২৪/৩/২০১৯

মামার হোটেলে বসে খাইতেছিলাম আমি আর তূণীর। আমাদেরই তিনজন ব্যাচমেট বন্ধু ডিউটি শেষ করে খাইতে আসে। তারা আমাদেরকে দেখে কথা বলেনাই। পাশ দিয়ে চলে গেছে, আমাদের দিকে তাকায় ও নাই। ওদের মধ্যে দুইজনের সাথে এর আগেও রাস্তায় দেখা হইছে, আজকের মতই কোন কথা বলেনাই তখনও।একটুপর তিনজনের একজন এসে জিজ্ঞেস করছে কিরে কবে আসছোস।

এরপর আমার দীর্ঘ এক বছরের রুমমেট, এবং এই মেডিকেল কলেজ জীবনের মোটামোটি বেশ ভালো একজন বন্ধু খেতে আসলো, যার সাথে টানা একবছর মোটামোটি তিনবেলা একসাথে বসে খাইছি। সে দেখেও কথা না বলে, না তাকায়ে, হাত ধুয়ে তার কলিগদের সাথে খাইতে বসে গেলো।

ফেল্টুদের সাথে বসলে ইজ্জ্বত কাটা যায় কিনা!

😀

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top