ফার্স্ট ডে এট ওয়ার্ড

জুলাই ১,২০১৫।
আজকে প্রথম দিন ছিল ওয়ার্ডে।
ডেন্ট্রিস্ট্রি ওয়ার্ড।
গতকাল রাতে ঘুমিয়েছি সাড়ে তিনটায়। এলার্ম দিয়েছিলাম সাতটায়।প্ল্যান ছিল উঠেই কলেজ যাবো, ওখান থেকে পরে যাব আড়াইশ বেড।
স্নুজের চক্রে পড়ে উঠতে উঠতে বাজলো সাড়ে আটটা। উঠেই দৌড় দিলাম। রিক্সা নিয়ে গেলাম কলেজে। যেয়ে দেখি কলেজ খা খা করছে। উঠলাম অটোতে। র‍্যাফেলস ইন এর সামনে থেকে রাজন ও আসলো।  হাসপাতাল যেয়ে কিছুক্ষন এদিকসেদিক ঘুরাঘুরি করলাম। এরপর শুভ স্যারকে দেখে গেলাম স্যারের পিছুপিছু । স্যার বললেন নিচ তলায় ওয়ার্ড।


নিচে এসে এক বুক সাহস নিয়ে ঢুকলাম ওয়ার্ডে(?)। দেখতে ওয়ার্ডের মত ছিল না একদমই। চিপা লম্বা একটা রুম।
স্যার কথা বলায় ব্যস্ত। এক ফাকে গেলাম আমরা:

স্যার আমরা নিউ থার্ড ইয়ার। আমাদের আজকে থেকে ডেন্টিস্ট্রি ওয়ার্ড। শুভ স্যার বললেন এখানে আসতে।

-আমি তোমাদের ওয়ার্ডের ক্লাস নেই না। তোমরা এই স্যারকে ফোন দাও, দেখো স্যার কি বলেন।(একটা কার্ড দিলেন)

স্যারকে ফোন দেয়া হল। স্যার বললেন শনিবার আসবেন।

আড়াইশ বেড থেকে আবার কলেজ।
কিছুক্ষন গেটের পাশে বসে থাকলাম।
রাজন, নাঈম, নিয়াজ আর আমি।
ওখান থেকে ফারুক মামার দোকান। লাইব্রেরী। ফরেনসিক ডিপার্টমেন্ট তারপর কমমেডে।
কমমেডের রফিক স্যারের সাথে দেখা হল। স্যার বলে দিলেন লেকচার ক্লাস কবে কবে হয়। ক্লাস কবে থেকে হবে জিজ্ঞেস করাতে বললেন ঈদের আগে ক্লাস শুরু হবে।

ওয়ার্ডের প্রথম দিন হিসেবে ছবি-টবি তুলে রাখা দরকার ছিল।
ধ্যাত্তেরি।

ব্যাপার না, কালকে যেয়েই সেলফি তুলবো আগে।
😀

Tags: , ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top