ফরিদপুরে থাকেন যারা, বা ফরিদপুরে ঘুরতে এসেছেন, বা ফরিদপুরে ঘুরতে আসবেন যারা- তারা কোন না কোনভাবে, কারো না কারো কাছে তেঁতুলতলার মিষ্টির কথা শুনে থাকবেন।
তেঁতুলতলায় দুইটা বিখ্যাত দোকান। মোল্লার মিষ্টি আরেকটা খলিলের মিষ্টি।খলিলের মিষ্টির গল্প আরেকদিনের জন্যে তোলা থাক।
বিস্তারিত:
মোল্লার মালাইচপ নি:সন্দেহে ফরিদপুর শহরের অন্যতম সেরা মালাইচপ। ব্যক্তিগতভাবে আমার সবচাইতে প্রিয় বলতে পারেন।
দাম: ২০ টাকা/পিস [ কেজি কত করে মনে নাই ]
স্বাদ- ৮/১০
পরিবেশ- ৭/১০
ব্যবহার- ৮/১০
সবসময়ই পাওয়া যায়। তবে দুপুরবেলা ২/২:৩০ টায় আসলে গরম মিষ্টি খেতে পারবেন। আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই দুপুরবেলা আসবেন। গরম মিষ্টির ব্যাপারটাই অন্যরকম। 😋
খেতে কেমন লাগবে এটা একদমই আপনার নিজস্ব ব্যাপার।কারো বেশি ভালো, কারো আবার কম ভালো। কিন্
কিভাবে যাবেন:
ঢাকা বা অন্যান্য শহর থেকে আসা বাসগুলো সাধারণত নতুন বাসস্ট্যান্ড বা পুরাতন বাসস্ট্যান্ড এসে থামে। সেখান থেকে সরাসরি তেঁতুল তলা যেতে পারেন রিক্সা বা অটোতে। অথবা ভেঙ্গে যেতে পারেন।
নতুন বাসস্ট্যান্ড > (অটো ৫টাকা, রিক্সা ২০ টাকা) পুরাতন বাসস্ট্যান্ড > ( অটো ৫টাকা, রিক্সা ১৫টাকা ) বাজার/নিউমার্কেট > (অটো ১০টাকা, রিক্সা ২০-৩০ টাকা ) তেঁতুলতলা
আর কী পাওয়া যায় ওই দোকানে:
রসগোল্লা, চমচম, রসমালাই, দধি , কালোজামসহ আরো অনেকরকম মিষ্টি পাওয়া যায়। কিন্তু মালাইচপই সবচেয়ে ভালো লাগে আমার।
এছাড়া বিকালে পুরি, চপ, ছমুচাও থাকে।
Tags: