পহেলা বৈশাখ।
বিকালে মানুষটা কল দিয়ে বললো,সন্ধানীর প্রোগ্রামে যাওয়ার জন্যে রুমমেটরা খুব জোর করতেছে।আমি যদি তোমাকে কল দেই একটু আমাদের হোস্টেলের নিচে আসতে পারবা?
খুবই আশ্চর্যের কথা। ব্যাখ্যা না করি কারণটা।
যাইহোক, রাতে কল দিল। গেলাম তার হোস্টেলের নিচে। কিছুক্ষণ হাটলাম রাস্তায়। হঠাত খুব রিক্সায় করে ঘুরতে ইচ্ছা হইলো।
বললাম রিক্সা নেই?
ও কিছু না বলে আমার দিকে তাকাইলো।
পিয়াস শর্মার দেওয়া একটা স্ট্যাটাসের কথা মনে পড়লো আমার।
Tags: