-এই, আমার মাথায় হাত বুলায় দিবা?
কপাল গরম ক্যান? ভিজছো আবার, না?
-উহু। বৃষ্টি হইলে তো ভিজবো! বৃষ্টিই হয় না এখানে।
তো?
-কিজানি। তুমি আমার হাত ধইরা বইসা থাকো। জ্বর চইলা যাবে।
তুমি না ডাক্তারি পড়ো???
-হ্যা।
এগুলা শিখায় ওইখানে ? মেয়েরা হাত ধরে বসে থাকলে জ্বর চলে যায়!
-মেয়েরা না। তুমি। শুধু তুমি।
Tags: