চায়ে মিষ্টি হয়নাই।
কি বল! দেড় চামচ চিনি দিলাম।
তুমি দেখো না হয়। একদমই মিষ্টি হয়নাই।
আচ্ছা আরেক চামচ চিনি দিয়ে দিচ্ছি।
[ চিনি দিয়ে এনে ]
এই নাও।
এখনো হয়নাই।
আরেক চামচ দিবো?
দাও!
[ চিনি দিয়ে এনে আমার হাতে দিলো। আমি এক এক চুমুক খেয়ে বললাম –
আগের মতই তো আছে।
উফফ! তিনচামচ চিনিতেও উনার হয় না! বাচ্চার বাপ হওয়ার আগেই তো ডায়বেটিস বাধায়ে বসবা।
আচ্ছা তুমি এক চুমুক খেয়ে দেখো তাহলে বুঝবা।
কই! ঠিকই তো আছে।
দেখি দাও তো।
হ্যা। এবার ঠিক আছে।
#পীরিত
Tags: