১০ঃ৩০ টার দিকে ওয়ার্ডে যেয়ে জেবা ম্যামকে বললাম ম্যাম কিছু পড়তে পারিনাই। ঠান্ডা-জ্বর ছিল। ম্যাম টুকটাক পড়া ধরলেন তাও।পারলাম কিছু, বেশিরভাগই পারলাম না। এন্টি ন্যাটাল চেক আপের সময় কি কি ইনভেস্টিগেশন করে জিজ্ঞেস করছেন, এইটাও পারিনাই।
ম্যাম বললেন তোমার ফেল টা জাস্টিফাইড।আমি আগে জানলে আগে থেকেই তোমার কেয়ার নিতাম।
জাস্টিফাইড কিনা জানিনা, তবে এই মানুষটা আম্মার মতন।কেন জানি মনে হয়।খুব মন খারাপ করে আম্মাকে জড়ায়ে ধরলে যেমন একটা শান্তি শান্তি লাগে ম্যামকে দেখলে ওইরকম লাগে আমার।
ফাহমিদা ম্যাম কফি বানায়ে খাওয়াইছেন। 😋
Tags: