এইভাবে টাকা নিতে হবে।
Tags: