আজকের আবহাওয়াটা কেমন যেন।
মন খারাপ করা।
এক বন্ধু বলছিল আজ প্রেম করার দিন।
আজকে মোটেও প্রেম করার দিন না।
আজ মন খারাপ করার দিন।
প্রেমিকার কাধে মাথা রেখে কেঁদে নেয়ার দিন।
এই!
জানো, আমার ওই একলা রাতের সংগী হেডফোনটা আর নেই।
ট্যাবের সাথে পেয়েছিলাম।
মাসদুয়েক টিকলো।
এর উপর ধকল গেল অনেক। রিক্সায়, সাইকেলে ক্লাসে, বিছানায় – কোথায় যায় নি সে।
মন খারাপ করার কারণের অভাব ছিল না আজকে।
পড়া হচ্ছেনা।
শোনা হচ্ছেনা।
লিখা হচ্ছেনা।
কিন্তু তারপরেও মন যথেষ্ট ভালো ছিল।
পড়তে বসেছি আজ।প্রোটিন মেটাবলিজম পড়লাম।
ছোট্টবেলায় যখন কেউ বলতো সে এত ঘন্টা পড়েছে -আমি না তখন খুব হাসতাম।
আজকে অনেক দিন পর ২ ঘন্টা পড়লাম আমি।
২ ঘন্টা একটানা পড়া আসলেই খুব কষ্টের কাজ।
এই কাজের জন্যে আমাকে নোবেল দেয়া উচিত।
বৃষ্টি আসি আসি করছে।
আসছে না।
ও হ্যাঁ।কালকে ভিজেছি।একা একা।অনেকক্ষন।বাধ্য হয়ে অবশ্য!
গুড়ি গুড়ি বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা ছিল আগের।
কালকে বিপদে পড়ে ঝুম বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতাও হয়ে গেল।
গত দুদিন ভালোই কাটলো,উদাস ভাবটা ছিল না।
আজকে মন খারাপ হল।
হঠাত করেই।
একটা লোকের কথা মনে পড়ে গেল।
লোকটা একা একা থাকতেন।
কয়েকদিন ধরে কোন খোজখবর পাওয়া যাচ্ছিল না।
ফোনও রিসিভ করছিলেন না।
তিনদিন পর বাসার দরজা ভেংগে হদিস পাওয়া যায় উনার।
ততদিনে ইহজীবনের ইতি টেনেছেন।
:\’-)
দুবছর পর আজকে হঠাত উনার জন্যে মনটা কেমন করে উঠলো।
ধ্যাত।
সামনে প্রফ।
আমি বরং পড়তে বসি।
:\’-)