মেডিকেল কলেজে যখন প্রথম ক্লাস শুরু করি, সবাই একটা কথা খুব বলতো।
মানুষ জীবনে তিনবার ডাক্তার হয়:
১। ফার্স্ট ইয়ারে যখন ক্লাস শুরু হয়।
২। থার্ড ইয়ারে যখন গলায় স্টেথো ঝুলায়ে ওয়ার্ডে যাওয়া শুরু করে।
৩। ফাইনাল প্রফ পাশের পর।
ওয়ার্ডে যাওয়া শুরু করতে যাচ্ছো।সেই হিসেবে ডাক্তার হবার দ্বিতীয় ধাপ বলা যায়!
ওয়ার্ডের ব্যাপারে লিখছি এই পোস্টে।
ওয়ার্ড কী:
হাসপাতালে রোগীদের জন্যে দুই ধরনের সিট আছে।
একটা হল কেবিন। কেবিন হল সিংগেল/ডাবল/তিনটা/চারটা/পাচটা বেডের রুম। যতটা বেড ততটা রোগী থাকে। কেবিনের ভাড়া তুলনামূলক বেশি।
আরেকটা হল ওয়ার্ড। ওয়ার্ড হল বিশাল লম্বা একটা রুম। এখানে একগাদা বেড থাকে। ২০/৩০/৪০ টা।এমবিবিএস কোর্সের স্টুডেন্টদেরকে থার্ড ইয়ার থেকে ক্লাসরুমের পাশাপাশি হাসপাতালে এসে পড়াশুনা করতে হয়। এই ব্যাপারটাকেই বলে ওয়ার্ডে যাওয়া।
ওয়ার্ডে ক্লাস হয়, আইটেম হয়। একগাদা আইটেম শেষে আবার কার্ড ফাইনালের মত একটা পরীক্ষা হয়,যেটাকে ওয়ার্ড ফাইনাল বলে।
হাসপাতালগুলোতে অনেকধরনের ওয়ার্ড থাকে- রোগ অনুযায়ী ওয়ার্ড ভাগ করা হয়ে থাকে।
সাধারন কোন সমস্যার ক্ষেত্রে মেডিসিন ওয়ার্ডে।অপারেশন লাগবে এমন কোন সমস্যা হয়ে থাকলে সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। গর্ভবতী মহিলাদের/মহিলাদের কোন শারীরিক সমস্যার ক্ষেত্রে গাইনি ওয়ার্ডে। নাক-কান-গলার ক্ষেত্রে ইএনটি- ইত্যাদি ইত্যাদি।
থার্ড ইয়ারে মূলত মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স এই তিনটা ওয়ার্ডে দেড়/দুই/তিন মাস করে প্লেসমেন্ট থাকে। এছাড়াও স্কিন ভিডি, ইমারজেন্সি মেডিসিন, রেডিওলোজি, এনেস্থেশিয়া, ডেন্টিস্ট্রি এগুলোতে এক/দুই সপ্তাহের প্লেসমেন্ট থাকে। ওয়ার্ড সাধারনত সকাল-সধ্যা দুইবেলা হয়। সকালে স্যারেরা পড়ান। সন্ধ্যায় হাতে কলমে দেখিয়ে দেন। ওয়ার্ডে পড়া + প্র্যাকটিসের জন্যে কিছু যন্ত্রপাতি লাগে।সেই সাথে লাগে কিছু বই।
যন্ত্রপাতি:
-Stethoscope – অনেক ব্র্যান্ডের স্টেথো পাওয়া যায়। সবচেয়ে ভালো হয় লিটম্যান কিনলে। লিটম্যান ক্লাসিক ২ সবচেয়ে বেশি চলে আমাদের দেশে। দাম পাচ-সাড়ে পাচ হাজার টাকা।
এছাড়া এক-দেড় হাজারের মধ্যে মোটামোটি মানের স্টেথোস্কোপ পাওয়া যায়। ওইগুলো হলেও চলবে
-Sphygmomanometer ( Blood Pressure Machine)
-Clinical Thermometer
-Torch
-Tongue Depressor
-Hammer
কোথা থেকে কিনবো:
যেকোন সার্জিক্যাল দোকান থেকেই কেনা যেতে পারে।
তবে লিটম্যান যেকোন জায়গা থেকে কিনলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে ভালো হয় বিদেশ থেকে আনাতে পারলে। ঢাকায় প্রেসক্লাবের সামনে বিএমএ ভবনের দোতলায় বেশ কিছু ভালো দোকান আছে। ওখান থেকে দেখেশুনে নিলেই চলবে।
অন্যান্য জিনিসগুলোও এখান থেকেই নেয়া যাবে।
[ লিটম্যান দেড়-দুই-তিন হাজার টাকায়ও পাওয়া যায়। ওইগুলো নকল। ]
বই:
মেডিসিন ওয়ার্ড:
- Macleod\’s clinical examination
- Hutchison\’s clinical method
- Short cases in clinical medicine – ABM Abdullah
- Long cases in clinical medicine- ABM Abdullah
সার্জারি ওয়ার্ড:
- S Das
- Hamilton Bailey
- Makhon Lal Saha
- Norman Browse
পেডিয়াট্রিক্স ওয়ার্ড:
– Step on to Pediatrics – Abid Hossain Molla
Tags: