৩০/৩/২০১৯

গেরদা গেলাম ঘুরতে। জ্ঞানী, চৌধুরী, রিমন আর আমি।

আরো একটা মাস শেষ হয়া গেল, বাল ফেলাইলাম।পড়ার টেবিলে বসতেই ইচ্ছা করেনা। বাপের টাকাগুলা জলে ফেলাইতেছি।

আজকে দিনে নতুন বাসায় ওঠার কথা ছিল। কাজ শেষ হয়নাই তাই ওঠা হয়নাই। আব্বারে ফোনে পাওয়া যায়না। ব্যস্ত মানুষ। পড়শুদিন নতুন বাসায় ওঠবে মে বি।

প্রত্যেকদিন রাতের বেলা এই সময়টাতে খুব কষ্ট হয়। কোথায় যেন একটা কিছু আটকায়ে আছে গলায়। সবচাইতে কাছের, সবচাইতে আপন, বুকের একদম মাঝখানটায় যে, সেই মানুষটাকেও একটু করে ওই কষ্টটার ভাগ দিতে ইচ্ছা করেনা।

…you can\’t connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future. You have to trust in something your gut, destiny, life, karma, whatever. This approach has never let me down, and it has made all the difference in my life.

Steve Jobs

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top