পাগলের সুখ মনে মনে ১২

শুনো না আমার না এখানে একা ভাল্লাগেনা।
-কি করবো বল। :-/
আচ্ছা বিয়ের পর তুমি রোজ আমাকে গান শুনাবা।
-আমি গাইতে জানি নাকি।
শিখবা।
-এই বুড়া বয়সে আমি গান শিখবো!
আচ্ছা যাও শেখা লাগবেনা। এম্নেই গেয়ে শুনিয়ো।
-এম্নি এমনি আবার গান শুনায় কিভাবে।
গান শুনাতে হবেনা। তুমি রোজ আমায় ঘুম পাড়ায় দিবা।
-এত্তোবড় ধামড়া মহিলাকে ঘুম পাড়াবো কিভাবে!
আচ্ছা ঘুম পাড়াতে হবেনা।
-তোমার হঠাত কি হইসে বুঝাও তো একটু।
তোমার কিচ্ছু বুঝতে হবেনা। তুমি শুধু এমনি করে ভালবেসো।
🙂

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top