জীবনের প্রথম ফ্রেশ অর্ডার লিখার সুযোগটা হঠাৎ করে আসলো।সার্জারী ওয়ার্ডে স্যার হার্নিয়া এক্সামিনেশন দেখাচ্ছিলেন। পাশের বেডের একটা রোগী আপন মনে বিড়বিড় করছিল।
পড়ানো শেষে স্যার জিজ্ঞেস করলেন এটা কিসের রোগী। দেখলেই চেনা যায়। ক্লাসিক্যাল প্রেজেন্টেশন।Plexiform Neurofibromatosis. বলতে পারার জন্যে কিনা জানিনা, স্যার বললেন যে রোগীর ফাইলটা হাতে নেও তোমাকে একটা সুযোগ দেই।
স্যার বললেন আমি লিখলাম। শেষে স্যার সাইন করে দিলেন।
Tags:
Fresix