“বকুলের পা পাথরের মত ভারী। বড় কষ্ট হচ্ছে পা টেনে টেনে যেতে। কান্না পেয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন এই ছেলেটির সঙ্গে সে ঘন্টার পর ঘন্টা গল্প করবে। উঠে চলে যাবার কোন তাড়া থাকবে না। কে দেখে ফেলবে এই নিয়ে চাপা আতংক থাকবে না। কি প্রচন্ড সুখের সময়ই না হবে সেটা। ঝুম বৃষ্টি নামলে তারা দুজনে বৃষ্টিতে ভিজবে। হাত ধরাধরি করে ভিজবে। ভাবতে বকুলের চোখ জলে ভর্তি হয়ে গেল। সুখের কথা ভাবতেও যে কষ্ট হয় কেন কে জানে। এত বিচিত্র কেন পৃথিবীটা। কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। কাকে সে জিজ্ঞেস করবে?”
– কোথাও কেউ নেই।
হুমায়ূন আহমেদ।
একটা পুরনো লাইন আজকে মনে পড়তেছে।ইএনটিতে পড়লাম। এনাটমিতেও ছিল।
Cuticular part of nasal septum is formed by fibro fatty tissue covered by skin.
#সেঅনেককালবর্তমানেরকথা
#খুবখারাপ
:’-)
পুরনো গান। অনেক স্মৃতি। শুনে দেখতে পারেন।
Tags: