আমার বর্তমান অবস্থান সম্পর্কে একটু বলি।
মহানগর প্রভাতী ট্রেনে আছি। জ এর ৫০ নাম্বার সিট। আমার পাশেই ৪৮,৪৯ সিটে এক জামাই-বউ বসছে।সাথে তাদের বাবু। বাবুটা কি সুন্দর মাশা আল্লাহ।
জামাই বেটা খুব অসহায় হয়ে বসে আছে।তার বউ কি কারণে রেগে আছে। রাগ বললে ঠিক হবেনা আসলে, অভিমান টাইপ।
মহিলা ঘাড় ব্যাকা করে জানালার দিকে তাকায়ে আছে। বাচ্চা চিল্লায়ে দুনিয়া এক করতেছে।কিন্তু উনি বাচ্চারে কোলে নিচ্ছেনা।বাবা যতই বাবুকে কোলে করে মায়ের কোলে দেয়, মা আবার বাবুকে নামায়ে দেয় নিচে।
বেটা মাঝেমধ্যেই তার বউ এর হাত ধরে রাগ কমানোর চেষ্টা করতেছে। যেই ধরতে যায়, তার বউ এক ঝটকায় হাত ছাড়ায়ে নেয়। রবার্ট ব্রুসের মতন জামাই বেটা আধাঘন্টা ধরে চেষ্টা চালায়েই যাইতেছে।
শেষবার যেইনা হাত ধরলো, তার বউ একটা \”খাইয়া ফালামু\” লুক দিল তার দিকে তাকায়ে।
বেটা ভয়ে কাচুমাচু হয়ে হাত ছেড়ে দিল।
ঝামেলা হলো অন্য জায়গায়। বউ দেখলো যে তাদের এই মান-অভিমান-হাত ধরা-হাত ছাড়া খেলাটা আমি বেশ মজা নিয়ে উপভোগ করতেছি।
উনি এবার আমার দিকে তাকায়ে একটা হাসি দিয়ে জামাই এর হাত ধরে বসে রইলো।
তাকাচ্ছেনা, কিন্তু হাত ঠিকই ধরে আছে।
দেখতে কেমন লাগতেছে, তাও আমি নির্লজ্জ্বের মতন আড়চোখে তাকায় তাকায় তাদের প্রেম প্রেম খেলা দেখতেছি।
কি সুন্দর বাবুটা, মাশা আল্লাহ।
**
Tags: