সকালে জেবা ম্যাম এর কাছে পড়া দেওয়ার কথা। কিচ্ছু পড়িনাই। ভালো লাগেনা পড়তে। কিংবা বাইরে বের হতে। কিছুই ভালো লাগে না।মাঝেমধ্যে এটাসেটা খাইতে মন চায়। এই।
অনেকদিন কথাবার্তা নাই, যোগাযোগ নাই এমন কারো সাথে গল্প করতে ইচ্ছা হয়। জীবনের গল্প। নীরব একটা স্রোতা দরকার। যে সবকিছুকে ধর্ম, কপাল, সৃষ্টিকর্তা এসব দিয়ে ব্যাখ্যা না করে খুব সাধারণ একটা মানুষ হয়ে এই পৃথিবীটাকে দেখবে।
Tags: