\”এই ওঠ।\”
\”ওঠ না!\”
ও ডাকছে শুনতে পাচ্ছি।
রান্নাঘর থেকে ডাক আসছে। কফি বানাচ্ছেন নিশ্চয়ই।
আমার ঘুম ভেংগে গেছে।তারপরেও ঘাপটি মেরে শুয়ে আছি।
\” অ্যাই!\”
\”এই যে সাহেব!\”
\”উঠুন!\”
মেয়েটা এত্তো সুন্দর করব টেনে টেনে \’ অ্যাই\’ বলে! শুধু শুনতেই মন চায়।
বালিশ সরিয়ে দিল। টেনে আমার মাথাটা ওর কোলে তুলে নিলো।
\”এইইই!\”
\”ওঠ!\”
\”আবদুল্লাহ সাহেব, এবার উঠুন।\”
কপাকে চুমো খেল ও। তারপর কানের কাছে যেয়ে,
\”হইছে। আর ঘাপটি মেরে শুয়ে থাকতে হবে না।অন্নেক আদর পাইসো আজকে। এবার ওঠে পড়।\”
আচ্ছা, এই মেয়েটা এত্তো ভালোবাসে কেন আমাকে!
ওকে ভালোবাসতে শিখাইসে কে শুনি!
#পীরিত
Tags: